1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে সিজার

১০ জুলাই ২০১২

সাইখ সিজার৷ জন্ম ও বেড়ে ওঠা অ্যামেরিকায়৷ কিন্তু বাংলাদেশের সঙ্গে রয়েছে তাঁর নাড়ির টান৷ সে কারণেই এবার লন্ডন অলিম্পিকে তিনি প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে৷ আর যে খেলায় অংশ নেবেন, তার নাম ‘জিমনাস্টিক্স’৷

Im Olympiastadion von Los Angeles, dem Coliseum, werden am 28.07.1984 die XXIII. Olympischen Sommerspiele feierlich eröffnet. Zahllose mit Wimpeln ausgestattete Ballons steigen in den blauen Himmel empor.
ছবি: picture-alliance/dpa

২১ বছর বয়সি সিজার'এর বাবা কাজি আর মা রেজিনা আশির দশকে অ্যামেরিকায় পাড়ি জমিয়েছিলেন৷ কাজি হলেন ঢাকা মেডিকেল কলেজের প্রথম সিজারিয়ান শিশু৷ তাই পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করে সিজার হয়ে যান৷

সেই প্রথম ‘সিজার'-এর ছেলেই হলেন জিমনাস্ট সাইখ সিজার৷ বর্তমানে তিনি পড়াশোনা করছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ে৷ গত বছর ডিসেম্বরে তিনি ঢাকায় অনুষ্ঠিত ‘সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপ্স'-এ বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন৷ সেখানে একটি সোনাও জিতেছিলেন তিনি৷ সেটাই ছিল জিমনাস্টিক্স'এ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সোনা জয়৷

সিজার'এর এই সাফল্যের কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লন্ডন অলিম্পিক'এর জন্য সিজারকে মনোনীত করে৷ বলা বাহুল্য, এর আগে জিমনাস্টিক্স'এ বাংলাদেশের হয়ে অলিম্পিকে কেউ অংশ নেয়নি৷

এ প্রসঙ্গে সিজার বলেন, ‘‘অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় আমি দারুণ খুশি৷ কেননা প্রত্যেক জিমনাস্ট'এরই স্বপ্ন থাকে অলিম্পিক'এ খেলার৷'' তিনি আরো বলেন, ‘‘আমার অলিম্পিক'এ অংশ নেয়ার খবর শুনে মিশিগান বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ও শিক্ষকরা আমাকে অভিনন্দন জানিয়েছেন৷''

সিজার বলেন, তাঁর বাবা খুব ভালো ফুটবল খেলতেন৷ কিন্তু তিনি চাইতেন তাঁর ছেলে অন্য কোনো খেলা খেলুক৷

সাইখ সিজার'এর কথায়, তাঁর বয়স যখন ছয় তখন একদিন বাবার সঙ্গে পার্কে হাঁটার সময় একটি লিফলেট চোখে পড়ে৷ সেটাতে জিমনাস্টিক্স'এর উপর প্রশিক্ষণ সক্রান্ত তথ্য ছিল৷ ‘‘ওটা পড়ে বাবা আমাকে জিজ্ঞেস করেন যে, আমি সেটাতে যেতে চাই কী না৷ উত্তরে সঙ্গে সঙ্গে আমি বলি অবশ্যই, কেন নয়!''

সিজার বলেন, ‘‘সেই থেকে শুরু৷ এরপর আর পিছু ফিরে তাকানো হয়নি৷ সেই থেকে আমি প্রতিদিনই জিমনাস্টিক্স নিয়ে ভাবি৷ এ বিষয়ের সব হালনাগাদ তথ্য জানার চেষ্টা করি৷''

অলিম্পিক'এর লক্ষ্য সম্পর্কে সিজার বলেন, ‘‘আমি ছয়টা ইভেন্টে অংশ নেব৷ সবকটা'তেই আমি আমার সেরাটা করার চেষ্টা করবো৷ তাতে ফলাফল যাই হবে, আমি তাতেই খুশি থাকবো৷''

জেডএইচ / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ