1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে ইংল্যান্ডের ক্যাপ্টেন হতে চান বেকহ্যাম

২০ জানুয়ারি ২০১২

লন্ডনে অলিম্পিক, অথচ ঘরের সেরা ছেলে তার প্রথম সারিতে থাকবে না! অ্যামেরিকায় ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও ডেভিড বেকহ্যাম আবার জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন হতে চান৷

England's Peter Crouch celebrates with David Beckham (facing) after scoring the second goal against Croatia , 21 November 2007, during their Euro 2008 qualifier at Wembley Stadium in London. EPA/GERRY PENNY +++(c) dpa - Report+++
২০০৭’এ ইংল্যান্ডের জার্সি গায়ে ডেভিড বেকহ্যামছবি: picture-alliance/ dpa

‘লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি' ক্লাবের হয়ে খেলে বড়ই সন্তুষ্ট ডেভিড বেকহ্যাম৷ সম্প্রতি ক্লাবের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে৷ পারিশ্রমিক ১ কোটি ২০ লক্ষ ইউরো৷ সেই চুক্তি অনুযায়ী অলিম্পিকে খেলার জন্য তিনি ক্লাব থেকে ছুটি নিতে পারেন৷ এটা অবশ্যই একটা বড় প্রাপ্তি৷ তবে ক্যালিফোর্নিয়ায় থেকে যাবার সিদ্ধান্তের পেছনে পারিবারিক কারণও রয়েছে৷ স্ত্রী ভিক্টোরিয়া অ্যামেরিকায় থাকতেই পছন্দ করছেন৷ বেকহ্যাম নিজেই জানিয়েছেন, যে প্যারিসের ‘স্যাঁ জ্যারম্যাঁ' সহ কয়েকটি ক্লাব নাকি তাঁকে চুক্তিবদ্ধ করার চেষ্টা চালিয়েছিলো৷

ক্লাব ফুটবলের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলেও সক্রিয় থাকতে চান ৩৬ বছর বয়স্ক বেকহ্যাম৷ তিনি এবিষয়ে ইংল্যান্ডের কোচ স্টুয়ার্ট পিয়ার্স'এর সঙ্গে কথাও বলেছেন৷ এক সংবাদ সম্মেলনে বেকহ্যাম বলেন, তিনি আগেও দেশের নেতৃত্ব দিয়েছেন৷ তবে অলিম্পিকে খেলার অভিজ্ঞতা এখনো বাকি রয়েছে৷ তার উপর এবার অলিম্পিকের আসর বসছে লন্ডন শহরের ইস্ট এন্ড এলাকায়৷ সেখানেই বেকহ্যাম বড় হয়েছেন৷ ফলে এবারের অলিম্পিকে খেলার এবং সেখানে শীর্ষ ভূমিকা পালন করার সাধ আরও বেশি৷ অতএব শরীর-স্বাস্থ্য ঠিক থাকলে সেই সুযোগের আশা করছেন তিনি৷ উল্লেখ্য, লন্ডনে অলিম্পিক আনার অভিযানেও বেকহ্যাম যথেষ্ট বড় ভূমিকা পালন করেছেন৷

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপেও ট্রেনিং’এ অংশ নিয়েছেন ডেভিড বেকহ্যামছবি: picture-alliance/dpa

ফুটবলের জগতে ৩৬ বছর বয়স কম নয়৷ কিন্তু বেকহ্যাম এখনো বিদায়ের কথা ভাবছেন না৷ উল্টে আরও সাফল্যের লক্ষ্যমাত্রা স্থির করছেন৷ অর্থাৎ ক্যালিফোর্নিয়ায় গ্যালাক্সি'র হয়ে খেলতে খেলতে বেকহ্যাম একদিন অবসর নেবেন, এমনটা যারা ভেবেছিলেন তাদের আবার বিস্মিত করলেন এই তারকা৷ শুধু ইউরোপে খেলার সময়ই ম্যানচেস্টার ইউনাইটেড'এর হয়ে ছয় বার, রেয়াল মাদ্রিদের হয়ে এক বার শীর্ষ স্থানে পৌছানোর স্বাদ পেয়েছিলেন তিনি৷ কিন্তু তাতে সাধ মেটেনি৷ ঝুলিতে আরও শিরোপার স্বপ্ন দেখছেন ডেভিড বেকহ্যাম৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ