1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক গেমস নিয়ে আক্ষেপ অস্টিন-এর

ফাহমিদা সুলতানা১৯ সেপ্টেম্বর ২০০৮

বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ট্রেসি অস্টিন-এর স্বপ্ন ছিল এক উজ্জ্বল ক্যারিয়ার তৈরী করা৷ কিন্তু তাঁর জীবনের দুঃখ থেকে গেল এটাই যে অলিম্পিক গেমস-এ কোনদিন টেনিস খেলারই সুযোগ পেলেন না তিনি৷

বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা ট্রেসি অস্টিনছবি: AP

কারণ মার্কিন এই টেনিস তারকার স্বর্নালী দিনগুলো শেষ হয়ে যাবারও প্রায় অর্ধ দশক পরে, ১৯৮৮ সালে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে টেনিসকে অন্তর্ভূক্ত করা হয়৷

রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্‌কারে অস্টিন বলেন,আমার স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে অংশগ্রহণের৷ তিনি বলেন,আমি অনেকবার ফেডারেশন কাপ এবং ভিটমান কাপ খেলেছি,আমার দেশের জন্যে সব সময়ই বিশেষ, কিছু খেলার কথা আমি অনুভব করেছি৷

সাবেক এই টেনিস তারকা বলেন, ম্যাচের আগে যখন তারা জাতীয় সংগীত গায় তখন আমি শিহরিত হই৷ কিন্তু আমি কখোনই সেই সুযোগ পাইনি৷

ট্রেসি অস্টিন বলেন, অলিম্পিকে খেলার স্বপ্ন, আমার স্বপ্নই রয়ে গেলো,কারণ অলিম্পিকে যখন টেনিস খেলা শুরু হলো তখন আমি অবসর নিয়ে ফেলেছি৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ