1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক গেমস-এ আসছে ক্রিকেট

১২ ফেব্রুয়ারি ২০১০

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি, ভোট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র পক্ষে৷ যার অর্থ, আইসিসি’কে অবশেষে একটি বৈধ সংস্থা বলে মেনে নিয়েছে অলিম্পিক কমিটি৷

ভারতীয় ক্রিকেটর বিরেন্দ্র শেবাগছবি: UNI

শুনতে একটু খটমট লাগলেও, এর ফলে আদতে যেটা হতে চলেছে - তা হলো, এবার অলিম্পিক-এর ইভেন্টে দেখা যাবে ক্রিকেটকেও৷ এর আগেও অবশ্য ক্রিকেটকে অলিম্পিকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়৷ সেটা ছিল ২০০৭ সাল৷ কিন্তু ক্রিকেটের দীর্ঘসূত্রিতার কারণে অলিম্পিক কমিটি আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে চলছিল দড়ি টানাটানি, মানে টাগ-অফ-ওয়ার৷ তাই গত কয়েক বছরেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না আইওসি কমিটি৷

তবে বর্তমানে টি২০ বা টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা দেখে, খেলাটিকে অলিম্পিকে নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন প্রাক্তন অষ্ট্রেলিয়ান উইকেট কিপার এবং ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট৷ এদিকে, আইসিসি এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত না নিলেও, আইওসি'র যোগাযোগ ব্যবস্থার প্রধান মার্ক অ্যাডামস জানিয়েছেন যে, তাদের পক্ষ থেকে আইসিসি'কে বৈধ সংস্থা বলে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই৷ তাই এবার, ক্রিকেটের কিছু ঝলক যদি আমরা অলিম্পিকেও দেখতে পাই - তাহলে আর অবাক হওয়ার কিছুই থাকবে না৷

উল্লেখ্য, ১৯০০ সালে প্যারিসে প্রথম অলিম্পিক গেমসে ক্রিকেটকে অর্ন্তভুক্তি করা হয়েছিল৷ কিন্তু তারপর থেকেই, অলিম্পিক গেমস থেকে উধাও হয়ে যায় খেলাটি৷ পরবর্তীতে, অর্থাৎ ১৯৯৮ সালে চীনে অনুষ্ঠিত কমনওয়েলথ এশিয়ান গেমসে ক্রিকেট খেলা দেখা গেলেও, তা স্থায়ী হয়নি৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ