1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে বৈষম্য

৯ আগস্ট ২০১২

অলিম্পিকে মেয়েরা অনেক বাধা পেরিয়ে এগিয়ে গেছেন, এটা সত্যি৷ বিশেষ করে সাংস্কৃতিক বাধা টপকে অনেক খেলায় অংশ নিচ্ছেন তারা৷ এমনকি যেসব খেলা পুরুষের জন্য একসময় নির্ধারিত ছিল, তাতেও এখন নারীর অংশগ্রহণ রয়েছে৷

ছবি: Getty Images

সমস্যা হচ্ছে পুরুষের ক্ষেত্রে৷ অলিম্পিকে একটি প্রতিযোগিতায় পুরুষদের কোনো জায়গা নেই৷ অথচ সেই খেলা কিনা অলিম্পিকে রয়েছে আট আসর ধরে! বলছি, সিনক্রোনাইজড সাঁতারের কথা৷ দৃষ্টিনন্দন এই প্রতিযোগিতা অলিম্পিকে এখনও শুধুই প্রমীলা আসর৷ পুরুষদের জন্য এটি একধরনের বৈষম্য ছাড়া আর কি!

অলিম্পিকে পুরুষের প্রতি এই বৈষম্য নিয়ে নানা রকম বিতর্ক চলছে এখন৷ অনেকের মতে পুরুষদেরও সুযোগ দেওয়া উচিত সিনক্রোনাইজড সাঁতারে৷ অল্প কিছু পুরুষ যারা এই সাঁতার নিয়মিত চর্চা করছেন, তাদেরই একজন জার্মানির নিকোলাস স্টিফেল৷ তিনি বলেন, ‘‘পুরুষদের অংশগ্রহণ এই লেখার ধরন বদলে দেবে, কেননা পুরুষদের শক্তি বেশি কিন্তু ক্ষিপ্রতা কম৷''

স্টিফেল ইতিমধ্যে অলিম্পিকে পুরুষের প্রতি এই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন৷ স্পেনের প্রমীলা সিনক্রোনাইজড সাঁতারু আন্দ্রিয়া ফেন্টেসও মনে করেন, এটা এক ধরনের বৈষম্য৷ তিনি বলেন, ‘‘আমি সব পুরুষকে এই বিষয়ে সক্রিয় হতে উৎসাহ দিচ্ছি৷ তারা যত বেশি এতে অংশ নেবে, এই প্রতিযোগিতা ততটাই বাড়তি গুরুত্ব পাবে৷''

সিনক্রোনাইজড সাঁতারে পুরুষদের কোনো জায়গা নেইছবি: Getty Images

বলাবাহুল্য, অলিম্পিকে সিনক্রোনাইজড সাঁতারের যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে, লস এঞ্জেলসে৷ এটা সেই সময় থেকেই শুধু প্রমীলা প্রতিযোগিতা৷ মেক্সিকোর ইসাবেল ডেলগাবো বিশেষ এই সাঁতারকে শুধু মেয়েদের উপযোগী প্রতিযোগিতা হিসেবেই মনে করছেন৷ তবে নাচে যেহেতু পুরুষের অংশগ্রহণ রয়েছে, তাই সেই বিবেচনায় এক্ষেত্রেও পুরুষের অংশগ্রহণ মানতে রাজি তিনি৷

অলিম্পিকের আগামী আসরে হয়ত সিনক্রোনাইজড সাঁতারে পুরুষের অংশগ্রহণ দেখা যেতে পারে৷ এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি৷ তবে অনেক প্রমীলা সাঁতারু এই ধরনের প্রতিযোগিতায় পুরুষের অংশগ্রহণ চাচ্ছেন না৷ আর্জেন্টিনার সোফিয়া সানচেজ যেমন বললেন, ‘‘এটা পুরোপুরি মেয়েদের খেলা৷ পানিতে একজন পুরুষ তাঁর দু'পা ১৮০ ডিগ্রি ভঙ্গিতে মেলে ধরছেন, সেটা দেখতে মোটেই ভালো লাগবে না৷''

উল্লেখ্য, লন্ডন অলিম্পিকে নারীর অংশগ্রহণও এক নতুন মাত্রা পেয়েছে৷ সৌদি আরব, কাতার এবং ব্রনাই আগে প্রমীলা প্রতিযোগী পাঠাতে অপারগ ছিল৷ কিন্তু এবারের আসরে সেই ধারা বদলে গেছে৷ এসব দেশ থেকেও প্রমীলা প্রতিযোগী অংশগ্রহণ করেছে অলিম্পিকে৷

এআই / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ