রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই পুটিন সম্পর্কে নানা ধরনের খবর রটছে। তার শেষতম হলো, তিনি বাড়ির সিঁড়িতে পড়ে গেছেন।
বিজ্ঞাপন
একটি টেলিগ্রাম চ্যানল জানিয়েছে, পুটিন তার সরকারি বাসভবনে নামতে গিয়ে পড়ে যান। তার টেইলবোনে আঘাত লাগে। রিপোর্টে বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে মূত্রত্যাগও করে ফেলেন তিনি। পুটিনের পেট ও অন্ত্রে ক্যানসার হয়েছে বলেই এরকম হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, গত মাসে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় তার হাত কাঁপছিল এবং হাতের রং ছিল বেগুনি। তিনি ঠিকভাবে পা-ও ফেলতে পারছিলেন না।
ভ্লাদিমির পুটিনের ভিন্ন রূপ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ছবিঘরে পুটিনের ব্যক্তিত্বের বিভিন্ন দিক ফুটে উঠেছে৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
কেজিবি থেকে ক্রেমলিন
পুটিন সাবেক সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা সংস্থা কেজিবিতে যোগ দেন ১৯৭৫ সালে৷ আশির দশকে তিনি কেজিবি এজেন্ট হিসেবে জার্মানির ড্রেসডেনে কর্মরত ছিলেন৷ বার্লিন ওয়ালের পতনের পর রাশিয়ায় ফিরে গিয়ে বরিস ইয়েলৎসিনের ক্রেমলিনে প্রবেশ করেন তিনি৷ ইয়েলৎসিন তাঁর উত্তরসূরি হিসেবে পুটিনের নাম ঘোষণা করলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়৷
ছবি: picture alliance/dpa/M.Klimentyev
প্রথম প্রেসিডেন্সি
বড় পদে যাওয়ার আগ অবধি রাশিয়ার সাধারণ জনতা পুটিনকে বলতে গেলে চিনতেনই না৷ ১৯৯৯ সালের আগস্টে চেচনিয়ার একদল সশস্ত্র মানুষ রাশিয়ার দাগেস্তান দখল করে নিলে পুটিন লাইম লাইটে আসেন৷ প্রেসিডেন্ট ইয়েলৎসিন তখন তাঁকে চেচনিয়াকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন৷ সেবার বর্ষবরণের আগের রাতে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন ইয়েলৎসিন এবং পুটিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন৷
ছবি: picture alliance/AP Images
গণমাধ্যমে কঠোর পুরুষ
সোচিতে একটি প্রীতি হকি গেমে পুটিনের দল ১৮-৬ গোলে জয়লাভ করে৷ এরমধ্যে আটটি গোলই করেছেন স্বয়ং প্রেসিডেন্ট!
ছবি: picture-alliance/AP/A. Nikolsky
বাকস্বাধীনতায় লাগাম
পুটিন বিরোধীদের এক ব়্যালিতে এভাবে মুখে টেপ লাগিয়ে তার উপরে পুটিন লিখে হাজির হয়েছিলেন এক প্রতিবাদকারী৷ ২০১৩ সালে সেদেশের রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া নোভোস্টিকে সংস্কারের ঘোষণা দেয় ক্রেমলিন এবং সেটির দায়িত্ব উগ্র পশ্চিমাবিরোধী মতের জন্য পরিচিত এক ক্রেমলিনপন্থির হাতে তুলে দেয়া হয়৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম সূচকে ১৭৮টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৮তম৷
ছবি: Getty Images/AFP/V.Maximov
পুটিনের ভাবমূর্তি: কাজে বিশ্বাসী এক ব্যক্তি
রাশিয়ায় অনেকে বিশ্বাস করেন পুটিন কাজে বিশ্বাসী৷ এই ভাবমূর্তি গড়তে গিয়ে গণমাধ্যমে মাঝেমাঝেই ঊর্দ্ধাঙ্গ অনাবৃত ঘৌড়সওয়ারের বেশে বা জুডোতে প্রতিপক্ষকে ধরাশায়ী করার বেশে পুটিনের ছবি প্রকাশ হয়৷ রাশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারায় পুটিনের প্রশংসা করেন অনেকে, পাশাপাশি তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগও রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Nikoskyi
গণতন্ত্রের কণ্ঠরোধ
২০০৭ সালে পুটিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি যখন ব্যাপক ভোটে জয়লাভ করে, তখন সমালোচকরা দাবি করেন, ভোট গ্রহণ প্রক্রিয়া মুক্ত এবং গণতান্ত্রিক ছিল না৷ পুটিনের বিরুদ্ধে গণতন্ত্রণের কণ্ঠরোধে অভিযোগে আয়োজিত এক বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে দাঙ্গা পুলিশ৷ সেই বিক্ষোভ ব়্যালিতে একটি পোস্টারে লেখা ছিল, ‘ধন্যবাদ, না!’
ছবি: Getty Images/AFP/Y.Kadobnov
সাজানো ঘটনা
ক্রাইমিয়ার সেভাস্টোপোলে একটি ছোট সাবমেরিনের মধ্যে দেখা যাচ্ছে পুটিনকে৷ বলা হয়ে থাকে, কৃষ্ণ সাগরের গভীরে তিনি গিয়েছিলেন এই সাবমেরিনে করে৷ এরকম ছবি মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশিত হয়৷ কখনো তিনি বুনো বাঘকে কাবু করেন চেতনানাশক দিয়ে কিংবা ওড়ের বিলুপ্তপ্রায় সারসের সঙ্গে৷ এভাবে এক দুঃসাহসী অভিযাত্রীর বেশে পুটিনকে উপস্থাপন করা হয়৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
7 ছবি1 | 7
এক সাবেক ব্রিটিশ গুপ্তচর বলেছেন, ৭০ বছর বয়সি রুশ প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। ইউক্রেনে যা হচ্ছে, তার সঙ্গে পুটিনের অসুস্থতার যোগ আছে। পুটিন-ঘনিষ্ঠ এক নেতাও বলেছেন, প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। তার ব্লাড ক্যানসার হয়েছে।
তবে পুটিনের গুরুতর অসুখ করেছে বলে পশ্চিমা মিডিয়ার প্রচার বহুদিনের। ২০১৪ সালে পুটিনের মুখপাত্র বিষয়টিকে নিয়ে অ্যামেরিকার তীব্র সমালোচনা করেছিলেন।
পুটিনের ভাস্কর্যের সঙ্গে খেলছে বাচ্চারা
নিউইয়র্কের ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে সম্প্রতি শিশুদের খেলার জায়গায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ভাস্কর্য দেখা গেছে৷ ইউক্রেন যুদ্ধের সমালোচনা করা এর উদ্দেশ্য বলে জানিয়েছেন ফরাসি শিল্পী জেমস কলোমিনা৷
ছবি: Andrew Kelly/REUTERS
টার্গেট পুটিন!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের একটি ভাস্কর্য লক্ষ্য করে ওয়টার পিস্তল ধরে আছে এক শিশু৷
ছবি: Andrew Kelly/REUTERS
নিউইয়র্কে শিশু পুটিন!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে সম্প্রতি শিশুদের খেলার জায়গায় পুটিনের ভাস্কর্য দেখা গেছে৷ লাল রংয়ের ভাস্কর্যটি বানিয়েছেন ফরাসি শিল্পী জেমস কলোমিনা৷ পুটিনকে একটি ক্ষুদ্রাকৃতির ট্যাঙ্কে বাচ্চাদের মতো করে বসে থাকতে দেখা গেছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
যুদ্ধের সমালোচনা
ইনস্টাগ্রামে পুটিনের ভাস্কর্যের সঙ্গে বাচ্চাদের খেলার ছবি পোস্ট করে কলোমিনা লেখেন, ‘‘এই ভাস্কর্যের লক্ষ্য অযৌক্তিক যুদ্ধের নিন্দা করা এবং অন্যদের দ্বারা তৈরি সহিংসতা ও বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি শিশুদের সাহসকে তুলে ধরা৷’’
ছবি: Andrew Kelly/REUTERS
প্যারিস ও বার্সেলোনায় পুটিন
কলোমিনা তার ইনস্টাগ্রামে গত মাসে প্যারিস ও বার্সেলোনার পার্কেও পুটিনের একইরকম ভাস্কর্যের ছবি প্রকাশ করেছেন৷
ছবি: Andrew Kelly/REUTERS
বাচ্চাদের আগ্রহ
পুটিনের ভাস্কর্য নিয়ে নিউইয়র্কের শিশুদের মধ্যে আগ্রহ দেখা গেছে৷ তাইতো একজন শিশুকে পুটিনের কানে আঙুল দিতে, অন্যদের পুটিনের মাথায় বালু ছিটিয়ে খেলতে দেখা গেছে৷
ছবি: Andrew Kelly/REUTERS
যুদ্ধবিরোধী বার্তা
ফরাসি শিল্পী কলোমিনা লাল রংয়ের ভাস্কর্য তৈরির জন্য পরিচিত৷ গত এপ্রিলে তিনি লাল রংয়ের আরেকটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন৷ সেখানে একজন শিশু সেনাকে রাইফেল হাতে দেখা গেছে৷ যদিও রাইফেলের অগ্রভাগে গোলাপ ফুল দেখা গেছে৷