1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে যে ৫টি খেলা থাকছে না

৬ আগস্ট ২০১৬

১৮৯৬ সালে অলিম্পিকের আধুনিক সংস্করণের পর থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে এতে৷ প্রতিবছরই কিছু না কিছু যোগ হয়, বা বাদ যায়৷ রিও অলিম্পিকে এমন পাঁচটি খেলা থাকছে না, যা এককালে ছিল৷

Bangladesch Cricket Mashrafe Bin Mortaza
ছবি: Getty Images/AFP/M. Kiran

কবুতরকে গুলি

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো কবুতরকে গুলি করার আয়োজন শুরু হয়েছিল৷ সেবার ৩০০ কবুতর মারা যায়৷ ছ'টি পাখি উড়িয়ে দেয়া হতো, যার মধ্যে প্রতিযোগীদের কেউ যদি অন্তত দু'টো পাখি গুলি করতে না পারতো, সে বাদ হয়ে যেত৷ ফলাফল প্রচুর রক্ত আর পাখির মৃতদেহ৷ অথচ সে বছরের অলিম্পিকের আনুষ্ঠানিক প্রতিবেদনে এই আয়োজনকে ‘আভিজাত্যের প্রতীক' বলা হয়েছিল! ২১টি পাখি গুলি করে চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলজিয়ামের লিয়ন ডি লুন্ডেন৷ এরপরে অবশ্য এই আয়োজন আর হয়নি৷

পিস্তলের লড়াই

১৯১২ সালের স্টকহোম গেমসে এর আয়োজন হয়েছিল৷ প্রচুর গোলাগুলি হলেও রক্তপাত হয়নি৷ ৩০ মিটার দূর থেকে মানুষের আকারের একটি মূর্তির গলা লক্ষ্য করে গুলি করতে হতো প্রতিযোগীদের৷ ২০ বছর বয়সি অ্যামেরিকার আল লেন এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন৷ তবে পিস্তলের অন্যান্য ইভেন্টের কারণে পরবর্তীতে এটি বাতিল হয়ে যায়৷

ক্লাব সুইংগিং

এটা এক ধরনের রিদমিক জিমন্যাস্টিক, যা ১৯০৪ সালে সেন্ট লুইস এবং ১৯৩২ সালে লস এঞ্জেলেসে আয়োজন হয়েছিল৷ ১৯৩২ সালে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের জর্জ রথ৷ কিন্তু তার পর থেকে এই আয়োজন আর হয়নি৷

টাগ অফ ওয়ার

স্কুল ক্রীড়াঙ্গনে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷ ১৯০০ থেকে ১৯২০ পর্যন্ত অলিম্পিকের পাঁচটি আয়োজনে এই খেলাটি ছিল৷ ১৯০৮ সালে এতে স্বর্ণ জিতেছিলেন ব্রিটিশ পুলিশ সদস্যদের একটি দল৷ যদিও যুক্তরাষ্ট্রের দলটির দাবি ছিল যে ব্রিটেন নাকি কারচুপি করে জিতেছে৷ একটি প্রতিবেদনে লেখাও হয়েছিল যে, ব্রিটিশ পুলিশ দল এমন এক ধরনের জুতা পড়েছিল, যাতে লাফাতে সুবিধা হয়৷

ক্রিকেট

অনেক প্রতীক্ষার পর রিও অলিম্পিকে গল্ফ আর রাগবি ফিরে এলেও ক্রিকেট ফিরে আসার কোনো লক্ষণ নেই, যা কেবল ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলা হয়েছিল৷ বেলজিয়াম ও হল্যান্ড শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে৷ যথারীতি ব্রিটেন জিতেছিল সে বছর৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ