বাংলাদেশ যে কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা কেউ যথাযথভাবে আমলে নিচ্ছে না৷ করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি ও সমন্বয়েও ঘাটতি রয়েছে, এমনটাই মনে করেন দেশের দুজন বিশিষ্ট চিকিৎসক৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টক শো-তে যোগ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, হাসপাতালগুলোর ৫০ ভাগেরই ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাসযন্ত্র চলমান নয়৷ দ্রুত সেগুলোকে সচল করার উদ্যোগ নিতে হবে৷ নিশ্চিত করতে হবে অক্সিজেন সরবরাহ৷ পাশাপাশি হাসপাতালগুলোতে ভেন্টিলেটর চালানোর মতো প্রশিক্ষিত চিকিৎসকের অভাব রয়েছে বলেও জানান তিনি৷ জাফরুল্লাহ বলেন, ‘‘দেখা যাবে, ভেন্টিলেটর থাকবে, অক্সিজেন থাকবে, কিন্তু (রোগীর শরীরে) পাইপ ঢুকানোর লোক থাকবে না৷’’
তিনি মনে করেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা৷ এজন্য প্রচুর পরীক্ষার উদ্যোগ নিতে হবে৷
দেশের যত মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে সবগুলোতে ‘ফিভার ইউনিট’ খোলার পরামর্শ দেন তিনি, যাতে কেউ জ্বর-সর্দি নিয়ে অসুস্থ অবস্থায় ঘরে না থাকে৷ তিনি বলেন, ‘‘ সব হাসপাতালগুলোর শয্যা খালি৷ বেসরকারি হাসপাতালের শয্যাও খালি৷ সারা বাংলাদেশ অবরুদ্ধ না করে যারা অসুস্থ তাদেরকে অবরুদ্ধ করাই হবে আমাদের এক নাম্বার কাজ৷ এটা না করলে আমরা ভুল করব৷’’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান বলেন, দেশের চিকিৎসকরা তাদের যথাযথ দায়িত্ব পালন করছে৷ কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতি রয়েছে৷ তার মতে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মানুষকে ঘরে আটকে রাখার বিকল্প নেই৷
ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট চলতি মাসের মধ্যেই প্রস্তুত হবে৷ অনুমোদন পাওয়া গেলে শিগগিরই এক লাখ কিট সরকারকে সরবরাহ করবেন তারা৷
দেশে দেশে অস্থায়ী করোনা হাসপাতাল
করোনার বিরুদ্ধে লড়তে হিমশিম খাচ্ছে বিশ্বের অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা৷ ফলে অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
ইটালি
মিলানের কাছে ক্রেমোনা হাসপাতালের বাইরে একটি ফিল্ড হাসপাতাল৷
ছবি: Getty Images/E. Cremaschi
যুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কের ম্যানহাটানের জ্যাকব কে জ্যাভিটস কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/A. Kelly
স্পেন
মাদ্রিদের আইএফইএমএ কনফারেন্স সেন্টারে এই সামরিক হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/Comunidad de Madrid
ফ্রান্স
মুইলোজে শহরের একটি হাসপাতালের বাইরে সামরিক বাহিনী একটি ফিল্ড হাসপাতাল গড়ে তুলেছে৷
ছবি: Reuters/S. Bozon
ইরান
তেহরানের এক শপিং মলকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে৷
ছবি: Reuters/WANA/A. Khara
চীন
উহান শহরে প্রথম করোনা ধরা পড়েছিল৷ সেখানে গড়ে তোলা ১৬টি অস্থায়ী হাসপাতালের প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় গতমাসে সেগুলো বন্ধ করে দেয়া হয়৷
ছবি: Getty Images/AFP
ব্রাজিল
সাও পাওলোর আইবিরাপুয়েরা স্পোর্টস কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে৷
ছবি: Reuters/R. Patrasso
রাশিয়া
মস্কোর বাইরে এই হাসপাতালটি নির্মাণের কাজ চলছে৷
ছবি: Reuters/Moscow News Agency/D. Voronin
গাজা
রাফাহ সীমান্তে এই কোয়ারান্টিন ফ্যাসিলিটি গড়ে তোলা হয়েছে৷
ছবি: Reuters/WHO in the Occupied Palestinian Territories
সার্বিয়া
বেলগ্রেডের মেলা আয়োজনের এই হলকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়৷
ছবি: Reuters/M. Djurica
পোল্যান্ড
রকলো শহরের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল হাসপাতালের বাইরে এই অস্থায়ী এমার্জেন্সি রুম তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/Agencja Gazeta/K. Cwik
সুইডেন
গোথেনবুর্গের একটি হাসপাতালের বাইরে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়৷
ছবি: Reuters/TT NEws Agency/A. Ihse
ইন্দোনেশিয়া
জাকার্তার কেমায়োরান অ্যাথলেট ভিলেজে গড়ে তোলা এই হাসপাতালের যন্ত্র পরীক্ষা করে দেখছেন এক ডাক্তার৷
ছবি: Reuters/Antara Foto/H. Mubarak
কলোম্বিয়া
বোগোতার সামরিক হাসপাতালের পার্কিং এলাকায় অস্থায়ী তাঁবু তৈরি করা হয়েছে৷
ছবি: Reuters/L. Munoz
জার্মানি
লায়েরের একটি সাবেক হাসপাতাল আবারও প্রস্তুত করা হয়েছে৷
ছবি: Reuters/L. Kuegeler
আর্জেন্টিনা
বুয়েনস আইরেসের কাছে সান মিগুয়েলেতে এই মিলিটারি মোবাইল হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷