1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্যালুট’ ছবির মহরত

১২ জুলাই ২০১২

একদিকে অলিম্পিক আসরে রেকর্ড সৃষ্টি আর অন্যদিকে নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার টমি স্মিথ এবং জন কার্লোসের মুষ্টিবদ্ধ হাত উত্তোলনের ঘটনা নিয়ে চার দশক পরে তৈরি হওয়া ঐতিহাসিক ছবি ‘স্যালুট’৷

1968 Olympic Games, Mexico City America's gold and bronze medallists Tommie Smith (centre) and John Carlos (right) raise their arms as a 'Black Power' gesture during the Olympic Awards Ceremony. Smith had set a world record of 19.8 seconds in the 200 metre race. Each man wore a black glove on one hand and raised it, with fist clenched as the US flag was raised. Perter Norman from Australia (left) won the silver medal. 16th October 1968. Mexico / Mono Negative
ছবি: picture-alliance/United Archives/TopFoto

মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই ২০০ মিটার দৌড়ে ইতিহাস গড়েছিলেন টমি স্মিথ৷ তবে তার চেয়েও বড় ঘটনার জন্ম দিয়েছিলেন তিনি ১৯৬৮ সালের অলিম্পিক আসরে পদক বিতরণ পর্বের মঞ্চে উঠে কালো দস্তানা পরে মুষ্টিবদ্ধ স্যালুট দিয়ে৷ সেই কাজে তাঁর সাথে ছিলেন কালো অ্যামেরিকান দৌড়বিদ জন কার্লোস এবং অস্ট্রেলিয়ান পিটার নরম্যান পরেছিলেন একটি মানবাধিকারের ব্যাজ৷ মেক্সিকো সিটির সেই পদক বিতরণী অনুষ্ঠানে এই দুই জনের মুষ্টিবদ্ধ কালো হাত মানবাধিকার আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়ায়৷ তবে এই ঘটনায় গোটা বিশ্ব যেন বৈদ্যুতিক আঘাত খাওয়ার মতো চমকে গিয়েছিল৷

সেই তিন নায়ক তাঁদের দৃঢ় প্রতিজ্ঞামূলক বিবৃতির জন্য হেনস্তার শিকার হন৷ অলিম্পিক কর্তৃপক্ষের চাপে স্মিথ এবং কার্লোসকে খেলার আসর থেকে বহিষ্কার করা হয়৷ নিজেদের দেশেও তারা পরিত্যাজ্য হয়েছিলেন৷ হয়েছিলেন বঞ্চনা ও ভর্ৎসনার শিকার৷ এমনকি তাঁদেরকে হত্যার হুমকিও দেওয়া হয়৷ রৌপ্য পদক বিজয়ী নরম্যানকে তাঁর দেশের ক্রীড়া জগত একঘরে করে দেয়৷ ২০০৬ সালে মারা যান নরম্যান৷ স্মিথের প্রতিভা ও নৈপুণ্য প্রকাশের সুযোগ বন্ধ হয়ে যায়৷ শেষ পর্যন্ত তিনি এনএফএল-এ খেলা শুরু করেন৷

এসব ঘটনার পটভূমি নিয়ে ২০০৮ সালে একটি ছবি তৈরি করা হয়৷ নাম দেওয়া হয় ‘স্যালুট'৷ ছবিটির কাহিনি লিখেন, ছবি পরিচালনা এবং প্রযোজনা করেন প্রয়াত নরম্যানের ভাগ্নে ম্যাট নরম্যান৷

প্রায় চার দশক পর এবারের অলিম্পিক আসরের প্রাক্কালে লন্ডন গেছেন স্মিথ৷ সেখানে তাঁদের সেই ঐতিহাসিক ঘটনা অবলম্বনে তৈরি ছবির মহরত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্মিথ৷ লন্ডনের অনুষ্ঠানে স্মিথ বলেন, ২০০ মিটার দৌড়ে বর্তমান বিশ্ব সেরা জ্যামাইকান তারকা উসেন বোল্ট ১৯ সেকেন্ডের সীমা ছাড়িয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন৷ বোল্ট ২০০৯ সালে বার্লিনে ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন৷

এএইচ / জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ