1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি-র নতুন প্রেসিডেন্ট

১২ সেপ্টেম্বর ২০১৩

প্রায় ৩৭ বছর আগে অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি৷ আর এবার জিতলেন ভোটযুদ্ধ৷ সেখানে সহজ জয় পেয়েই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি-র সভাপতি হয়েছেন জার্মানির টোমাস বাখ৷

ছবি: Reuters

বাখ অলিম্পিকে সোনা জিতেছিলেন ১৯৭৬ সালে৷ মন্ট্রিল অলিম্পিকে ফেন্সিংয়ে সোনা জয়ের মুহূর্তটি চিরকালই স্মরণীয় হয়ে থাকবে তাঁর জীবনে৷ তবে মঙ্গলবার আরেকটি বরণীয় সম্মানের অংশীদার হয়েছেন তিনি৷ আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসে অনুষ্ঠিত দু'পর্বের ভোটে পাঁচ প্রতিপক্ষকে হারিয়ে আইওসি-র নবম সভাপতি হয়েছেন ৫৯ বছর বয়সি সাবেক এই ক্রীড়াবিদ৷ বেলজিয়ামের জাক রগে ৭১ বছর বয়সে অবসর নেয়ায় ক্রীড়াঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটির শূন্যস্থান পূরণের প্রয়োজন দেখা দেয়৷ প্রার্থী ছিলেন ছয়জন৷ ইউক্রেনের কিংবদন্তি পোলভল্টার সের্গেই বুবকা এবং পুয়ের্তো রিকো, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং তাইওয়ানের প্রতিপক্ষকে হারিয়ে প্রথম জার্মান হিসেবে আইওসি-র সভাপতি হয়েছেন টোমাস বাখ৷

আইওসির বিদায়ী প্রেসিডেন্ট জাক রগেছবি: picture-alliance / Scanpix

ভোটের ফলাফল ঘোষণার সময় বিদায়ী সভাপতি জাক রগে বলেছেন, ‘‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নবম সভাপতি হিসেবে জাক বাখের নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত৷'' প্রথম জার্মান হিসেবে দায়িত্ব পেলেও, বাখের আইওসি সভাপতি হওয়াটা অপ্রত্যাশিত কিছু নয়৷ ২২ বছর ধরে আইওসি-র হয়ে কাজ করেছেন তিনি৷ সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এ সময়ে৷ বাকি ছিল শুধু সভাপতি হওয়া৷ তা-ও হলেন৷ স্বপ্ন পূরণের আনন্দ উদযাপনের মূহূর্তে কিন্তু প্রতিপক্ষদের প্রতি সম্মান জানাতে ভোলেননি বাখ৷ আনুষ্ঠানিক ভাষণের এক পর্যায়ে আইওসি-র নতুন সভাপতি তাঁর সঙ্গে ভোটে হেরে যাওয়া প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য তো বটেই, আমি আপনাদের জন্য এবং আপনাদের সঙ্গে নিয়েও কাজ করবো৷ আমি আপনাদেরও আস্থা অর্জন করতে চাই৷ আমার দরজা, কান এবং হৃদয় সব সময় খোলা৷''

এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ