1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল্ডেন গ্লোব পেল ‘আর্গো’

১৪ জানুয়ারি ২০১৩

কোন কোন ছবি অস্কারের মনোনয়ন পেল, তা জানা গেছে বটে, কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে৷ তবে এরই মধ্যে হলিউডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল৷

Director Ben Affleck accepts the "Best Director" award for the movie "Argo" at the 2013 Critics' Choice Awards in Santa Monica, California January 10, 2013. REUTERS/Mario Anzuoni (UNITED STATES - Tags: ENTERTAINMENT)
ছবি: Reuters

হলিউডের এই দু'টি প্রধান পুরস্কারের চরিত্র বেশ অন্যরকম৷ একদিকে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস, অর্থাৎ হলিউড চলচ্চিত্র জগত, যারা অস্কার পুরস্কার প্রদান করে৷ অন্যদিকে হলিউডে বিদেশি সংবাদ মাধ্যমের সংগঠন আয়োজন করে ‘গোল্ডেন গ্লোব' পুরস্কার৷ শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশনে প্রচারিত নাটক ও কমেডি ছবিকেও সম্মান দেওয়া হয়৷ ফলে দুই পুরস্কারের মধ্যে প্রায়ই মনোভাবের ফারাক দেখা যায়৷ অস্কার মনোনয়ন আগেই ঘোষণা করা হয়৷ ফলে একের পর অন্যটি নির্ভর করে, এমনটা বলা কঠিন৷

গোল্ডনে গ্লোব পুরস্কার বিতরন অনুষ্ঠানে হাজির ছিলেন সালমা হায়েকের মতো অভিনেত্রীরাওছবি: Reuters

এ বছর স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন' অস্কার মনোনয়নের তালিকায় এগিয়ে থাকলেও একটি মাত্র ‘গোল্ডেন গ্লোব' পুরস্কার পেয়েছে৷ অথচ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি৷ অন্যদিকে ‘আর্গো' সেরা নাটকীয় ছবি ও বেন অ্যাফলেক সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে৷ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে মার্কিন পণবন্দিদের উদ্ধারের নাটকীয় ঘটনা নিয়ে তৈরি ছবিটি এবারের অস্কারের দৌড়ে তেমন সুবিধা করে উঠতে পারে নি৷ ছবির প্রযোজক জর্জ ক্লুনি এর ফলে অসন্তুষ্ট হয়েছেন৷ বিশেষ করে অ্যাফলেকের অসাধারণ কাজ এ ভাবে উপেক্ষা করা উচিত হয় নি বলে তিনি মনে করেন৷

এবারের ‘গোল্ডেন গ্লোব' পুরস্কার অনুষ্ঠানে আরও কিছু চমক ছিল৷ উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ স্পিলবার্গের তৈরি ছবি ‘লিংকন-এর কিছু দৃশ্য তিনি সবার সামনে পেশ করেন৷ উপস্থিত হলিউড তারকারা উঠে দাঁড়িয়ে করতালি বাজিয়ে ক্লিন্টনকে অভিনন্দন জানান৷

হলিউড অভিনেত্রী জোডি ফস্টার এ দিন প্রকাশ্যে ঘোষণা করেন, যে তিনি সমকামী৷ তবে তিনি আশা প্রকাশ করেন, এর ফলে কেউ অসন্তুষ্ট হবে না৷ নিজের পরিবার-পরিজনকে আগেই সে কথা জানিয়েছেন তিনি৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ