অলিম্পিক আয়োজন ও মানবাধিকার
২৬ আগস্ট ২০১৩মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সংগঠনের এই দাবি শুক্রবার একটি চিঠির আকারে ছ'জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছে পাঠানো হয়েছে৷ হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ঐ চিঠিতে মানবাধিকার প্রসঙ্গে প্রার্থীর মতামত জানতে চেয়েছে৷ আগামী মাসেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে৷
চিঠির পটভূমিতে রয়েছে রাশিয়ার নতুন সমকামী বিরোধী আইন আর যুগপৎ সোচিতে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা৷ ‘‘সোচির শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের ছ'মাসও বাকি নেই, অথচ রাশিয়া সোচিতে অলিম্পিক সনদ সম্মান করে চলতে ব্যর্থ হওয়ায় গোটা অলিম্পিক আন্দোলন একটি সংকটের মুখে পড়েছে,'' বলে একটি বিবৃতিতে মন্তব্য করেছেন মিঙ্কি ওয়র্ডেন, যিনি এইচআরডাব্লিউ-তে গ্লোবাল ইনিশিয়েটিভস বা বিশ্বব্যাপি উদ্যোগ বিভাগের পরিচালক৷
‘‘আইওসি যেভাবে আইস রিঙ্ক ও স্কি জাম্পগুলির মূল্যায়ন করে, নতুন অলিম্পিক প্রধানের ঠিক সেইভাবেই রাশিয়ার উপর চাপ দেওয়া উচিত, যা-তে রাশিয়া সোচি গেমসের আগে ঐ বৈষম্যমূলক আইন প্রত্যাহার করে এবং মানবাধিকার ভঙ্গ সম্পর্কে পদক্ষেপ নেয়৷'' ২রা আগস্ট তারিখ দেওয়া চিঠিটিতে ছ'জন প্রেসিডেন্ট পদপ্রার্থীর কাছে সংবাদপত্রের স্বাধীনতা, বহিরাগত শ্রমিকদের অধিকার লঙ্ঘন, সোচি গেমসের প্রাক্কালে মানবাধিকার আন্দোলনকারীদের হয়রানি ও বহিষ্কার, ইত্যাদি বিষয়ে প্রার্থীদের অবস্থান জানতে চাওয়া হয়েছে৷
অপ্রাপ্তবয়স্কদের কাছে সমকামিতা সম্পর্কে তথ্য প্রচার রাশিয়ায় আইন করে বন্ধ করা হয়েছে, যার অর্থ, সমকামীদের অথবা তাদের সমর্থনে অন্য কারো প্রকাশ্যে মিছিল কি জনসভা করা বস্তুত অসম্ভব৷ এছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সমকামি দম্পতিদের সন্তান দত্তক নেওয়া নিষিদ্ধ করেছেন৷ আইওসি রাশিয়ার কাছ থেকে এই সব আইন সম্পর্কে জবাবদিহি দাবি করার পর বৃহস্পতিবার জানিয়েছে যে, সোচি গেমসের অ্যাথলিট কিংবা দর্শকদের উপর এই সমকামিতা বিরোধী আইনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, বলে রাশিয়া ‘‘জোরদার আশ্বাস'' দিয়েছে৷ রাশিয়া নাকি অলিম্পিকের সনদ ‘‘কড়াভাবে'' মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে৷
আগামী ১০ই সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে আইওসি-র বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে৷ প্রার্থীরা হলেন আইওসি-র দুই ভাইস প্রেসিডেন্ট, জার্মানির থোমাস বাখ এবং সিংগাপুরের উং সের মিয়াং; পুয়ের্তো রিকোর ব্যাংকার রিচার্ড ক্যারিয়ন; দুই আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক সুইজারল্যান্ডের ডেনিস অসভাল্ড এবং তাইওয়ানের সিকে উ; এছাড়া ইউক্রেনের প্রাক্তন বিশ্ব পোল ভল্ট চ্যাম্পিয়ন সের্গেই বুবকা৷
এসি/ডিজি (রয়টার্স)