1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. ইউনূস

২ মে ২০২৪

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জন জামিন পেয়েছেন।

দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস
ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছিলেন, ঢাকায় গ্রামীণ টেলিকমের কয়েকটি অফিস 'বহিরাগতরা' জোর করে দখল করে নিয়েছে।ছবি: Syed Mahamudur Rahman/NurPhoto/picture alliance

ঢাকার বিশেষ জজ আদালত-চার এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানিয়েছেন, মামলাটিতে জামিন চেয়ে আবেদন করলে আদালত এই আদেশ দেন। একইসঙ্গে আদালত অভিযোগ গঠনের জন্য ২ জুন দিন ধার্য করেছেন।

এর আগে গত ২ এপ্রিল ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত অধ্যাপক ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। সেইসাথে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন এবং মামলাটি বিশেষ জজ আদালত-চার এ বদলি করা হয়েছিল।

মামলায় অভিযুক্ত বাকি ১৩ জন হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

গত বছরের ৩০ মে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদি হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। দুদক গত ২৯ জানুয়ারি অভিযোগপত্র অনুমোদন করে।

এপিবি/এসিবি (ডেইলি স্টার বাংলা)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ