সৌদি আরব এখন পর্যন্ত ১২টি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নিয়ে দুটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে৷ আসন্ন প্যারিস অলিম্পিকে এই সংখ্যা বাড়াতে চায় দেশটি৷
বিজ্ঞাপন
২০১২ সালেরলন্ডন অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে দুটি ব্রোঞ্জ জেতে সৌদি আরব৷ এই সাফল্যের পেছনে আছে বিপুল অর্থ ব্যয়৷ ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ করে ব্রিটিশ ঘোড়া কেনা হয়েছিল৷
এরপর রিও ও টোকিওতে অনুষ্ঠিত পরের দুই অলিম্পিকে এই ইভেন্টের বাছাইপর্ব থেকে বাদ পড়ে যায় সৌদি আরব৷ তাই ২০২২ সালে আরেকটি ব্রিটিশ ঘোড়া কেনে দেশটি৷ সেটি দিয়ে প্যারিস অলিম্পিকেরবাছাইপর্ব উতরে গেছেন সৌদি অ্যাথলিট খালেদ আলমোবতি৷ ‘‘এটা অলিম্পিকে ফেরার জন্য বিশেষ ইকুয়েস্ট্রিয়ান প্রকল্পের ফল ছিল,'' বলে রয়টার্সকে জানান সৌদি অলিম্পিক কমিটির ডাইরেক্টর অফ কমিউনিকেশন্স আব্দুলআজিজ আলবাকুস৷
সবশেষ টোকিও অলিম্পিকে ৩৩ জন অ্যাথলিট পাঠিয়েছিল সৌদি আরব৷ এটিই এখন পর্যন্ত অলিম্পিকে অংশ নেওয়া দেশটির সবচেয়ে বড় দল৷ তারেগ হামেদি কারাতেতে রূপা জেতায় সৌদি আরবকে খালি হাতে ফিরতে হয়নি৷
তবে এবার প্যারিস অলিম্পিকে কারাতে ইভেন্ট নেই৷ তাই এবার পদকের জন্য ইকুয়েস্ট্রিয়ানের ‘শো জাম্পিং' ইভেন্টের দিকে সৌদি আরব তাকিয়ে থাকবে বলে জানান আলবাকুস৷
প্রথম নারী
দনিয়া আবু তালিব সৌদি আরবের প্রথম নারী অ্যাথলিট যিনি বাছাইপর্বে সাফল্য পেয়ে প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন৷ অর্থাৎ তিনি কোটা ব্যবস্থায় অংশ নিচ্ছেন না৷ ১২ বছর আগে বহিষ্কারের হুমকি পাওয়ার পর লন্ডন অলিম্পিকের দলে মেয়েদের অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব৷
অলিম্পিকে দনিয়ার সাফল্য কামনা করেছেন আলবাকুস৷ তিনি আশা করছেন আরও কয়েকজন সৌদি ক্রীড়াবিদ অ্যাথলেটিক্সের বাছাইপর্বে সফল হবেন৷ এখনও জুডো ও টেবিল টেনিসের বাছাইপর্ব বাকি আছে বলে জানান তিনি৷
২০৩৬ অলিম্পিকের আয়োজক?
২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব৷ ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিষয়টিও প্রায় চূড়ান্ত৷ এছাড়া সেই বছরের এশিয়ান গেমসও আয়োজন করবে সৌদি আরব৷ তাই ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম আসাটা প্রায় অনিবার্য৷ ‘‘তবে এই বিষয়ে আলোচনা করাটা এখন অনেক বেশি জলদি হয়ে যাবে,'' বলে মন্তব্য করেছেন আলবাকুস৷
গ্রিসে জ্বললো প্যারিস অলিম্পিকের মশাল
শুরু থেকে চলে আসা নিয়ম মেনে ১৭ এপ্রিল অলিম্পিকের জন্মভূমি গ্রিসে জ্বালানো হয়েছে অলিম্পিক মশাল৷গ্রিস প্রদক্ষিণ করে মশাল যাবে ২০২৪ অলিম্পিকের আয়োজক দেশ ফ্রান্সে৷ ছবিঘরে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন অনুষ্ঠানের বিস্তারিত...
ছবি: Angelos Tzortzinis/AFP
জ্বলে ওঠার আগে
গ্রীসের অলিম্পিয়ায় আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক মশাল এবং মশাল জ্বালানোর কলড্রন বা কড়াই৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
যার হাতে জ্বললো মশাল
প্রাচীন প্রথা অনুযায়ী এবারও গ্রিসের অলিম্পিয়ায় মশাল জ্বালানোর অনুষ্ঠানে পুরোহিতের ভূমিকা পালন করেন একজন নারী৷ এবার এ ভূমিকায় ছিলেন গ্রিসের অভিনেত্রী ম্যারি মিনা৷ছবিতে আনুষ্ঠানিকতা শুরুর আগে অলিম্পিক শিখা হাতে ম্যারি মিনা৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
১০০ দিন আগে...
২০২৪ অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই৷ বরাবরের মতো এবারও আসর শুরুর ঠিক ১০০ দিন আগে অলিম্পিয়ায় জ্বালানো হলো মশাল৷ ছবিতে অনুষ্ঠানের অন্য পারফর্মারদের সঙ্গে পুরোহিতের ভূমিকা পালন করা ম্যারি মিনা (প্রথম সারির ডান দিকে)৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
নৃত্যানুষ্ঠান
মশাল জ্বালানোর অনুষ্ঠানে ম্যারি মিনা এবং সহশিল্পীদের দৃষ্টিনন্দন নাচ৷
ছবি: Angelos Tzortzinis/AFP
সেই মুহূর্ত
অলিম্পিয়ায় মশাল জ্বালালেন ম্যারি মিনা৷এই মুহূর্তটির পরই আসলে শুরু হয়ে যায় অলিম্পিক গেমসের কাউন্টডাউন৷ এবারও তাই হয়েছে৷ শুরু হয়ে গেছে ১০০, ৯৯... এভাবে ২৬ জুলাইয়ের আগমনের ক্ষণ গণনা৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
এ আলো ছড়িয়ে যাবে...
অলিম্পিয়ায় অলিম্পিক মশালের হাতবদল৷ গ্রিসের রোয়ার স্তেফানোস ন্তোউসকসের হাতে মশাল তুলে দিচ্ছেন ম্যারি মিনা৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
গ্রিস থেকে মশাল যাবে ফ্রান্সে
আগামী ২৬ এপ্রিল অলিম্পিক ২০২৪-এর আয়োজক ফ্রান্স অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হবে মশাল৷ তার আগে টানা ১১ দিন গ্রিসে ঘুরে বেড়াবে অলিম্পিকের এই শিখা৷ ছবিতে মশাল জ্বালানোর অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠানের এক মুহূর্ত৷
ছবি: Louisa Gouliamaki/REUTERS
১১ দিনে ৫০০ কিলোমিটার
১৭ এপ্রিল অলিম্পিয়ায় ম্যারি মিনার কাছ থেকে মশাল গ্রহণ করার পর ছুটে যাচ্ছেন স্তেফানোস ন্তোউসকস৷ তার হাত থেকে মশাল যাবে দ্বিতীয় জনের কাছে৷ এভাবে নানা জনের হাত ঘুরে ঘুরে ১১ দিনে গ্রিসের ৫০০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে অলিম্পিক মশাল৷