কঠোর নিরাপত্তার মধ্যে সোচিতে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক৷ একদিকে যুক্তরাষ্ট্রের টুথপেস্ট বোমা সতর্কতা, অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ বর্জনের আহ্বান উদ্বোধনের আগেই চাঞ্চল্য তৈরি করেছে৷
বিজ্ঞাপন
গত ডিসেম্বরে সোচির উত্তর-পূর্ব দিকে মাত্র ৭০০ কিলোমিটার দূরের শহর ভল্গোগ্রাদে এক আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নাগরিক নিহত হয়েছিল৷ ওই হামলার পর থেকেই সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে হামলার আশংকা করা হচ্ছে৷ সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশংকায় বর্তমানে তটস্থ হয়ে আছেন রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো৷ সে কারণেই সোচিতে মোতায়েন থাকছে ৪০ হাজার নিরাপত্তারক্ষী৷ ৪০টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে৷
অথচ উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক একদিন আগেই রাশিয়াগামী বিমানগুলোতে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিমানের মাধ্যমে টুথপেস্টের টিউবে করে বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য বহন করে নিয়ে যাওয়া হতে পারে রাশিয়ায়৷
শীতকালীন অলিম্পিকের ইভেন্ট পরিচিতি
বাংলাদেশে অলিম্পিক বলতে সবাই গ্রীষ্মকালীন অলিম্পিকই বোঝেন৷ তাই পাঠকদের শীতকালীন অলিম্পিকের কয়েকটি খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ছবিঘর৷
ছবি: picture-alliance/dpa
আলপাইন স্কিয়িং
এর অপর নাম ‘ডাউনহিল স্কিয়িং’৷ নামটি শোনার পর হয়ত পাঠক খেলাটার একটা চিত্র মনে আঁকতে পারছেন৷ বরফে ঢাকা উঁচু পাহাড় থেকে স্কি করে নীচে নেমে যাওয়া – এটাই মূল কথা৷ এক্ষেত্রে পায়ের নীচে যে স্কি, অর্থাৎ কাঠের লম্বা সরু পাত থাকে, তার সঙ্গে পা পুরোপুরি আটকে থাকে৷ বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য পরের ছবিটি দেখতে হবে৷
ছবি: Reuters
ক্রস-কান্ট্রি স্কিয়িং
আলপাইন স্কিয়িং এর ক্ষেত্রে যেমন পুরো পা-টাই স্কির সঙ্গে আটকে থাকে, ক্রস-কান্ট্রির ক্ষেত্রে সেটা হয় না৷ এক্ষেত্রে পায়ের গোড়ালিটা মুক্ত থাকে৷ ফলে স্কি করার সময় পায়ের এই অংশটা নড়াচড়া করা যায়৷ ক্রস-কান্ট্রি স্কিয়িংকে অনেকটা ম্যারাথনের সঙ্গে তুলনা করা যেতে পারে৷ কারণ এক্ষেত্রে প্রতিযোগীকে ১০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে হয়৷
ছবি: picture-alliance/dpa
ফ্রিস্টাইল স্কিয়িং
ছবিটা দেখেই বুঝতে পারছেন শূন্যে ভাসছেন এক প্রতিযোগী৷ টেলিভিশনে হয়ত দেখে থাকবেন, কেউ একজন একটা জায়গা থেকে নেমে সঙ্গে সঙ্গে আরেকটি উঁচু জায়গায় উঠতে গিয়ে শূন্যে ভেসে থাকা অবস্থায় নানান কসরত করে থাকে৷ এটা ফ্রিস্টাইল স্কিয়িং-এর কয়েক ধরণের মধ্যে একটা খেলা, যাকে বলে ‘হাফ-পাইপ’ প্রতিযোগিতা৷ আরও জানা যাবে এই লিংকে http://en.wikipedia.org/wiki/Half-pipe৷
ছবি: picture-alliance/dpa
স্নোবোর্ড
এক্ষেত্রে বরফে ঢাকা পথ বেয়ে নামতে দুটো পা-ই একটা বোর্ডের সঙ্গে যুক্ত থাকে৷ মনে আছে নিশ্চয়, আলপাইন স্কিয়িং-এর ক্ষেত্রে দু’পা বাধা থাকে দুটো স্কির সঙ্গে৷ ছবিতে ফ্রিস্টাইল স্নোবোর্ডিং করতে দেখা যাচ্ছে৷ এক্ষেত্রেও প্রতিযোগী শূন্যে ভেসে বিভিন্ন ক্রীড়াশৈলী দেখাতে পারে৷
ছবি: Getty Images
বিয়াথলন
ক্রস-কান্ট্রি স্কিয়িং-এর সঙ্গে শ্যুটিং৷ মোটামুটি এই হলো বিয়াথলন৷
ছবি: Robert Michael/AFP/Getty Images
স্কি জাম্পিং
কখনো ৯০ মিটার, কখনোবা ১২০ মিটার উঁচু পাহাড় থেকে দ্রুতগতিতে নেমে আসার পর শূন্যে ভাসমানরত অবস্থায় একজন প্রতিযোগী কতখানি পথ পাড়ি দিতে পারে সেটাই এই খেলার মূল কথা৷ ভিডিও: http://www.youtube.com/watch?v=fcE1pPit-7Q৷
ছবি: picture-alliance/dpa
ববস্লেড
ছবির এই বস্তুটি একটি বাহন৷ বরফের ওপর দিয়ে চলে৷ খেলাটা এমন – একজন প্রতিযোগী এই বাহনটি নিয়ে দৌ়ড় শুরু করার পর একটি নির্দিষ্ট পথ পেরিয়ে গাড়িতে উঠে পড়ে৷ এরপর গাড়িতে করেই চূড়ান্ত লাইন অতিক্রম করে৷ কে, কত দ্রুত সেটা করতে পারে সেই বিজয়ী হয়৷ খেলাটায় এক দলে কখনো কখনো দুজন বা চারজনও থাকতে দেখা যায়৷ ভিডিও: http://www.youtube.com/watch?v=nIn9vmzWWSE৷
ছবি: Leon Neal/AFP/Getty Images
লুজ
ছবির এই দুজন একটি ‘স্লেড’ বা স্লেজ (বরফের দেশে কুকুরে টানা গাড়ি) এর উপর বসে রওয়ানা দিয়েছেন৷ ববস্লেডের মতোই এক্ষেত্রেও দু’জনকে শুরুতে স্লেড নিয়ে যত জোরে সম্ভব দৌড়াতে হয়েছে৷ ভিডিও: http://www.youtube.com/watch?v=ZvmiaRwGc1I৷
ছবি: picture-alliance/dpa
স্কেলেটন
খেলাটা লুজ-এর মতোই৷ তবে এক্ষেত্রে প্রতিযোগীকে পুরো শরীরটা ভূমির দিকে রাখতে হয়৷ ভিডিও: http://www.youtube.com/watch?v=xSDpFg6GzOM৷
ছবি: picture-alliance/dpa
ফিগার স্কেটিং
এই খেলার সঙ্গে বোধ হয় অনেকের পরিচয় আছে৷ ছবিতে জার্মানির এক যুগলকে দেখা যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
আইস হকি
নাম শুনেই বোঝা যাচ্ছে খেলাটা হকি হলেও মাঠটা ঢাকা থাকে বরফে৷
ছবি: picture-alliance/dpa
11 ছবি1 | 11
ওই কর্মকর্তা আরো বলেন, ওই বিস্ফোরক উপাদান বিমানের ভেতরেই বা শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ব্যবহার করা হতে পারে৷ তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র দেশের অভ্যন্তরে বিশেষ কোনো হুমকি নিয়ে উদ্বিগ্ন নয়৷ তবে কোন রকম সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলে তা বিদেশি মিত্রদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান করবে তারা৷ যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স একমাত্র বিমান সংস্থা যারা সরাসরি মস্কোয় বিমান পরিচালনা করে৷
এদিকে, মার্কিন কয়েকজন রাজনীতিবিদ ব্ল্যাক সি রিসোর্টের নিরাপত্তার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে সোচি যথেষ্ট নিরাপদ৷ শীতকালীন অলিম্পিক চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ততদিন জরুরি অবস্থা মোকাবিলায় কৃষ্ণসাগরে মার্কিন রণতরী উপস্থিত থাকবে৷
এদিকে, শীতকালীন অলিম্পিক শুরুর ঠিক একদিন আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সমকামীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব এবং তাদের উপর মানসিক আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছেন৷ সোচিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এক বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান৷ এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বান কি মুন৷ তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কোনো ধরনের ঘৃণার স্থান থাকা উচিত নয়৷