1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক আয়োজন

১০ মার্চ ২০১৩

এতকাল কোনো শহর তার অবকাঠামো, ব্যবস্থাপনা, রাজনৈতিক সদিচ্ছা ও সমর্থন দেখিয়ে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের বরাত পাবার চেষ্টা করতো৷ এবার সেইসঙ্গে দেখাতে হবে ডোপিং-এর বিরুদ্ধে লড়াইয়ের সদিচ্ছা৷

ছবি: Reuters

২০২০ সালে অলিম্পিক প্রতিযোগিতা আয়োজন করতে চায় স্পেনের রাজধানী মাদ্রিদ৷ তাদের পাল্লা দিতে হবে টোকিও ও ইস্তানবুলের মতো শহরের সঙ্গে৷ সেপ্টেম্বর মাসে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে৷ এই নিয়ে পর পর তিনবার অলিম্পিক আয়োজনের চেষ্টা করছে স্পেন৷

কিন্তু তার আগে মাদ্রিদের এই প্রচেষ্টার বিভিন্ন দিক খতিয়ে দেখতে শহরে আসছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক প্রতিনিধিদল৷ ১৮ থেকে ২১শে মার্চ তাঁরা স্পেনের প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখবেন৷ ডোপিং-এর বিষয়টি যেভাবে গুরুত্ব পাচ্ছে, তার জের ধরে স্পেনের সরকার শুক্রবারই ডোপিং-বিরোধী আরও কড়া আইন প্রণয়ন করার ঘোষণা করেছে৷ এমনকি বর্তমানে জাতীয় স্তরে যে রাষ্ট্রীয় অ্যান্টি-ডোপিং এজেন্সি রয়েছে, তা বন্ধ করে নতুন এক সংস্থা গড়ে তার হাতে আরও ক্ষমতা দিতে চায় স্পেন৷

ডোপিং করতে গিয়ে ধরা পড়লে শাস্তির মাত্রাও বহুগুন বাড়াতে চায় স্পেনের সরকার৷ এমনকি ৪ লক্ষ ইউরো জরিমানা হতে পারে৷ সন্দেহের যথেষ্ট কারণ থাকলে কোনো ক্রীড়াবিদকে রাত ১১টা থেকে ভোর ৬টার মধ্যেও ঘুম থেকে তুলে শারীরিক পরীক্ষা করা সম্ভব হবে৷ আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই আইন কার্যকর হবে বলে আশা করছে সরকার৷

ডোপিং-এর বিরুদ্ধে সংগ্রামে স্পেনের অতীত রেকর্ড মোটেই ভালো নয়৷ ফলে সদিচ্ছা প্রমাণ করতে সে দেশকে বেশ বেগ পেতে হচ্ছে৷ ‘অপারেশন পুয়ের্তো' নামে এক ব্যাপক তদন্ত প্রক্রিয়া চলছে, যার আওতায় ডোপিং-এর একাধিক ঘটনা সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে৷

এসবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ