1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ সম্মাননা

৬ জানুয়ারি ২০১৩

জেমস বন্ড সিরিজের ছবি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেলেও অস্কার জেতার দৌড়ে তারা পিছিয়ে৷ এ পর্যন্ত শুধুমাত্র টেকনিক্যাল ক্যাটাগরিতে কিছু অস্কার জিতে এসেছে বন্ড সিরিজের ২২টি ছবি৷

***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über den Film verwendet werden*** DANIEL CRAIG ("James Bond") und BÈRÉNICE MARLOHE (Sévérine) in Sony Pictures' SKYFALL. © 2012 Sony Pictures Releasing GmbH
ছবি: 2012 Sony Pictures Releasing

২৩ নম্বর ছবি ‘স্কাইফল' এবার কি করে সেটা দেখার বিষয়৷ আগামী মাসের ২৪ তারিখে অস্কার পুরস্কারের ঘোষণা আসবে৷ তবে তার আগে এই বৃহস্পতিবারে ঘোষিত হবে মনোনয়ন তালিকা৷ তাতে স্কাইফলের নাম থাকার সম্ভাবনা রয়েছে৷ তার একটা আভাস পাওয়া গেছে গত সপ্তাহে, যখন ‘প্রোডিউসার্স গ্লিড অফ অ্যামেরিকা' বা পিজিএ তাদের সেরা ছবির তালিকায় স্কাইফলের নাম অন্তর্ভুক্ত করে৷ ‘সেরা ছবি' ক্যাটাগরিতে গত ২৩টি অস্কারের ১৬টিই পেয়েছে পিজিএ ঘোষিত সেরা ছবিটি৷ তাই এবার যখন প্রথমবারের মতো কোনো বন্ড মুভি ‘স্কাইফল' পিজিএ'র তালিকায় নাম লেখালো, তখন ছবিটি যে অস্কারও জিততে পারে সে আশা করতে পারেন বন্ডপ্রেমীরা৷ এদিকে, বিশ্লেষকদের ধারণা, সেরা ছবির পুরস্কার না জিতলেও সংগীত ক্যাটাগরিতে ব্রিটিশ শিল্পী আডেল'এর স্কাইফল গানটি অস্কার পেতে পারে৷

স্কাইফলছবি: 2012 Sony Pictures Releasing

তবে যে কোনোভাবেই হোক এবার অস্কারে বন্ডের উপস্থিতি থাকছে এটা নিশ্চিত৷ কেননা অস্কার আয়োজকরা জানিয়েছেন, বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার অস্কারে ০০৭'কে বিশেষ সম্মাননা দেয়া হবে৷

অস্কার পাক আর না পাক, বক্স অফিস ঠিকই মাতিয়ে চলেছে স্কাইফল৷ গতমাসে প্রথম ছবি হিসেবে ব্রিটিশ বক্স অফিসে ১০০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ছুঁয়েছে ছবিটি৷ আর সারা বিশ্ব থেকে এখন পর্যন্ত আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷

জেডএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ