1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অলৌকিকভাবে' জন্ম নিলো শিশু

৭ মার্চ ২০১৬

‘অ্যামনিয়োটিক স্যাক' অনেকটা থলির মতো৷ এটা থাকে গর্ভবতী নারীর গর্ভাশয়ে, যেখানে শিশু নিরাপদে লালিত হয়৷ সাধারণত বাচ্চা জন্মের সময়, গর্ভাশয়ের মধ্যে থেকে যায় এই স্যাকটি৷ কিন্তু তার ব্যতিক্রমও আছে৷ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন৷

Symbolbild Embryo Fötus Fetus
ছবি: picture-alliance/dpa

হাসপাতালে শিশুর জন্ম দিচ্ছেন এক মা...৷ দীর্ঘ প্রসবযন্ত্রণার পর মাতৃগর্ভ থেকে অবশেষে বেরিয়ে আসে নবজাতক৷ কিন্তু এ কি! জরায়ুর থেকে বেরোনোর পরেও যে সে পাতলা আস্তরণে ঢাকা, থলথলে অ্যামনিয়োটিক স্যাকে বন্দি!

মায়ের পেট থেকে বেরিয়ে এলেও তখনও ভূমিষ্ঠ হয়নি শিশুটি৷ তবে পাতলা আস্তরণের মধ্যে থেকেই দেখা যাচ্ছে শিশুটির খুদে হাত-পা৷ হাত-পা নাড়ছে সে৷ পানি ভর্তি স্যাকটির তাপমাত্রা তখনও স্বাভাবিক, সে জন্যই হয়ত নিজের জন্ম নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তার৷ ওদিকে, কীভাবে অ্যামনিয়োটিক স্যাকের পর্দা ফাটিয়ে বাইরে তাকে বের করা যায়, তা নিয়ে আলাপ-আলোচনা করছেন ডাক্তাররা৷ স্যাক কেটে বের করে আনলে শিশুটি শ্বাস নিতে পারবে তো? বাঁচবে তো? গর্ভাশয় থেকে অ্যামনিয়োটিক স্যাক নিয়ে জন্মের ঘটনা যে ঘটে ৮০ হাজারের মধ্যে মাত্র একবার! তাই পরীক্ষা বেশ কঠিন৷

শেষ পর্যন্ত অবশ্য জীবনেরই জয় হয়৷ স্যাকটা কাটার সঙ্গে সঙ্গেই কেঁদে ওঠে বাচ্চাটা, সুস্থ-স্বাভাবিকভাবে শ্বাস নেয়৷ ভিডিওটি দেখলে আপনার চোখের সামনেও ফুটে উঠবে অবিশ্বাস্য এই ঘটনা৷ দেখে বলুন তো, এমন ‘মেডিক্যাল মিরাকেল' আর দেখেছেন?

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ