শিশু বয়সে দীর্ঘ রোগব্যাধি স্বাভাবিক জীবন দুর্বিসহ করে তুলতে পারে৷ জার্মানির এক স্কুলপড়ুয়ার সেই সমস্যা মেটাতে প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে এবং এতে সুফল পাওয়া যাচ্ছে৷ কিছুটা হলেও স্বাভাবিক জীবনের স্বাদ পাচ্ছে সে৷ চলুন পরিচিত হই তার সাথে আর জেনে আসি তার লড়াইয়ের গল্প৷