জাতিসংঘের সাধারণ পরিষদে আজ বৃহস্পতিবার জেরুসালেম নিয়ে ভোট হবে৷ এতে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা থেকে তাঁকে সরে আসার অনুরোধ জানানো হবে৷
বিজ্ঞাপন
সম্প্রতি জেরুসালমকে রাজধানীর স্বীকৃতি দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর এই সিদ্ধান্তের প্রতিবাদে মুসলিম বিশ্বে বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে৷
এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছিল মিশর৷ প্রস্তাবে ট্রাম্পকে তাঁর সিদ্ধান্ত বাতিলের অনুরোধ করা হয়েছিল৷ তবে ১৫ সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাস করা যায়নি৷
এরপর ফিলিস্তিন ও তাদের সমর্থক আরব রাষ্ট্রগুলো সাধারণ পরিষদে একটি জরুরি অধিবেশন আয়োজনের আবেদন করে৷ আজ বৃহস্পতিবার সেটি অনুষ্ঠিত হবে৷ সেখানে একইরকম প্রস্তাব নিয়ে ভোট অনুষ্ঠিত হবে৷ তার আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি ১৯৩ সদস্যরাষ্ট্রের অধিকাংশকে একটি চিঠি দিয়েছেন৷ চিঠিতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে৷ একটি টুইটেও তিনি বিষয়টি পরিষ্কার করেছেন৷ টুইটে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন তিনি৷ ট্রাম্প বলেছেন, ‘‘আমাদের বিপক্ষে ভোট দিতে দাও৷ আমরা অনেক বাঁচাবো৷''
বুধবার মন্ত্রিপরিষদের বৈঠক শুরুর আগে নিকি হ্যালিকে পাশে বসিয়ে তাঁর কাজের প্রশংসা করেন ট্রাম্প৷ জাতিসংঘে ভোটের আগে হ্যালি সবার কাছে ‘সঠিক বার্তা' পাঠিয়েছেন বলে মন্তব্য করেন ট্রাম্প৷ এছাড়া তিনি সাংবাদিকদের বলেন, ‘‘তারা (বিভিন্ন দেশ) আমাদের অর্থ নেয়, এবং তারপর আমাদের বিপক্ষে ভোট দেয়৷ তারা শত শত মিলিয়ন ডলার, এমনকি বিলিয়ন ডলার নেয়, এবং তারপর আমাদের বিপক্ষে ভোট দেয়৷ আমরা এই ভোটের দিকে নজর রাখছি৷ তাদের আমাদের বিপক্ষে ভোট দিতে দেন৷ আমরা অনেক (অর্থ) বাঁচাবো৷ আমরা পরোয়া করিনা৷''
ট্রাম্পের এই মন্তব্যের পর ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স' এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ টুইট করে বলেছেন, ‘‘জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় অবস্থানকে কাজে লাগিয়ে অন্যান্য দেশ, যারা জেরুসালেমের ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সমর্থক, তাদের ব্ল্যাকমেল করা আমাদের সরকারের উচিত হবে না৷ খ্রিষ্টান, ইহুদি ও ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো ন্যায়বিচার৷''
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এনেছেন৷ তাঁরা আশা করছেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো হ্যালির ‘চাপ' উপেক্ষা করবে৷ এবং বিবেক অনুযায়ী কাজ করবে৷
ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ
সারা বিশ্বে হাজার হাজার মুসলিম প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন৷ পথবিক্ষোভে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ানো হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Gharabli
জার্মানি
রবিবার বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণে প্রায় আড়াই হাজার মানুষের একটি প্রধানত মুসলিম জনতা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে৷ বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি ও তুর্কি পতাকা ছিল৷ বিক্ষোভে একটি ইসরায়েলি পতাকাও পোড়ানো হয়, যার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী হাইকো মাস পরে বলেন যে, জার্মানিতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই৷
ছবি: Getty Images/S. Gallup
তুরস্ক
ট্রাম্পের ঘোষণার পর পরই তুরস্কে প্রতিবাদ শুরু হয়ে যায়৷ ছবিতে বিক্ষোভকারীরা ইস্তানবুলে মার্কিন ও ইসরায়েলি পতাকায় আগুন ধরাচ্ছে৷
ছবি: Reuters/O. Orsal
মিশর
ছবিতে কায়রোয় সিন্ডিকেট অফ জার্নালিস্টস-এর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রতিকৃতি দাহ করছেন; ছবির গায়ে লেখা আছে, ‘ট্রাম্প, সাংবাদিকরা আপনাকে বলছে, জেরুসালেম আরব’৷ পরে পুলিশ আটজন বিক্ষোভকারীকে নিষিদ্ধকৃত মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে যোগাযোগের দায়ে গ্রেপ্তার করে৷
ছবি: Reuters/M. A. E. Ghany
লেবানন
লেবাননের নিরাপত্তা বাহিনী রবিবার বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভকারীদের রোখার জন্য কাঁদানে গ্যাস ও জলের কামান ব্যবহার করে৷ হেজবুল্লাহ সংগঠন উত্তরোত্তর প্রতিবাদের ডাক দিয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/B. Hussein
ইরাক
ইরাকের শিয়াপন্থি মুসলিমরাও প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন, যেমন এখানে দক্ষিণ ইরাকের বসরা শহরে৷
ছবি: Reuters/E. al-Sudani
ইরান
ইরানের রাজধানী তেহরানে বিপুল বিক্ষোভ প্রদর্শিত হয়েছে এবং আগামীতেও হবে বলে ধরে নেওয়া যেতে পারে৷ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রবিবার বলেন যে, ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনার ‘‘আগুনে তেল ঢেলেছে৷’’
ছবি: picture-alliance/AA/Stringer
পাকিস্তান
পাকিস্তানের করাচিতে শিয়াপন্থি বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের দিকে যাবার পথে মার্কিন ও ইসরায়েলি পতাকা পদদলিত করছেন৷
ছবি: Reuters/A. Soomro
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর
শ্রীনগরের দক্ষিণ-পশ্চিমে বুদগাম শহরে বিক্ষোভকারীরা জুম্মার নামাজের পর মিছিল করেন ও ইসরায়েলের পতাকা পোড়ান (ছবি)৷ তাদের মুখে ‘অ্যামেরিকা নিপাত যাও’ ও ‘ইসরায়েল নিপাত যাও’ ধ্বনি শোনা যায়৷
ছবি: picture alliance/dpa/AP Photo/D. Yasin
মালয়েশিয়া
কুয়ালা লামপুরে শুক্রবারের নামাজের পর সহস্রাধিক মুসলিম ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন৷ ক্রীড়ামন্ত্রী জামালুদ্দিন স্বয়ং তাদের নেতৃত্ব দেন৷ জনতা ‘ইসলাম দীর্ঘজীবী হোক’ ধ্বনি দেয়৷
ছবি: Reuters
ইন্দোনেশিয়া
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় চার দিন ধরে প্রতিবাদ চলেছে৷ জাকার্তার মার্কিন দূতাবাসের সামনে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে৷ এছাড়া ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি দাহ করা হয়৷
ছবি: Reuters/Beawiharta
ব্রাজিল
রবিবার ব্রাজিলের সাও পাওলো শহরে ফিলিস্তিনি ফ্রন্ট নামধারী একটি আন্দোলন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে৷