1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অল্পের জন্য বেঁচে গেলেন বাবা-ছেলে

১৬ আগস্ট ২০১৮

ছেলেকে নিয়ে এস্কেলেটর দিয়ে উপরে উঠছিলেন এক বাবা৷ এস্কেলটরের বাইরে পা দেয়ার সঙ্গে সঙ্গে ধসে পড়লো চলন্ত সিঁড়িটি৷ সেকেন্ডের জন্য বেঁচে গেলেন তারা৷

ছবি: picture-alliance/prisma

ঘটনাটি ঘটেছে চীনের আনহুই প্রদেশের জুয়ানচেঙ শহরের একটি মলে৷ ভীতিকর এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বাবা ও ছেলে চলন্ত সিঁড়ির বাইরে পা দেয়ার সঙ্গে সঙ্গে যান্ত্রিক বিভ্রাট ঘটে৷ তাতে সিঁড়ির ওপরের পাটাতনগুলো খুলে উঠে আসে৷ ধাতব প্যানেলগুলোও উল্টে পাল্টে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়৷

সিঁড়িতে তখন আর কেউ ছিলেন না৷ তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কয়েকজনকে দৌঁড়ে আসতে দেখা যায়৷

দশ সেকেন্ডের ভিডিওটি সম্ভবত সিসিটিভি ক্যামেরার৷ এটি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মনোযোগ কাড়ে৷

চীনের অনলাইন মাধ্যম সাংহাইইস্ট জানিয়েছে যে, এটি ২৮ জুলাইয়ের ঘটনা৷ আর বেইজিং নিউজ জানায়, ঘটনার একদিন পর জুয়ানচেং মার্কেট সুপারভিশন ব্যুরো তদন্ত করে দেখেছে যে, এস্কেলেটরটির রাবার রোলারের ভেতর একটি চাবি আটকে গিয়েছিল৷ তাতেই এই ঘটনা ঘটেছে৷

এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এই জন্যই সাধারণ সিঁড়ি ব্যবহার করা উচিত৷''

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ