টোকিও অলিম্পিকে সোনা জিততে পারল না মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন অ্যামেরিকা। ছেলেদের হকিতে হার ভারতের।
বিজ্ঞাপন
মেয়েদের ফুটবলে ক্যানাডার কাছে হেরে গেল অ্যামেরিকা। ফলে তাদের সোনা জয়ের স্বপ্নও শেষ। এর আগে ৩৬ বার দুই দেশ লড়েছে। কিন্তু ক্যানাডা একবারের জন্যেও অ্যামেরিকাকে হারাতে পারেনি। কিন্তু টোকিও অলিম্পিকের মঞ্চে প্রতিবেশী দেশের বিরুদ্ধে জ্বলে উঠলেন ক্যানাডার মেয়ে ফুটবলাররা।
অ্যামেরিকার গোলকিপার অ্যালিসা কোয়ার্টার ফাইনালে অসাধারণ খেলেছিলেন। কিন্তু তিনি চোট পেয়ে বসে যান। এ দিনের ম্যাচে ক্যানাডা একমাত্র গোল পেয়েছে পেনাল্টি থেকে। পরপর দুই বার মেয়েদের বিশ্বকাপ জেতা অ্যামেরিকা এখন ব্রোঞ্জের জন্য লড়বে।
হকিতে হার ভারতের
পুরুষদের হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেল ভারত। গতবারের রুপোজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করেছে ভারত। একসময় তারা ২-১ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত ৫-২ গোলে জেতে বেলজিয়াম। ভারত এখন ব্রোঞ্জের জন্য লড়বে।
এই হারের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, ''হার-জিত খেলার অঙ্গ। পুরুষদের হকি দল অলিম্পিকে নিজেদের সেরাটা দিয়েছেন। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। ভারত তোমাদের জন্য গর্বিত।''
অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের বয়কটের কয়েকটি ঘটনা
টোকিও অলিম্পিকে দুজন জুডো খেলোয়াড় ইসরায়েলের এক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলেননি৷ একজন নাম প্রত্যাহার করে নিয়েছেন, অন্যজন ম্যাচে উপস্থিত হননি৷ অলিম্পিকে অতীতেও এমন ঘটনা ঘটেছে৷
ছবি: Reuters/M. Blake
আরাশ মিরইসমাইল
২০০৪ অলিম্পিকের উদ্বোধনীতে ইরানের পতাকা বহন করেছিলেন এই জুডো খেলোয়াড়৷ সেই সময় জুডোর অনুর্ধ্ব-৬৬ কেজি বিভাগে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন৷ কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে ওজন মাপার সময় তার ওজন দুই কেজি বেশি পাওয়া যায়৷ সে কারণে মিরইসমাইল বাদ পড়ে যান৷ তবে প্রথম রাউন্ডে ইসরায়েলের ইহুদ ভাকসের সঙ্গে খেলা পড়ায় তিনি তার মুখোমুখি হতে চান না বলে ইরানে খবর প্রকাশিত হয়েছিল৷
ছবি: picture-alliance/AP Photo/H. Sar
মোহাম্মদ আলীরেজাই
ইরানের প্রথম সাঁতারু হিসেবে ওয়াইল্ডকার্ড ছাড়াই ২০০৮ অলিম্পিক খেলার সুযোগ পেয়েছিলেন তিনি৷ তবে বাছাইপর্বে ইসরায়েলের সাঁতারু থাকায় প্রতিযোগিতা শুরুর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলীরেজাই৷ ইরানি কর্তৃপক্ষের নির্দেশের কারণে তিনি এটা করেছেন বলে সেই সময় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল৷
ছবি: picture-alliance/AP Photo/K. Jebreili
বায়ান জুমাহ
২০০৮ অলিম্পিকের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের বাছাইপর্বে ইসরায়েলি সাঁতারুর সঙ্গে লড়তে অস্বীকৃতি জানিয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সিরিয়ার বায়ান জুমাহ৷ ইসরায়েলের পত্রিকা জেরুসালেম পোস্ট সেই সময় এই খবর দিয়েছিল৷
ছবি: Getty Images
জৌদ ফাহমি
তিনি সৌদি আরবের জুড়ো খেলোয়াড়৷ ২০১৬ অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হতে পারে এই সম্ভাবনায় ফাহমি হাত, পায়ে ইনজুরির দাবি করে প্রথম রাউন্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বলে অভিযোগ উঠেছিল৷ ইসরায়েলের এক গণমাধ্যম বলেছিল, ফাহমির আসলে কোনো ইনজুরি ছিল না৷ তবে ফাহমির নাম প্রত্যাহারের কারণ ইনজুরি বলে জানিয়েছিল সৌদি অলিম্পিক ডেলিগেশন৷ আল অ্যারাবিয়া সেই তথ্য প্রকাশ করেছিল৷
ছবি: alarabiya.net
ফেঠি নুরিন
২০২০ টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে শনিবার ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তোহার বুতবুলের সঙ্গে লড়ার সম্ভাবনা থাকায় প্রথম রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নেন আলজেরিয়ার জুডো খেলোয়াড় নুরিন৷ সে কারণে তাকে ও তার কোচকে সাময়িক বরখাস্ত করেছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন৷ আলজেরিয়াও অলিম্পিকে ঐ দুজনের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে৷ নাম প্রত্যাহারের কারণ হিসেবে তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন৷
ছবি: REUTERS
মোহামেদ আবদালারাসুল
ফেঠি নুরিনের পর সুদানের জুডো খেলোয়াড় আবদালারাসুলও ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী তোহার বুতবুলের (ছবি) সঙ্গে লড়েননি৷ বুতবুলের সঙ্গে ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন৷ অথচ ম্যাচের জন্য তিনি ওজন মাপিয়েছিলেন৷ ম্যাচে উপস্থিত না হওয়ার কোনো কারণ জানাননি তিনি৷
ছবি: Annegret Hilse/REUTERS
অন্যান্য প্রতিযোগিতা
অলিম্পিক ছাড়াও অন্য অনেক প্রতিযোগিতায় ইসরায়েলের অ্যাথলিটদের বিরুদ্ধে খেলতে অনেক দেশের খেলোয়াড়েরা অস্বীকৃতি জানিয়েছেন৷ তাদের বেশিরভাগই ইরানের অ্যাথলিট৷ এছাড়া টিউনিশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, সিরিয়া, আলজেরিয়া, সৌদি আরব, লেবানন ও জর্ডানের খেলোয়াড়রাও আছেন৷
7 ছবি1 | 7
পুয়ের্তো রিকোর সোনা
অ্যাথলেটিক্সে এই প্রথমবার সোনা পেল পুয়ের্তো রিকো। মেয়েদের একশ মিটার হার্ডেলস জিতলেন জেসমিন ক্যামাচো কুইন। তিনি এর আগে অলিম্পিক রেকর্ডও করেছিলেন।
এক নম্বরে চীন
মেডেল তালিকায় এক নম্বরে আছেো চীন। তারা সব চেয়ে বেশি সোনা জিতেছে। দুইয়ে অ্যামেরিকা। তারা সংখ্যার দিক থেকে সব চেয়ে বেশি মেডেল পেয়েছে। কিন্তু চীনের থেকে সোনা কম পাওয়ায় তারা দ্বিতীয় স্থানে। তিন নম্বরে আয়োজক দেশ জাপান।