1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক খাত

১ আগস্ট ২০১২

ঈদকে সামনে রেখে নতুন করে কোনো শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে না তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ৷ যদিও তাদের কথায়, প্রায় সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র তিন থেকে চারশ’ গার্মেন্টস ঝুঁকিপূর্ণ৷

ছবি: AP

প্রাপ্য বেতন না পাওয়ায় গত দু'দিন আগে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে জড়ো হয়েছিলেন গাজীপুরে অবস্থিত শ্রীপুরের গোল্ড লাইন গার্মেন্টের আড়াই শ্রমিক৷ মালিক পালিয়ে যাওয়ায় গত তিন মাস ধরে বন্ধ রয়েছে কারখানাটি৷ এই সময় তারা কোনো বেতন পাননি৷ নতুন একজন কারখানাটি কিনতে চাইলেও শ্রমিকদের পাওনা দিতে রাজি হচ্ছেন না৷ পরে বিজিএমইএ'র মধ্যস্থতায় ঈদ উপলক্ষ্যে শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধের বিষয়টি ঠিক হয়৷ বলা হয়, ঈদের পর কেউ কারখানাটি কিনলে তখন শ্রমিকদের অন্য দেনা-পাওনা নিয়ে আলোচনা হবে৷

তবে এতে সাময়িক সমাধান হলেও ক্ষোভ কমেনি শ্রমিকদের৷ তাদের দাবি, যে অঙ্গীকারনামা লেখা হয়েছে তাতে বকেয়া বেতনের ব্যাপারে শ্রমিকরা কিছু বলতে পারবেন না৷ যা তারা মেনে নিতে পারছেন না৷

ঈদকে সামনে রেখে এই ধরনের ছোট ছোট অসন্তোষ পরিণত হয় বড় ধরনের অসন্তোষে৷ কয়েকদিন আগেও গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক করে এমন আশঙ্কার কথা বলেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন৷ তিনি সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন৷ সময়মত বেতন ভাতা আর বোনাস না পেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন শ্রমিক নেতারা৷ আর দু-একটি কারখানার কারণে পুরো সেক্টরই ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা তাদের৷

তবে ঈদের আগে বড় ধরনের কোনো অসন্তোষের আশঙ্কা করছেন না বিজিএমইএ'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন৷ তিনি বলেন, বেশিরভাগ কারখানাই তাদের ও সরকারের নজরদারির মধ্যে রয়েছে৷ তাছাড়া সংগঠনের সকল সদস্যকে ঈদের আগেই বেতন ভাতা পরিশোধ করে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷ শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি গিয়ে ঈদ করতে পারবে বলে আশা করেন তিনি৷

সময়মত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ব্যাংকগুলোরও সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ'র এই নেতা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ