1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাক ছবি

২৭ ফেব্রুয়ারি ২০১২

‘দ্য আর্টিস্ট’এর সাফল্য অস্কারেও থেমে থাকলো না৷ ৮৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’এও সেরা ছবি সহ মোট ৫টি অস্কার পেল ছবিটি৷ সেরা ছবির পাশাপাশি সেরা পরিচালক হয়েছেন মিশেল আসানাভিসিয়ুস এবং সেরা অভিনেতা জঁ দুজার্দ্যাঁ'৷

(L-R) Producer Thomas Langmann, Jean Dujardin, director Michel Hazanavicius, James Cromwell, Berenice Bejo, Penelope Ann Miller, Missy Pyle and the dog Uggie after winning best picture for "The Artist" backstage at the 84th Academy Awards in Hollywood, California, February 26, 2012. REUTERS/Mike Blake (UNITED STATES) (OSCARS-BACKSTAGE - Tags: ENTERTAINMENT)
অস্কার জয়ের পর উচ্ছ্বসিত ‘দ্য আর্টিস্ট’ ছবির তারকারাছবি: Reuters

সাদাকালো ছবি, নেই কোনো সংলাপ৷ ফ্রান্সের এক অখ্যাত পরিচালকের তৈরি এমন ছবি যে একের পর এক পুরস্কার জিতে যাবে, এমনটা কেউ ভাবতে পারে নি৷ রবিবার রাতেও অস্কার'এর অনুষ্ঠানে এর কোনো ব্যতিক্রম ঘটলো না৷

এই প্রথম কোনো ফরাসি নাগরিক সেরা অভিনেতার পুরস্কার পেলেন৷ মঞ্চে উঠে দুজার্দ্যাঁ বলেন, ‘‘আমি আপনাদের দেশটিকে খুব ভালবাসি৷ ইংরাজি ভাষায় কয়েকটি কথা বলেই বাকি বক্তব্যের জন্য বেছে নিলেন নিজের ভাষা ফরাসিকে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিও ‘দ্য আর্টিস্ট'এর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷ তিনি সামগ্রিকভাবে উচ্চ মানের ফরাসি চলচ্চিত্রের সাফল্যেরও প্রশংসা করেন৷ তিনি এও মনে করিয়ে দেন, ফ্রান্সের সরকার কীভাবে এই সব ছবির পৃষ্ঠপোষকতা করে থাকে৷

সেরা অভিনেতা জঁ দুজার্দ্যাঁ'ছবি: Reuters

মার্টিন স্করসেজি পরিচালিত ত্রিমাত্রিক ছবি ‘হিউগো'র ঝুলিতেও পড়েছে ৫টি অস্কার৷ ১১টি মনোনয়ন পেয়ে ছবিটি ছিল তালিকার শীর্ষে৷ ঠিক তার পরেই ১০টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল ‘দ্য আর্টিস্ট'৷

ছবি হিসেবে ‘দ্য আর্টিস্ট' ও ‘হিউগো' মনোযোগ আকর্ষণ করলেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেরিল স্ট্রিপ৷ ‘দ্য আয়রন লেডি' ছবিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার'এর ভূমিকায় অভিনয় করে তিনি প্রচুর প্রশংসা কুড়চ্ছেন৷ তিনি এই নিয়ে তিন বার এই সম্মান অর্জন করলেন৷ ৬২ বছরের মেরিল স্ট্রিপ ছাড়াও বিগত দিনের আরেক অভিনেতা পেলেন ‘বেস্ট সাপোর্টিং অ্যাক্টর'এর সম্মান৷ ক্যানাডার ক্রিস্টোফার প্লামার ‘বিগিনার্স' ছবিতে তিনি বিপত্নীক বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেন৷

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশ হিসেবে ইরানের পরিচালক আসগর ফরহাদি'র অস্কার জয় এবছরের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে৷ সেরা বিদেশি ছবির পুরস্কার পেয়েছে ‘এ সেপারেশন'৷ তিনি ২০১১ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণ ভল্লুক'ও পেয়েছিলেন৷ ইরানের মানুষ রাত জেগে অস্কার অনুষ্ঠান দেখেছেন৷ তবে সরকারি সংবাদ মাধ্যম অবশ্য বিষয়টিকে কোনো গুরুত্ব দিতে প্রস্তুত নয়৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ