1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কারে টোকিওর টয়লেট সংস্কৃতি নিয়ে চলচ্চিত্র ‘পারফেক্ট ডেস'

২৪ ডিসেম্বর ২০২৩

জার্মান চলচ্চিত্র নির্মাতা ভিম ভেন্ডারসের ‘পারফেক্ট ডে'স' চলচ্চিত্রটিকে অস্কারের জন্য মনোনয়ন দিয়েছে জাপান৷ দেশটির বৈচিত্র্যময় পাবলিক টয়লেট সংস্কৃতি চলচ্চিত্রটি নির্মাণে পরিচালককে অনুপ্রাণিত করেছে৷

চলচ্চিত্রের অভিনেতা কোজি ইয়াকুশো ও অভিনেত্রী আরিসা নাকানো
ভিনয় করেছেন জাপানের কিংবদন্তি অভিনেতা কোজি ইয়াকুশো ও অভিনেত্রী আরিসা নাকানোছবি: Neon via AP/picture alliance

ভেন্ডারসের ‘পারফেক্ট ডে'স' চলচ্চিত্রটির নায়ক হিরায়য়ামা একজন বেশ পরিপাটি মানুষ৷ প্রতিদিন ভোর শুরু হওয়ার আগেই বিছানা ছাড়েন তিনি৷ প্রয়োজনীয় কাজ গুছিয়ে পুরনো একটি ভ্যানে চড়ে যান কাজে৷ আর পথে শুনতে থাকেন ৬০ ও ৭০ দশকের রক ক্লাসিক গান৷

হিরায়য়ামার কাজ হলো টোকিওর শিবুয়া জেলায় পাবলিক টয়লেট পরিষ্কার করা৷ এই গুরুত্বপূর্ণ পরিষেবায় তাকে ঝাড়ু দেয়া থেকে শুরু করে ধোয়া, মোছার কাজ করতে হয়৷

এই চরিত্রে অভিনয় করেছেন জাপানের কিংবদন্তি অভিনেতা ইয়াকুশো কোজির৷ নিখুঁত অভিনয়ের মাধ্যমে হিরায়য়ামার দৈনন্দিন কাজের প্রতিটি মুহূর্ত নিপুণভাবে তুলে ধরেছেন তিনি৷

টোকিও টয়লেট প্রকল্প

‘পারফেক্ট ডে'স' চলচ্চিত্রটিতে দেখানো প্রতিটি ভবনই একেকটি পাবলিক টয়লেট৷ এগুলো টোকিওর শিবুয়া অঞ্চলের সংস্কার হওয়া একটি স্থাপত্য প্রকল্পের অংশ৷

নিপ্পন ফাউন্ডেশন ২০১৮ সালে টোকিও টয়লেট সংস্কারের প্রকল্প শুরু করেছিল৷ তাদের লক্ষ্য ছিল পাবলিক টয়লেটের চিরায়ত ‘অন্ধকার, নোংরা, দুর্গন্ধযুক্ত এবং ভীতিকর' অবস্থাটি বদলে দেয়া৷

শিবুয়ার জন্য উন্নত আধুনিক স্থাপত্য শৈলীর পাবলিক টয়লেটের ধারণাটি নতুন করে উদ্ভাবন করেছেন জাপানের কয়েকজন বিখ্যাত ও নেতৃস্থানীয় স্থপতি৷ তবে এগুলো শুধু শিল্পকর্মের কথা ভেবে তৈরি করা হয়নি, বরং ‘লিঙ্গ, বয়স বা প্রতিবন্ধিতাসহ' সবার ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে৷

নিপ্পন ফাউন্ডেশন জানায় এ প্রকল্পটি শুধু জনসেবা নয়, ‘‘বৈচিত্র্যকে আলিঙ্গন করে এমন একটি সমাজের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস৷''

টোকিও টয়লেট প্রকল্পের অধীনে নির্মীত নান্দনিক নকশার একটি টয়লেটছবি: Yuichi Yamazaki/AFP

জাপানি টয়লেট ও সংস্কৃতি

কিন্তু ভেন্ডারসের জন্য টোকিও টয়লেট প্রকল্পটি স্থাপত্যের চেয়ে বেশি কিছু৷ এটি ছিল জাপানি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত৷ একটি তথ্যচিত্রের পরিবর্তে, তিনি টোকিও টয়লেট প্রকল্পের মূল অংশ নিয়ে একটি ফিচার ড্রামা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেন্ডারস বলেন, ‘‘একদিকে জাপানে পাবলিক টয়লেট পরিষেবা এবং জনকল্যাণকর হিসেবে সমাদৃত হয়েছে৷ অন্যদিকে এই পাবলিক স্যানিটারি জায়গাগুলো স্থাপত্যের সৌন্দর্য৷ আমি অবাক হয়েছিলাম যে টয়লেট' দৈনন্দিন সংস্কৃতির অংশ হতে পারে ভেবে৷''

জাপানের টয়লেট সংস্কৃতিতে নিঃসন্দেহে ব্যতিক্রম কিছু আছে৷ শহরে প্রতি এক লাখ বাসিন্দার জন্য ৫৩টি পাবলিক টয়লেট রয়েছে৷

টোকিওতে প্রতি এক লাখ বাসিন্দার জন্য ৫৩টি পাবলিক টয়লেট রয়েছেছবি: Kyodo/picture alliance

টয়লেট পর্যটকদের আকর্ষণ

এটি অবশ্যই পর্যটকদের মন জয় করেছে৷ ‘পারফেক্ট ডে'জ' ছবিটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে৷ সেখানে ইয়াকুশো কোজি সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন৷ ২০২৪ সালে অস্কারের জন্য আন্তর্জাতিক বিভাগে অফিসিয়াল এন্ট্রি হিসাবে এই চলচ্চিত্রটিকে বেছে নিয়েছে জাপান৷ একজন বিদেশি নির্মাতার জন্য এটি একটি বিরল সম্মান৷

নিপ্পন ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুসারে, সংস্কার করা ১৭টি  পাবলিক টয়লেট ব্যবহারকারীদের সন্তুষ্টির মাত্রাকে ৪৪ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ৯০ শতাংশে উন্নীত করেছে৷ পাবলিক টয়লেট সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার ৩০ শতাংশ থেকে কমে মাত্র ৩ শতাংশে নামিয়ে এনেছে৷

নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাসাকাওয়া জুনপেই বলেছেন, ‘‘যারা আগে পাবলিক টয়লেট ব্যবহারের বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, তারাও এই সুবিধার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছেন৷''

‘পারফেক্ট ডে'স' চলচ্চিত্রটির পর টয়লেটগুলোও পর্যটকদের আকর্ষণে পরিণত হচ্ছে৷

স্কট রক্সবহ /এসএইচ

স্বচ্ছ কাঁচের পাবলিক টয়লেট

02:05

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ