1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

অলিম্পিকে রাশিয়াকে চায় না ইউক্রেন

১৫ ডিসেম্বর ২০২২

অ্যামেরিকা জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষা পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই।

অলিম্পিক কমিটির প্রধানের সঙ্গে জেলেনস্কি
ছবি: SvenSimon/ThePresidentialOfficeUkraine/picture alliance

২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশকের খেলোয়াড়দের যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি কোনোভাবেই রাশিয়ার যোগদান মেনে নেবেন না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে আলোচনার পর একথা জানিয়েছেন জেলেনস্কি।

এর আগেই বাখ জানিয়েছিলেন, ২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের যোগদান নিয়ে যথেষ্ট সংশয় আছে। অলিম্পিক কমিটি স্পোর্টস গভর্নিং বডিগুলিকে যে নির্দেশ পাঠিয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া এবং বেলারুশের উপর নিষেধাজ্ঞা আছে। এবং সে কারণে ওই দুই দেশের খেলোয়াড়রা আপাতত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

জেলেনস্কির বক্তব্য

কিছুদিন আগে মার্কিন প্রেডিনেস্ট জো বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে অলিম্পিকে যোগ দিতে পারেন। জেলেনস্কি এদিন বলেছেন, মস্কো যখন যুদ্ধ চালাচ্ছে, তখন এই নিরপেক্ষ পতাকার ধারণাটি অর্থহীন। রাশিয়া নিরপেক্ষ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলেও তাতে রক্তের ছোপ লেগে থাকবে।

রাশিয়ার মতো 'সন্ত্রাসী দেশ'কে কোনোভাবেই এই প্রতিযোগিতায় যোগ দিতে দেয়া উচিত নয় বলে সওয়াল করেছেন জেলেনস্কি।

অ্যামেরিকা জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগীরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই। বেজিং শীতকালীন অলিম্পিকে রাশিয়ার খেলোয়াড়রা দেশের অলিম্পিক পতাকা ব্যবহার করেছিলেন। বাখ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ