1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের সমাপনী

১২ আগস্ট ২০১২

অলিম্পিকের পর্দা নামতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে৷ তার সমাপনী নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা৷ এদিকে তারেক-মিশুক স্মরণে নির্মিত হচ্ছে স্মারক স্থাপনা৷

ছবি: picture-alliance/dpa

অলিম্পিকের উদ্বোধনীর জমকালো মুহুর্তগুলো দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলো৷ তবে সমাপনী নিয়ে কিন্তু আগেভাগে কোন কিছু জানাচ্ছেন না আয়োজকরা৷ কারণ দর্শকদের চমকে দিতে চান লন্ডন অলিম্পিকের কর্তারা৷ তবে মিডিয়া তো আর বসে নেই৷ তারা এই সমাপনী নিয়ে নানা খোঁজ খবর ইতিমধ্যেই নিতে শুরু করেছে৷ বড় বড় তারকাদের আগমন যে ঘটবে সেটা বোঝাই যাচ্ছে৷ স্পাইস গার্লস কন্যাদের নাকি নতুন করে দেখা যাবে এই সমাপনীতে৷ কয়েক বছর ধরে আর এই মশলাদার তন্বীদের একসঙ্গে দেখা যাচ্ছে না৷ তবে লন্ডন অলিম্পিক আবারও তাদের নাকি হাজির করছে, এমন খবর দিচ্ছে নানা সংবাদ মাধ্যম৷ এছাড়া তাদের সঙ্গে থাকছেন আরেক ইংরেজ পপ তারকা জর্জ মাইকেল, ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য হু' আর ওয়ান ডিরেকশন৷ অলিম্পিক শেষে দর্শকরা যেন মনে তৃপ্তি নিয়ে ফিরে যেতে পারেন সেজন্য প্রস্তুতিতে কমতি নেই আয়োজকদের৷ ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান' তাই এবারের লন্ডন আসরের নাম দিয়েছে ফিলগুড গেমস৷

তারেক মাসুদ স্মরণে স্থাপনা

১৩ আগস্ট তাদের প্রথম মৃত্যুবার্ষিকীছবি: DW/Samir Kumar Dey

গত বছরের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ৷ তার সঙ্গে প্রাণ হারান আরেক চিত্রগ্রাহক সাংবাদিক মিশুক মুনীর৷ এই দুজনকে স্মরণ করতে একটি স্মারক স্থাপনা নির্মাণ করা হবে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই স্মারক স্থাপনা নির্মাণ করা হবে৷ এর ডিজাইন করেছেন চিত্রশিল্পী ঢালী আল মামুন৷ তিনি জানান, যে গাড়িটিতে দুর্ঘটনা ঘটেছিলো সেই গাড়িকে কেন্দ্র করে একটি স্মারক স্থাপনা তৈরির দায়িত্ব দেয়া হয় তাঁকে৷ এদিকে তারেক-মিশুকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে তারেক-মিশুক স্মৃতি পর্ষদ৷ এর মধ্যে রয়েছে কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, স্মৃতিফলক উন্মোচন৷ এছাড়া ১৩ আগস্ট রাজধানী থেকে দুর্ঘটনাস্থল ফরিদপুরের ভাঙ্গা অভিমুখে যাত্রা শুরু হবে৷

উল্লেখ্য, গত বছর এই জায়গাতেই দুর্ঘটনায় প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ৷

আরআই/জেডএইচ (রয়টার্স, বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ