1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধঅস্ট্রিয়া

অস্ট্রিয়ায় ছুরিকাঘাতের ঘটনায় ‘ইসলামিস্ট' সংযোগের দাবি

১৭ ফেব্রুয়ারি ২০২৫

শনিবার ভিলাচ শহরে এক সিরীয় আশ্রয়প্রার্থী ছুরি মেরে এক কিশোরকে হত্যা করে৷ ছুরিকাঘাতে আহত হন পাঁচজন৷ অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তথাকথিত ‘ইসলামিক স্টেট'-এর যোগাযোগ ছিল৷

অস্ট্রিয়া | ভিলাচ শহরে ছুরি হামলার শিকারদের স্মরণে স্মারক
সন্দেহভাজন ব্যক্তি অনলাইনের মাধ্যমে উগ্রবাদে জড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছেছবি: Darko Bandic/AP/picture alliance

রোববার মন্ত্রী গেরহার্ড কারনার বলেন, শনিবারের ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একজন ‘ইসলামিস্ট হামলাকারী'

সাংবাদিকদের তিনি জানান, হামলাকারী খুব অল্প সময়ের মধ্যেই অনলাইন মাধ্যমে প্রভাবিত হয়৷ তিনি আরো বলেন, ‘‘ইসলামিস্ট হামলাকারী যতটা নির্দয়ভাবে সাধারণ মানুষকে আক্রমণ করেছে'', তাতে তিনি ক্ষুব্ধ৷

আরো যা যা জানা গেছে

সাধারণ পথচারীদের একটি ফোল্ডিং ছুরি দিয়ে আঘাত করে হামলাকারী ব্যক্তি৷ হামলার পরই ডেলিভারি গাড়ির চালক এক সিরীয় ব্যক্তি গাড়ি দিয়ে ধাক্কা মেরে হামলাকারীকে থামান৷ সঙ্গে সঙ্গেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়৷

রাজ্যপাল পিটার কাইজার ৪২ বছর বয়সি এই সিরীয় ব্যক্তিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘‘এটাই প্রমাণ করে যে, একই নাগরিকত্ব নিয়ে অশুভ শক্তি এবং তার এত কাছে এমন সহৃদয় ব্যক্তিও থাকতে পারে৷''

অভিযুক্ত ব্যক্তি রেসিডেন্স পারমিটধারী আশ্রয়প্রার্থী৷ তার বিরুদ্ধে আগে কোনো অপরাধে জড়ানোর অভিযোগ ওঠেনি৷

অভিবাসন নিয়ে বিতর্ক ও সিরীয়দের প্রতিক্রিয়া

অস্ট্রিয়ায় বর্তমানে ক্ষমতাসীন ডানপন্থি  দল অভিবাসনবিরোধী ফ্রিডম পার্টি৷ সেই মহল থেকে ইতিমধ্যে উঠে এসেছে অভিবাসনবিরোধী বক্তব্য৷ চরম ডানপন্থি নেতা হেরবার্ট কিকল রাজনৈতিক আশ্রয় নীতি কঠোর করার কথা বলেন৷

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানায় অস্ট্রিয়ায় বসবাসরত সিরীয়দের একাংশ৷

এক বিবৃতিতে ফ্রি সিরিয়ান কমিউনিটি ইন অস্ট্রিয়া নামের এক সংগঠন জানায়, ‘‘আমরা জোর দিয়ে বলতে চাই: যারাই দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে শান্তি নষ্ট করে, তারা সেই সিরীয়দের প্রতিনিধিত্ব করে না৷''

এই ঘটনার প্রেক্ষিতে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ‘নীতি মেনেই সিরীয়দের প্রত্যাবাসন করতে প্রস্তুত হচ্ছে৷

এসএস/ এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ