কেনিয়ার পশ্চিমাঞ্চলের সিয়াইয়া কাউন্টি সহ সাব-সাহারান আফ্রিকার দরিদ্র নারীদের অনেকে জেলেদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার বিনিময়ে মাছ পান৷ এরপর সেগুলো বিক্রি করে তাঁরা সংসার চালান৷
বিজ্ঞাপন
পাঁচ সন্তানের জননী ৩২ বছরের রাচেল আটিনো এমনই একজন নারী৷ বছর দশেক আগে স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে তাঁকে ‘জাবোয়া'র পথ বেছে নিতে হয়েছিল৷ স্থানীয়ভাবে ব্যবহৃত জাবোয়া শব্দের মানে হচ্ছে ‘সেক্স-ফর-ফিশ', মাছের জন্য যৌনকর্ম৷
সিয়াইয়া রাজ্যের জেলেরা সারারাত ধরে ভিক্টোরিয়া হৃদে মাছ ধরার পর সকালে বিক্রি করেন৷ তবে নারী ক্রেতাদের মধ্যে অর্থের বিনিময়ে মাছ কিনছেন, এমনটা কমই দেখা যায়৷ বরং বেশিরভাগ নারীকে সেক্স বিনিময় করতে দেখা যায়৷ কারণ অর্থ দিয়ে মাছ কেনার মতো সামর্থ্য তাঁদের থাকে না৷ আটিনো বলেন, ‘‘অনেকক্ষেত্রে দেখা যায়, যে নারীরা যৌনকর্ম করতে প্রস্তুত তাদেরকে ভালো মানের মাছ দেন জেলেরা৷''
আটিনো থাকেন আবিম্বো গ্রামে৷ সেখানকার অনেক নারীই জাবোয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন৷ আটিনো বলেন, ‘‘জাবোয়া সবসময়ই থাকবে৷ আগের চেয়ে বরং এর ব্যবহার বেড়েছে৷ কারণ দারিদ্র্যের কারণে মেয়েদের আর অন্য কোনো উপায় নেই৷''
অবশ্য আটিনোকে এখন আর জাবোয়ায় অংশ নিতে হচ্ছে না৷ কারণ একটি এনজিও ঐ এলাকার নারীদের সহায়তায় এগিয়ে এসেছে৷ তাঁরা নারীদের প্রশিক্ষণ দিয়ে ঋণ দেন৷ ঐ অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভবান হলে নারীরা তা ফেরত দিয়ে আরও বড় অংকের ঋণ পান৷
যেসব দেশে পতিতাবৃত্তি বৈধ
পতিতাবৃত্তি নাকি পৃথিবীর সবচেয়ে প্রাচীন পেশা৷ কিন্তু কোনো যুগে, কোনো দেশেই মানুষ বিষয়টি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি, আজও করে না৷ তবে বিশ্বের বহু দেশেই পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
হল্যান্ডের ‘পতিতাপল্লী’ পর্যটকদের মূল আকর্ষণ
নেদারল্যান্ডসে পতিতাবৃত্তি শুধু বৈধ নয়, ইউরোপের এই দ্বীপদেশটির পতিতাপল্লী সত্যিকার অর্থেই বিশ্ববিখ্যাত৷ ঐ ‘রেডলাইট জোন’ দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে আমস্টারডামে৷ নেদারল্যান্ডসের মতো ইউরোপের আরেক দেশ বেলজিয়ামেও দেহব্যবসা সম্পূর্ণ বৈধ৷
ছবি: picture-alliance/AP
জার্মানি এবং ফ্রান্সে কঠোর আইন
জার্মানি এবং ফ্রান্সেও দেহব্যবসা বৈধ৷ তবে এ দু’দেশেই যৌনকর্মীদের এই ব্যবসা করতে হয় কঠোর আইন মেনে৷ জার্মানির কিছু শহরে এখনো যৌনকর্মীরা রাস্তায় নেমে খদ্দের ডাকতে পারেন না, এভাবে খদ্দের সংগ্রহ করা সেসব জায়গায় আইনত দণ্ডনীয়৷ ফ্রান্সেও ২০১৪ সালে এমন একটা আইন হয়েছে, যা মেনে যথেচ্ছ দেহব্যবসা করা খুব কঠিন৷
ছবি: picture-alliance/dpa
সুইডেন আর নরওয়েতেও নিয়ন্ত্রিত পতিতাবৃত্তি
ফ্রান্স ২০১৪ সালে যে আইন প্রবর্তন করে, সেটা প্রথম চালু হয়েছিল সুইডেনে, ১৯৯৯ সালে৷ এ কারণে আইনটি ‘সুইডিশ মডেল’ হিসেবে পরিচিত৷ এ আইনে যৌনকর্মীদের অধিকার রক্ষা করে দালালদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক
সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতেও দেহব্যবসা বৈধ৷ তবে এ দু’টি দেশে ১৯ বচর বয়স না হলে কেউ দেহব্যবসায় আসতে পারেন না৷ যৌনকর্মীদের যাতে কোনো যৌনরোগ না হয়, কিংবা তাঁদের মাধ্যমে খদ্দেরদের মাধ্যে যাতে এইডস, সিফিলিস বা অন্য কোনো রোগ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে যৌনকর্মীদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করাতে হয়৷ অবশ্য শুধু সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে নয়, জার্মানিতেও ঐ একই নিয়ম৷
ছবি: AFP/Getty Images
গ্রিস এবং তুরস্কে পতিতাবৃত্তি নিয়ন্ত্রিত
গ্রিস এবং তুরস্কেও পতিতাবৃত্তি পুরোপুরি বৈধ, তবে দেহ ব্যবসার আইন খুব কঠিন৷ জার্মানির মতো এই দু’টি দেশেও যৌনকর্মীদের স্বাস্থ্যবীমা করা বাধ্যতামূলক৷ এছাড়া যৌনকর্মীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান কিনা, তা সবসময় তদারক করা হয়৷ স্বাস্থ্যকার্ডেই লেখা থাকে স্বাস্থপরীক্ষার সব তথ্য৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
যে দুই দেশের পতিতাপল্লীতে ধীরে চলা মানা
ব্রিটেন আর আয়ারল্যান্ডের পতিতাপল্লী বা ‘রেড লাইট জোন’-এর প্রায় সব আইনই জার্মানির মতো ছিল৷ তবে সম্প্রতি ব্রিটেনে কিছু বেসরকারি সংস্থার দাবিতে এতে নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে৷ ব্রিটেনের রেড লাইট জোন-এ এখন যেমন ধীরে গাড়ি চালানো নিষেধ৷
ছবি: picture-alliance/dpa
কাউকে জোর করে পতিতা বানানো যায় না
ইউরোপের সব দেশেই পতিতাবৃত্তি আইনত বৈধ৷ তবে আইন বেশিরভাগ ক্ষেত্রেই দেশভেদে একটু হলেও অন্যরকম৷ যেমন স্পেন এবং পর্তুগালেও দেহব্যবসা বৈধ৷ কিন্তু স্পেনে কাউকে জোর করে বা ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মী বানানো শাস্তিযোগ্য অপরাধ৷
ছবি: picture-alliance/dpa/A. Dedert
দক্ষিণ অ্যামেরিকায় অন্যরূপ
দক্ষিণ অ্যামেরিকার অধিকাংশ দেশেই যৌনব্যবসা বৈধ৷ তবে কিছু দেশে মাফিয়া এবং মানবপাচার বড় সমস্যা হয়ে ওঠায়, এই ব্যবসার ওপর কড়াকড়ি এবং তদারকি বেড়েছে৷ দেহব্যবসাকে মাফিয়া চক্রের নিয়ন্ত্রণের বাইরে রাখতে ব্রাজিল এবং মেক্সিকোতে রয়েছে কঠোর আইন৷ তারপরও দেশ দু’টিতে মাফিয়া চক্রের আধিপত্য রয়ে গেছে৷
ছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images
প্রতিবেশী হয়েও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আলাদা
নিউজিল্যান্ডে যৌনব্যবসা একেবারেই বৈধ৷ তবে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার অনেক রাজ্যে এই ব্যবসা এখনো অবৈধ৷ ২০০৩ সালে আইন করে সব প্রাপ্তবয়স্কের জন্য যৌনব্যবসাকে বৈধ করে দেয় নিউজিল্যান্ড৷
ছবি: picture-alliance / rolf kremming
এশিয়ায় লুকোনো পতিতাবৃত্তি
ভারতের পতিতাবৃত্তি বৈধ৷ তারপরও পতিতাবৃত্তি চলে আড়ালে-আবডালে৷ রাস্তায় নেমে পতিতারা খদ্দের সংগ্রহ করতে পারেন না৷ খদ্দেররা অর্থের বিনিময়ে যৌনক্ষুধা মেটাতে যায় রাতের আঁধারে৷ বাংলাদেশ ও পাকিস্তানে পতিতালয় কমলেও মাসাজ পার্লার এবং আবাসিক হোটেলে প্রায়ই চলে পুলিশি অভিযান৷ খদ্দেরসহ পতিতা আটকের খবর আসে তখন৷ থাইল্যান্ড ও ফিলিপিন্সে পতিতাবৃত্তি চলে অবাধে৷ তবে দেশ দুটিতে এই ব্যবসা আইনের চোখে অবৈধ৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
‘চ্যালেঞ্জ আফ্রিকা' নামের ঐ এনজিওর কাছ থেকে ৫০ ডলার ঋণ পেয়েছেন আটিনো৷ সেই অর্থ দিয়ে মাছ কিনে এখন সেগুলো শুকাচ্ছেন৷ তারপর সেগুলো বিক্রি করবেন৷ এছাড়া গ্রামের নিকটবর্তী সোনার খনিতে শ্রমিকদের জন্য রান্নার কাজও করেন আটিনো৷
চ্যালেঞ্জ আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর এডউইন ওগিলো বলেন, তাঁরা অসহায় নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেন৷ সেখানে যাঁরা ভালো করেন তাঁদের ঋণ দেয়া হয়৷ এই প্রকল্পের আরেকটি লক্ষ্য, ঐ এলাকায় এইচআইভির প্রসার কমানো৷ কারণ সিয়াইয়ার প্রতি চারজনের একজন এই ভাইরাসে আক্রান্ত, যেটা এইডসের জন্য দায়ী৷ সেক্স-ফর-ফিশের কারণে এইচআইভির প্রসার আরও বাড়ছে বলে মনে করেন ওগিলো৷
জেডএইচ/ডিজি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)
বিশ্বজয় করল বাংলাদেশের যৌনকর্মীর ছবি
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জয় করা ছবিগুলোর মধ্যে বাংলাদেশের যৌনকর্মীদের দুর্দশাসহ লিবিয়ার যোদ্ধাদের কথাও উঠে এসেছে৷ চলুন এক নজরে দেখে নিই ছবিগুলো৷
ছবি: Sony World Photography Award 2017/S. Hoyn
ছোটবেলা থেকেই প্রশিক্ষণ
চীনের দুই জমজ বোন লিউ বিংকুইং এবং লিউ ইউজির অনুশীলনের এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী ইউয়ান পেং৷ ছোটবেলা থেকেই প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে এই দুই বোন৷ ছবিটি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র স্পোর্টস ক্যাটাগরিতে সেরা হয়েছে৷
ছবি: Sony World Photography Award 2017/Y. Peng
নিশাচর হায়না
ব্রিটেনের আলোকচিত্রী উইল ব্যুরাড-লুকাস নিজস্ব পরিবেশে থাকা বিভিন্ন নিশাচর প্রাণীর ছবি তোলেন৷ হায়নার এই ছবিটি তোলা হয়েছে আফ্রিকায়৷ ‘নেচার’ ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/W. Burrard-Lucas
বাংলাদেশের সবচেয়ে পুরাতন পতিতালয়ের ছবি
জার্মান আলোকচিত্রী সন্ড্রা হাইন-এর একটি ফটো সিরিজে উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং অন্যতম বড় পতিতালয়ের এই ছবিটি৷ কান্দাপাড়া পতিতালয়ে সাতশ’রও বেশি যৌনকর্মী বদ্ধ পরিবেশে কাজ করেন৷ অনেক শিশুও সেখানে বড় হয়৷ ‘ডেইলি লাইফ’ ক্যাটাগরিতে সেরা হয়েছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/S. Hoyn
কলম্বিয়ার এক অন্ধকার দিক
কলম্বিয়ার আলোকচিত্রী হেনরি আগুডেলো তাঁর দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দিকে আলোকপাতের চেষ্টা করেছেন৷ গত পঞ্চাশ বছরে সে দেশের এক লাখ ত্রিশ হাজারেরও বেশি মানুষ ‘গায়েব’ হয়ে গেছে৷ অনেকের মরদেহ পাওয়া গেলেও তা সনাক্ত করা সম্ভব ছিল না৷ কোনো কোনো ক্ষেত্রে শরীরের নানা চিহ্ন (যেমন ছবির এই ট্যাটুটি) পরিচয় সনাক্তে সহায়ক হয়েছে৷ ‘স্টিল লাইফ’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/H. Agudelo
যুদ্ধের মাঝে বিশ্রাম
আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের মাঝখানেই বিশ্রাম নিচ্ছেন লিবিয়ার এক সেনা৷ ইটালীয় আলোকচিত্রী আলিসিও রোমেনসি গত নভেম্বরে সির্ত শহরে এই ছবিটি তুলেছিলেন৷ ‘কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নিউজ’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/A. Romenzi
শীতকালে বদলে যাওয়া পরিবেশ
আলবেনিয়ার কোনো এক জায়গার এই ছবিটি তুলেছেন ফ্রিডরিক বাইক্স৷ বেলজিয়ামের এই আলোকচিত্রী চেয়েছিলেন শীতকালের শুরুতে পরিবেশ কিভাবে বদলে যায় সেটা তুলে ধরতে৷ ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷
ছবি: Sony World Photography Award 2017/F. Buyckx
এক অন্দরমহলের ছবি
সৌদি আলোকচিত্রী তাসনিম আলসুলতান তাঁর দেশের ইসলামি সমাজের অন্দরমহলের এই ছবিটি তুলেছেন৷ ছবিতে একজন তালাকপ্রাপ্ত একক মা এবং তাঁর সন্তানকে দেখা যাচ্ছে৷ সৌদি আরবে তালাক বিরল ব্যাপার, তবে কোনো নারী তালাকের শিকার হলে তাঁকে অনেকটা একঘরে করে দেয়া হয়৷ ‘কারেন্ট টপিকস’ ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/Tasneem Alsulta
শহরের নানা রূপ
চীনের ফটোগ্রাফার ডঙ্গির উদ্দেশ্য হচ্ছে শহরের বিভিন্ন স্থাপনার প্রকৃত দৃশ্য তুলে ধরা৷ এভাবে তিনি বিভিন্ন শহরকে ছবিতে নতুনভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন৷ ‘আর্কিটেকচার’ ক্যাটেগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷
ছবি: Sony World Photography Award 2017/Dongni
‘পার্ফেক্ট নারী’ বলে কি কিছু আছে?
রুশ ফটোগ্রাফার জর্জ মেয়ার ভিন্নধারার পোর্টেট তুলতে বিশেষ পারদর্শী৷ লাইট এবং শ্যাডো নিয়ে খেলতে ভালোবাসেন তিনি৷ ফলে তাঁর ছবির মডেলদের দেখতে অনেক সময় অবাস্তব মনে হতে পারে৷ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র ‘পোর্টেট’ ক্যাটেগরিতে পুরস্কার জয় করেছেন তিনি৷
ছবি: Sony World Photography Award 2017/G. Mayer
সহায়তা নিয়ে আত্মহত্যা
সুইস ফটোগ্রাফার সাবিনা কাটানিও এক স্পর্শকাতর বিষয় তাঁর ছবিতে তুলে ধরতে চেয়েছেন৷ সেটা হচ্ছে চিকিৎসকের সহায়তা নিয়ে আত্মহত্যা৷ সুইজারল্যান্ডে এমন আত্মহত্যার সুযোগ রয়েছে৷ ছবিতে যে গাড়িটি দেখা যাচ্ছে, তাতে ২০০৭ সালে চিকিৎসকের সহায়তায় আত্মহত্যা করেছিলেন দুই জার্মান৷