1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সমর্থন পেলেন জার্মান চ্যান্সেলর

১৩ জুন ২০১৮

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়রৎস মঙ্গলবার বার্লিনে বৈঠক করেছেন৷ এরপর সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসন প্রতিরোধে ম্যার্কেলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন কুয়রৎস৷

Deutschland PK Bundeskanzlerin Angela Merkel und österreichischer Bundeskanzler Sebastian  Kurz in Berlin
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

অবৈধ অভিবাসন প্রতিরোধ নিয়েনিজের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ম্যার্কেলের বিবাদ রয়েছে৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার চান, যাঁরা আশ্রয় পাওয়ার লক্ষ্যে জার্মানিতে প্রবেশ করতে চান তাঁদের জার্মান সীমান্তেই বাধা দিতে৷ কিন্তু ম্যার্কেল চান, পুরো ইউরোপীয় ইউনিয়নের যে সীমান্ত আছে সেটিকে আরও সুরক্ষা করতে৷

চ্যান্সেলরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দ্বিমত থাকার কারণে সেহোফার তাঁর অভিবাসন বিষয়ক ‘মাস্টার প্ল্যান' প্রকাশ স্থগিত করেছেন৷ মঙ্গলবার সেটি প্রকাশ করার কথা ছিল৷

অস্ট্রিয়ার ৩১ বছর বয়সি চ্যান্সেলর কুয়রৎস বলেছেন, তিনি ইউরোপের সীমান্ত ও উপকূল রক্ষাকারী বাহিনী ফ্রন্টেক্স-এর কর্মী সংখ্যা বৃদ্ধি করার পক্ষে৷ এছাড়া ঐ সংস্থার তহবিল ও কর্মপরিধি আরও বাড়ানোর প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন৷ সংবাদ সম্মেলনে দেয়া কুয়রৎসের এই বক্তব্য শুনে ম্যার্কেলকে খুশি হতে দেখা গেছে৷

কুয়রৎস বলেন, তাঁর লক্ষ্য, ‘‘অস্ট্রিয়া, জার্মানি কিংবা সুইডেনে আশ্রয়ের আবেদনের লক্ষ্যে ইউরোপের মধ্যে মানুষের ঢুকে পড়া বন্ধ করা৷''

ব্রেক্সিট পরবর্তী ইইউ নিয়েঅস্ট্রিয়ার চ্যান্সেলরের বক্তব্যেও খুশি হয়েছেন ম্যার্কেল৷ কারণ কুয়রৎস বলেছেন, তিনি এই বিষয়ে দেয়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর প্রস্তাব সমর্থন করেননা৷ উল্লেখ্য, মাক্রোঁ তাঁর প্রস্তাবে ব্রাসেলসের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলেছেন৷ তিনি একজন ইউরোপীয় অর্থমন্ত্রীর প্রস্তাবও করেছেন৷

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ম্যার্কেল বলেন, সম্প্রতি ক্যানাডায় অনুষ্ঠিত জি-৭ বৈঠক থেকে ফেরার পর তাঁর আরও মনে হয়েছে যে, পররাষ্ট্র ইস্যুতে ইইউকে এক হয়ে কথা বলতে হবে৷

জেফারসন চেজ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ