1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে জুয়াড়িদের দৌরাত্ম্যের মোকাবিলা করতে এগিয়ে এলো ‘বেটফেয়ার’

১২ জানুয়ারি ২০১২

আসন্ন লন্ডন অলিম্পিকের সময় বে-আইনি জুয়া চক্রের মোকাবিলা করতে পরস্পরের সহযোগিতা করবে আইওসি ও ‘বেটফেয়ার’৷

২০১২’র লন্ডন অলিম্পিকের মুদ্রা - কিন্তু খেলাধুলা নিয়ে জুয়াতেও ‘ফেয়ার প্লে’ চাইছবি: picture-alliance/dpa

খেলাধুলার জগতে আজকাল আর্থিক দিকটি যেভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা অনেকেরই ক্ষোভের কারণ৷ তার উপর খেলার মাঠে জুয়াড়িদের আধিপত্যও বেড়ে যাচ্ছে৷ শুধু বাজি ধরা নয়, আগেভাগেই খেলার ফলাফল নির্ধারণ করা বা ‘ম্যাচ ফিক্সিং'এর ঘটনাও বিরল নয়৷ এমন কেলেঙ্কারির কথা ফাঁস হয়ে গেলে তখন কর্তৃপক্ষ ও কর্মকর্তারা নড়েচড়ে বসেন, তদন্ত চালানো হয়, ধরা পড়লে কখনো দোষীদের শাস্তি হয়৷ কিন্তু অনেকে মনে করেন, খেলাধুলার জগতে জুয়ার বিষয়টি আসলে অত্যন্ত গভীর৷ যা জানা যায়, তা কিছুই নয়৷

এবার প্রাতিষ্ঠানিকভাবে জুয়াড়িদের মোকাবিলা করতে কোমর বেঁধে আসরে নেমেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি – আইওসি৷ এবছর লন্ডন অলিম্পিকের সময় জুয়াড়িদের কার্যকলাপের উপর নজর রাখতে তারা বিশ্বের সবচেয়ে বড় জুয়া এক্সচেঞ্জ ‘বেটফেয়ার'এর সহযোগিতা আদায় করতে পেরেছে৷ বৃহস্পতিবারই এই মর্মে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক বোঝাপড়া হয়েছে৷ ‘বেটফেয়ার' জানিয়েছে, অলিম্পিক চলাকালীন সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তারা জুয়াড়িদের নাম ও লেনদেন সংক্রান্ত তথ্য তারা পরস্পরের সঙ্গে ভাগ করে নেবে৷ সংস্থার কর্মকর্তা মার্টিন ক্রাডেস বলেন, এই সহযোগিতার ফলে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই৷ কারণ এক্ষেত্রে আইওসি'র মত ক্রীড়া সংগঠন ও বেটফেয়ারের মতো বাণিজ্যিক সংস্থার স্বার্থের কোনো সংঘাত নেই৷ স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রেখে ম্যাচের আগে বাজি ধরলে কোনো সমস্যা নেই৷ তাছাড়া ‘বেটফেয়ার'এর নিজস্ব এক ইউনিট আছে, যার কাজই হলো সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা৷ বিশেষ সফটওয়্যার কাজে লাগিয়ে তারা এমন কার্যকলাপ সনাক্ত করতে পারে, বলেন তিনি৷

আইওসি'র প্রধান জাক রগে আসন্ন অলিম্পিক প্রতিযোগিতার সময় বে-আইনি জুয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ এছাড়া ব্রিটেনের অলিম্পিক বিষয়ক মন্ত্রী হিউ রবার্টসন চলতি মাসের শুরুতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে বে-আইনি জুয়ার কারণে লন্ডন অলিম্পিকের ভাবমূর্তির ক্ষতি হবে৷ কারণ আগেভাগে ‘ম্যাচ ফিক্সিং'এর সন্দেহ আরও বেড়ে যাবে৷ ঘুস নিয়ে ম্যাচ ফিক্সিং'এর অভিযোগে গত বছর পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সলমন বাট ও বোলার মহম্মদ আসিফের কারাদণ্ডের ঘটনা এখনো কেউ ভুলতে পারে নি৷ অলিম্পিকের সময় এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না কোনো পক্ষ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ