1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ হয়ে পড়েছেন যাদবপুরের উপাচার্য

৫ মার্চ ২০২৫

মঙ্গলবার উপাচার্যকে ২৪ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা। বুধবার হাসপাতালে ভর্তি হলেন উপাচার্য।

যাদবপুরের ছাত্রদের রাস্তা অবরোধ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীদের রাস্তা অবরোধছবি: Subrata Goswami/DW

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। তার পরিবার জানিয়েছে, উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ভাস্করের রক্তচাপ ওঠা-নামা করছে। তার রক্তচাপ এখন ১৭০ বাই ৯০। এর আগে একবার স্ট্রোক হয়েছে তার। তাই ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবারই ভাস্কর জানিয়েছিলেন, তিনি অসুস্থ বোধ করছেন। তার পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার থেকেই অসুস্থ তিনি। ওই দিন আহত ছাত্রদের সঙ্গে হাসপাতালে দেখা করতে গেছিলেন তিনি। সেখানে আন্দোলনকারী ছাত্রেরা তাকে বাধা দেয় এবং তার পাঞ্জাবি ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

এদিকে, বুধবার বিকেল চারটের সময় ছাত্রদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হবে। মঙ্গলবার আন্দোলনকারী ছাত্রেরা জানিয়েছিল, উপাচার্যকে তারা ২৪ ঘণ্টা সময় দিচ্ছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্যকে তাদের সঙ্গে কথা বলতে হবে। আহত ছাত্রদের চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য না এলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিল। তবে বুধবার উপাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ছাত্রদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে মঙ্গলবার মুখ খুলেছেন যাদবপুর-কাণ্ডে আহতছাত্র ইন্দ্রানুজের বাবা। তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে ফোন করেছিলেন। শিক্ষামন্ত্রী দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী গোটা ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছেন। ইন্দ্রানুজের আরোগ্য কামনা করেছেন তিনি। আহত ছাত্রের বাবা জানিয়েছেন, তিনি আশা করছেন এবার তার ছেলের বিরুদ্ধে যে 'মিথ্যা' মামলা হয়েছে, তা-ও তুলে নেয়া হবে। তবে এবিষয়ে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে কোনো কথা বলেননি।

এসজি/জিএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ