1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মডার্ন আর্টের সরল সংস্করণ

টিম লিনহার্ড/এসি৮ জানুয়ারি ২০১৬

নাইভ পেন্টিং বলতে বোঝায় সহজ, সরল, প্রায় শিশুসুলভ সব ছবি, পেশাদারি চিত্রকলার সঙ্গে যার সম্পর্ক যেমন ধরা শক্ত, তেমন বোঝা শক্ত৷ অথচ সেই চেষ্টাই করেছেন জার্মানির এসেন শহরের ফল্কভাং মিউজিয়ামের দুই পরিচালক৷

Ausstellung Der Schatten der Avantgarde - Rousseau und die vergessenen Meister
ছবি: Fondation Beyeler, Riehen/Basel, Sammlung Beyeler Foto: Robert Bayer, Basel

গৃহকর্মী, ভিক্ষুক আর ক্রীতদাসের ছবির প্রদর্শনী

02:30

This browser does not support the video element.

সেরাফিন লুই আসলে গৃহকর্মী৷ তাহলে তাঁর বিশালাকার ফুলের তোড়াগুলো এই নামি-দামি মিউজিয়ামে এলো কী করে? নিকিফর ক্রুনিচকি হলেন পোল্যান্ডের এক ভিক্ষুক, তার উপর বধির – তাঁর সব জলরঙের ছবি৷ ক্রীতদাস বিল টেলর-এর কাগজ কেটে তৈরি নানা জীবজন্তু৷ অবসরপ্রাপ্ত খনিশ্রমিক এরিক ব্যোডেকার-এর ভাস্কর্য৷

এ সবই এখন দেখতে পাওয়া যাবে জার্মানির এসেন শহরের প্রখ্যাত ফল্কভাং মিউজিয়ামে৷

ছবি: VG Bild-Kunst, Bonn 2015/Foto: Photo SCALA, Florence, 2015

মিউজিয়াম পরিচালক কাস্পার ক্যোনিশ বললেন, ‘‘আজকাল প্রচুর শিল্পকলা দেখতে পাওয়া যায়, তার মধ্যে বহু মামুলি ও মাঝারি গোছের শিল্পকলাও রয়েছে৷ আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে, যারা চিত্রকর বা শিল্পী হিসেবে প্রথাগত প্রশিক্ষণ পাননি, তাদের মধ্যেও ব্যতিক্রমী ও অসাধারণ শিল্পকলা পাওয়া যেতে পারে৷''

অনধিকারচর্চা?

কাস্পার ক্যোনিশ নিজে শিল্পকলার ইতিহাসবিদ নন; তাই তিনি ফাল্ক ভল্ফ-এর সঙ্গে মিলে এই প্রদর্শনীর আয়োজন করেছেন৷ ভল্ফ বললেন, ‘‘সে-হিসেবে এই প্রদর্শনী বিশেষজ্ঞদের এক্তিয়ারের উপর হস্তক্ষেপ নয়৷ বরং আমরা ‘মডার্ন আর্ট' বলতে যা বুঝি, এই প্রদর্শনী তারই একটা অন্য সংস্করণ৷''

ছবি: VG Bild-Kunst, Bonn 2015/Foto: SCALA, Florence, 2015

কেননা মডার্ন আর্ট বলতে আজও বোঝায় পাবলো পিকাসো, পল গগাঁ, এমিল নল্ডে, মন্ড্রিয়ান ইত্যাদি নামকরা শিল্পীদের চিত্রকলা৷ অন্যদিকে রয়েছেন তথাকথিত ‘নাইভ পেন্টিং'-এর চিত্রকরেরা৷ যেমন মার্কিন মুলুকের সৌখিন ভাস্কর উইলিয়াম এডমন্ডসন৷ গত শতাব্দীর ত্রিশের দশকে তিনি মফস্বল শহরের মায়াময় আবহ আবিষ্কার করেছিলেন, বলা হয়ে থাকে৷ ফ্রান্সের সেরাফিন লুই এক আর্ট ডিলারের বাড়িতে গৃহকর্মী ছিলেন৷ আর্ট ডিলার ভদ্রলোক সেরাফিনের প্রতিভার আঁচ পেয়ে তাঁকে আঁকতে উৎসাহিত করেন৷ কাস্পার ক্যোনিশ বললেন, ‘‘এ যেন এক পাগল ধার্মিকতা, ফুলগুলো, ফুলের কুঁড়িগুলো, ছবিগুলোতে যেন এক বীভৎস ধর্মভীরুতা লুকিয়ে আছে৷ অবিশ্বাস্য!''

প্রদর্শনীর কেন্দ্রে স্বভাবতই অঁরি রুসো, যাঁকে ফরাসি চিত্রকর ‘নাইভ’ বা সরল চিত্রকলার প্রাণপুরুষ বলা চলে৷ স্বয়ং পিকাসো তরুণ বয়সে রুসো-র ভক্ত ছিলেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ