1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডয়চে ব্যাংকে তল্লাশি

৩০ নভেম্বর ২০১৮

জার্মানির ইনভেস্টমেন্ট ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ডয়চে ব্যাংকের সদরদপ্তরে শুক্রবারও তল্লাশি চালানো হয়েছে৷ জানা গেছে, অর্থপাচারে জড়িত সন্দেহে ব্যাংকের দু'জন কর্মীর কার্যক্রম তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি৷

ছবি: REUTERS

ফ্রাংকফুর্টে ডয়চে ব্যাংকের সদর দপ্তরে বৃহস্পতিবার তল্লাশি শুরু হয়৷ প্রায় ১৭০ জন পুলিশ কর্মকর্তা, আইনজীবী ও কর পরিদর্শক এতে অংশ নেন৷ এই সময় তাঁরা কাগজ ও ইলেকট্রনিক বিভিন্ন নথি জব্দ করেন৷ ব্যাংক পরিচালকদের অফিসেও তল্লাশি চালানো হয় বলে জানা গেছে৷

ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার তদন্তকারীদের কাজে সহায়তা করা হচ্ছে বলে জানায়৷ তবে শুক্রবার তারা কোনো মন্তব্য করেনি৷ শুক্রবার অবশ্য ডয়চে ব্যাংকের সদর দপ্তরের বাইরে মাত্র একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে৷

ফ্রাংকফুর্টের প্রসিকিউটর কার্যালয় বলছে, ডয়চে ব্যাংকের দু'জন কর্মীর (নাম প্রকাশ করা হয়নি) বিরুদ্ধে মক্কেলদের অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে৷

২০১৬ সালে ‘পানামা পেপার্স’ কেলেংকারিতে ফাঁস হওয়া অর্থ পাচারের অভিযোগ নিয়ে এই তদন্ত চলছে৷ জার্মানির স্যুডডয়চে সাইটুং পত্রিকা ২০১৬ সালে পানামা পেপার্সের খবর প্রথম ফাঁস করে৷ ফাঁস করা নথিপত্র থেকে দেখা যায় যে, পানামার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘মোসাক ফনসেকা’ তাদের মক্কেলদের জন্য প্রায় দুই লাখ অফশোর ‘শেল' কোম্পানি সৃষ্টি করেছিল৷

সদরদপ্তরে তল্লাশির খবরে ডয়চে ব্যাংকের শেয়ারমূল্যের পতন হয়েছে৷

এমনিতেই গত তিন বছর ধরে ক্ষতির মুখ দেখছে ডয়চে ব্যাংক৷ এছাড়া বিভিন্ন সময়ে নানান কেলেংকারিতেও ব্যাংকের নাম জড়িয়েছে৷

পরিস্থিতির উন্নতি করতে গত এপ্রিলে একজন নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেয়া হয়েছিল৷ তিনি কিছু পদক্ষেপ নেয়ার পরও রাজস্ব আয় বাড়েনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

২০১৬ সালের এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ