1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ সৌরভ, কলকাতা যাচ্ছেন দেবি শেঠি

৪ জানুয়ারি ২০২১

সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার কলকাতা পৌঁছাবেন বিশিষ্ট চিকিৎসক দেবি শেঠি। ফোনে খোঁজ নিয়েছেন মোদী।

সৌরভ গঙ্গোপাধ্যায়
ছবি: Getty Images/AFP/P. Paranjpe

শনিবার জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালের মেডিক্যাল বুলেটিনে অবশ্য জানানো হয়েছে, ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড প্রধান আগের চেয়ে অনেক ভালো আছেন।

শনিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের হার্টে তিনটি ব্লক আছে। রোববার একটি স্টেন্টও বসানো হয়েছে। তবে বাকি ব্লক নিয়ে কী করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠিকে বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে। মঙ্গলবার সকালে পুরো টিম নিয়ে তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কলকাতার চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ এখন বিপদ থেকে মুক্ত। খাওয়াদাওয়া করছেন, কথাও বলছেন।

শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরেই রাজ্যের একাধিক মন্ত্রী সৌরভের খোঁজ নিয়েছেন। রোববার তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের স্ত্রী ডোনাকে ফোন করেছিলেন তিনি। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সৌরভের খোঁজ নেন। সোমবার তাঁকে দেখতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম পদাধিকারী। ডয়চে ভেলেকে বিজেপির এক সূত্র জানিয়েছে, জয়ের সঙ্গে সৌরভকে দেখতে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। আগে অনুরাগ ছিলেন বোর্ডের প্রধান। সৌরভের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো।

দীর্ঘদিন ধরেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। কোনো কোনো মহল মনে করছে, আগামী নির্বাচনে সৌরভ বিজেপির পক্ষে দাঁড়াতে পারেন। যদিও সৌরভ তা অস্বীকার করেছেন। তিনি অসুস্থ হওয়ার পরেও রাজনীতি পিছু ছাড়ছে না। বিজেপি এবং তৃণমূল দুইপক্ষই নিয়মিত তাঁর খোঁজ রাখছে।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ