1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসঙ্গতি উপেক্ষা করে মানবাধিকার দিবস

১০ ডিসেম্বর ২০১৮

 নানাবিধ মানবিক সংকট ও অসঙ্গতি উপেক্ষা করে আজ (সোমবার) বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হলো বাংলাদেশে৷দিবসটি  উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো৷ 

Marrakesch  UN-Migrationskonferenz Logos
ছবি: picture-alliance/dpa/E. Lalmand

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন৷ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দিবসটি উপলক্ষে বক্তব্য দিয়েছেন৷ 
বালাদেশ মানবাধিকার ফেডারেশন (বিএইচআরএফ) দিবসটি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে৷ এতে বক্তারা মানবাধিকার রক্ষায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান৷
এদিকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যানে দেখা যায় চলতি বছরের প্রথম দুই মাসে হত্যাকাণ্ড ঘটেছে ২৪১টি৷  এর মধ্যে জানুয়ারি মাসে হত্যা ১৫২, ধর্ষণ ১৭, শিশু ধর্ষণ ২০, নারীর প্রতি সহিংস যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি ২৮, শিশু হত্যা ১০, শিশু নির্যাতন ০২, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ০৩, শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তি ২০, নিখোঁজ ০১, অপহরণ ০২, শ্রমিক মৃত্যু ১৮, বন্দুকযুদ্ধে নিহত ২৭৷
ফেব্রুয়ারি মাসে হত্যা ৮৯, ধর্ষণ ১৬, শিশু ধর্ষণ ১০, নারীর প্রতি সহিংসতা ১৪, যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি ২৮, শিশু হত্যা ১৭, শিশু নির্যাতন ০৩, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ০২, শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তি ০২, গুম ০১, নিখোঁজ ০৬, অপহরণ ০১, শ্রমিক মৃত্যু ১৯, বন্দুকযুদ্ধে নিহত ০৫৷
এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান ডয়েচে ভেলে বাংলা বিভাগকে বলেন, ‘‘এই মুহুর্তে এক কথায় বললে মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়৷ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈ্তিক নীপিড়ণ, মিথ্যা মামলায় হয়রানি প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ পাশাপাশি নিত্যনতুন কৌশলে মানুষের অধিকার হরণ করা হচ্ছে৷ নির্বাচনকে সামনে রেখে পুলিশেরহয়রানিমূলক কর্মকাণ্ডও বেড়েছে৷’’ 
‘‘শুধু এই ২০১৮ সালের শেষ দিকে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে প্রায় ৩০০ মানুষকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে৷ গ্রেফতার হয়েছে কয়েক হাজার রাজনৈতিক কর্মী৷ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে এবং কারাবন্দি আছে৷’’ 
তিনি আরো জানান, ‘‘দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে, বিশেষ ক্ষমতা আইনের যেসব ধারা বিলুপ্ত হওয়ার কথা ছিল, সেগুলো ব্যবহার করে গুম, নির্বিবাদে গ্রেফতার, খুনের ঘটনা ঘটেই চলেছে৷’’
তিনি আরো উল্লেখ করেন, বিচারহীনতার সংস্কৃতি ও ভয়ের সংস্কৃ্তি মিলেমিশে পরিস্থিতিকে বিভীষিকাময় করে তুলছে৷ 
এ পরিস্থিতি থেকে  উত্তরণের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা দীর্ঘদিন যাবৎ সরকারকে দৃ্শ্যমান কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছি৷ এর মধ্যে একটি হলো বিশ্বাসযোগ্য একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে৷’’ বিচারহীনতার সংস্কৃ্তি থেকে বের হয়ে আসতে হলে এর বিকল্প নেই বলেও মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ