1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের সমাপনী

১১ আগস্ট ২০১২

লন্ডন অলিম্পিকের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে৷ রবিবার বাংলাদেশ সময় মধ্যরাত দুইটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান৷ বিখ্যাত ব্রিটিশ পপ সংগীত শিল্পীরা এতে অংশ নেবেন৷

ছবি: dapd

সমাপনী অনুষ্ঠানের শিরোনাম ‘এ সিম্ফোনি অব ব্রিটিশ মিউজিক'৷ এ থেকেই বোঝা যাচ্ছে ব্রিটিশ সংগীতকেই তুলে ধরা হবে অনুষ্ঠানে৷ নব্বইয়ের দশকে বিশ্ব মাত করা বিখ্যাত ব্যান্ড ‘স্পাইস গার্লস' এর শিল্পীরা অলিম্পিক উপলক্ষ্যে আবার একসঙ্গে গান করবেন বলে জানা গেছে৷ অন্যান্যদের মধ্যে থাকবেন জর্জ মাইকেল আর অলিম্পিকের অফিসিয়াল গানের মালিক ব্যান্ড ‘মিউজ' এর শিল্পীরা৷ উদ্বোধনী অনুষ্ঠানের মতো বিটলস'কে সম্মান জানাতে সমাপনীতে আবারও গাইতে দেখা যেতে পারে পল ম্যাকার্টনিকে৷

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্রিটিশ পত্রপত্রিকায় বেশ প্রশংসা শোনা গেলেও বাকি বিশ্বের গণমাধ্যমে অনুষ্ঠানটিকে ‘অতি ব্রিটিশীয়' বলে মন্তব্য করা হয়েছে৷ অর্থাৎ ঐ অনুষ্ঠানে এমন কিছু দেখানো হয়েছে যা ব্রিটেন ছাড়া বাকি বিশ্বের দর্শকদের বোঝার কথা নয় বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে৷

তবে এসব সমালোচনায় কর্তৃপক্ষ কান দিয়েছেন বলে মনে হচ্ছে না৷ তাই তো সমাপনীটাও আবার ঐ ব্রিটিশীয়'ই হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে৷

সমাপনীতে গানের পাশাপাশি থাকবে প্রায় চার হাজার শিশু কিশোরের বিভিন্ন শারীরিক কসরত৷

জেডএইচ/এআই (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ