১৮৯৬ সালে অলিম্পিকের আধুনিক সংস্করণের পর থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে এতে৷ প্রতিবছরই কিছু না কিছু যোগ হয়, বা বাদ যায়৷ রিও অলিম্পিকে এমন পাঁচটি খেলা থাকছে না, যা এককালে ছিল৷
বিজ্ঞাপন
কবুতরকে গুলি
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো কবুতরকে গুলি করার আয়োজন শুরু হয়েছিল৷ সেবার ৩০০ কবুতর মারা যায়৷ ছ'টি পাখি উড়িয়ে দেয়া হতো, যার মধ্যে প্রতিযোগীদের কেউ যদি অন্তত দু'টো পাখি গুলি করতে না পারতো, সে বাদ হয়ে যেত৷ ফলাফল প্রচুর রক্ত আর পাখির মৃতদেহ৷ অথচ সে বছরের অলিম্পিকের আনুষ্ঠানিক প্রতিবেদনে এই আয়োজনকে ‘আভিজাত্যের প্রতীক' বলা হয়েছিল! ২১টি পাখি গুলি করে চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলজিয়ামের লিয়ন ডি লুন্ডেন৷ এরপরে অবশ্য এই আয়োজন আর হয়নি৷
পিস্তলের লড়াই
১৯১২ সালের স্টকহোম গেমসে এর আয়োজন হয়েছিল৷ প্রচুর গোলাগুলি হলেও রক্তপাত হয়নি৷ ৩০ মিটার দূর থেকে মানুষের আকারের একটি মূর্তির গলা লক্ষ্য করে গুলি করতে হতো প্রতিযোগীদের৷ ২০ বছর বয়সি অ্যামেরিকার আল লেন এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন৷ তবে পিস্তলের অন্যান্য ইভেন্টের কারণে পরবর্তীতে এটি বাতিল হয়ে যায়৷
২০১৬ অলিম্পিক: রিও কি প্রস্তুত?
দু’সপ্তাহের মধ্যেই ব্রাজিলের রিও ডি জানেরোতে শুরু হতে যাচ্ছে অলিম্পিক গেমসের আসর৷ অংশ নেবেন ২০৭টি দেশের প্রায় সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ৷ তবে শুরু হবার আগেই নানা বিতর্কের মুখোমুখি এই আসর৷ তাই প্রশ্ন উঠছে, রিও কি প্রস্তুত?
ছবি: picture-alliance/dpa/A. Lacerda
অর্থনৈতিক সংকট
অর্থনৈতিক সংকট ও দুর্নীতি ব্রাজিলের জন্য নতুন সমস্যা নয়৷ রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিককে ঘিরে বিভিন্ন কাজের জন্য করা চুক্তিতে ১০ বিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে৷ এ বছরেই দেশটির প্রেসিডেন্ট ডিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন আনা হয় দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য৷ এছাড়া দেশটি অর্থনৈতিক সমস্যাতেও ভুগছে, যে কারণে অলিম্পিক আয়োজনের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ৷
ছবি: Reuters
বিপন্ন আইন-শৃঙ্খলা
ব্রাজিলের আইন-শৃঙ্খলা পরিস্তিতিও সন্তোষজনক নয়৷ পুলিশদের বেতন দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে এবং এ নিয়ে গত মাসে তারা ধর্মঘটে যাবার হুমকিও দিয়েছে৷ পর্যটকদের প্রতি তাদের সাফ কথা: রিওতে এসো না, তোমাদের নিরাপত্তা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়৷
ছবি: Getty Images/AFP/V. Almeida
দূষিত পানিতে সাঁতার?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ম্যারাথন সাঁতারু ও অন্যান্য দূরপাল্লার জলক্রীড়াবিদদের সতর্ক করে বলেছেন, ম্যারাথন সাঁতার ও সেইলিং-এর জন্য নির্ধারিত গুয়ানাবারা বে ও তার আশেপাশের পানি অত্যন্ত দূষিত৷ মূল-মূত্র থেকে শুরু করে হরেক রকমের প্রকৃতির ভাইরাস ও ব্যাকটেরিয়া পাওয়া গেছে সেই পানিতে৷ আয়োজকদের আশ্বাস সত্ত্বেও দেশটির সোয়া কোটি মানুষের দৈনন্দিন আবর্জনা যাচ্ছে এই পানিতে যাচ্ছে৷
ছবি: Reuters/R. Moraes
জিকা ভাইরাসের ত্রাস
জিকা ভাইরাস ব্রাজিলে আক্রমণ করেছে বহু আগেই, এবং এখনো তা থেকে মুক্তি মেলেনি দেশটির৷ এখন পর্যন্ত সাতজন শীর্ষ গল্ফারসহ বেশ কয়েকজন জিকা ভাইরাসে আক্রান্ত হবার ভয়ে আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ আশঙ্কা প্রকাশ করেছেন আরো অনেকেই৷
ছবি: picture-alliance/dpa/M. Sayao
প্রস্তুত নয় গণপরিবহন
অলিম্পিককে সামনে রেখে দেশটির গণপরিবহন ব্যবস্থার উন্নতির কাজ চললেও, তার থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি৷ ইপানেমা সৈকত থেকে অলিম্পিক পার্কে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সাবওয়ে লাইন আসর শুরুর দু’মাস আগেও শেষ করা সম্ভব হয়নি৷ অন্যদিকে গত এপ্রিলে গেমসের জন্য সমুদ্রের ওপর তৈরি করা একটি সাইকেল লেন সাগরে ভেঙে পড়ে দু’জনের মৃত্যুও হয়েছে৷
ছবি: Rogério Santana/State Government of Rio de Janeiro
ডোপিংয়ের ছোবল
আসর শুরু হবার আগেই দু’টি বড় ডোপিং শিরোনামের শিকার হয়েছে রিও অলিম্পিক৷ একটিতে রাশিয়ার পুরো ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলকে আসর থেকে বহিষ্কার করা হয়েছে৷ এমনকি রিও-তে যেই ল্যাবটি অলিম্পিক চলাকালীন ড্রাগ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তার স্বীকৃতি বাতিল করেছে আন্তর্জাতিক ডোপিং-বিরোধী এজেন্সি৷
ছবি: Reuters/R. Moraes
তবুও আশার আলো
তারপরও শত প্রতিকূলতা পার করেই রিও-তে প্রস্তুত হচ্ছে মঞ্চ, পৃথিবীর বৃহত্তম ক্রীড়া আসরের জন্য৷ দেখার বিষয় এই যে, কোনো ধরনের বড় দুর্ঘটনা ছাড়া এই মহা আসর শেষ করতে পারে কিনা ব্রাজিল৷
ছবি: picture-alliance/GES/M. Gilliar
7 ছবি1 | 7
ক্লাব সুইংগিং
এটা এক ধরনের রিদমিক জিমন্যাস্টিক, যা ১৯০৪ সালে সেন্ট লুইস এবং ১৯৩২ সালে লস এঞ্জেলেসে আয়োজন হয়েছিল৷ ১৯৩২ সালে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের জর্জ রথ৷ কিন্তু তার পর থেকে এই আয়োজন আর হয়নি৷
টাগ অফ ওয়ার
স্কুল ক্রীড়াঙ্গনে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷ ১৯০০ থেকে ১৯২০ পর্যন্ত অলিম্পিকের পাঁচটি আয়োজনে এই খেলাটি ছিল৷ ১৯০৮ সালে এতে স্বর্ণ জিতেছিলেন ব্রিটিশ পুলিশ সদস্যদের একটি দল৷ যদিও যুক্তরাষ্ট্রের দলটির দাবি ছিল যে ব্রিটেন নাকি কারচুপি করে জিতেছে৷ একটি প্রতিবেদনে লেখাও হয়েছিল যে, ব্রিটিশ পুলিশ দল এমন এক ধরনের জুতা পড়েছিল, যাতে লাফাতে সুবিধা হয়৷
ক্রিকেট
অনেক প্রতীক্ষার পর রিও অলিম্পিকে গল্ফ আর রাগবি ফিরে এলেও ক্রিকেট ফিরে আসার কোনো লক্ষণ নেই, যা কেবল ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলা হয়েছিল৷ বেলজিয়াম ও হল্যান্ড শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে৷ যথারীতি ব্রিটেন জিতেছিল সে বছর৷