1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপানামা

অর্থ পাচারের দায়ে পানামার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

১৯ জুলাই ২০২৩

দুর্নীতি করে বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজকে ১০ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড দিয়েছে পানামার আদালত৷

পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজ
পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেজছবি: Arnulfo Franco/AP Photo/picture alliance

শাস্তি বহাল থাকলে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না৷

আগামী বছর পানামায় প্রেসিডেন্ট নির্বাচন৷ তার আগে রিকার্ডো মার্টিনেজের আবার নির্বাচনে অংশ নেয়ার পরিবল্পনা জোর ধাক্কা খেলো৷ মঙ্গলবার অর্থ পাচারের দায়ে তাকে ১২৮ মাসের কারাদণ্ড দিয়েছে পানামার আদালত৷ পাশাপাশি ১৯.২ মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে৷ রায় ঘোষণার পর ৭১ বছর বয়সি সাবেক প্রেসিডেন্টের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷ আপিল মামলায় হেরে গেলে রিকার্ডো মার্টিনেজ আর নির্বাচনে অংশ নিতে পারবেন না৷

রিয়ালিজান্ডো মেটাস পার্টির নেতা রিকার্ডো মার্টিনেজ অবশ্য নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন৷ তার দাবি, রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতেই দুর্নীতির এই ‘মিথ্যা অভিযোগ'৷

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘তারা যে রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে দোষী সাব্যস্ত করতে চাইছে তা আমরা জানি৷ কিন্তু অবৈধ তহবিলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই৷''

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পানামার প্রেসিডেন্ট ছিলেন রিকার্ডো মার্টিনেজ৷ অর্থ পাচার ছাড়াও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

এসিবি/ কেএম (এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ