1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রিয়ায় ‘বোরকা পরায় নিষেধাজ্ঞা'র এক বছর

৬ অক্টোবর ২০১৮

গতবছর পহেলা অক্টোবরে অস্ট্রিয়ায় জনসমক্ষে পুরো মুখ ঢেকে চলাফেরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন কার্যকর হয়েছিল৷ মূলত মুসলমান নারীদের বোরকা পরা ঠেকাতে এই আইন করা হয়৷ কেমন কাটলো এক বছর?

ছবি: picture-alliance/dpa/APA/B. Gindl

বোরকার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেটি বৈষম্য হিসেবে দেখা হতে পারে, এই আশঙ্কায় অস্ট্রিয়ার তৎকালীন সরকার ‘অ্যান্টি-ফেস-কাভারিং অ্যাক্ট' শীর্ষক একটি নিরপেক্ষ আইন করেছিল৷ এর আওতায় পুরো মুখ ঢাকার বিষয়টি অবৈধ করা হয়৷

আইনটির প্রধান লক্ষ্য মুসলিম নারীরা হলেও অস্ট্রিয়ায় বসবাসকারী ঠিক কতসংখ্যক মুসলিম নারী বোরকা পরেন তার কোনো হিসেব কখনো প্রকাশ করা হয়নি৷ তবে সংখ্যাটি যে খুব বেশি নয়, তা পরবর্তীতে আইন বাস্তবায়নের পরিসংখ্যান থেকে বোঝা গেছে৷

রাজধানী ভিয়েনার পুলিশ বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে তাঁরা মাত্র ২০ জন আইনভঙ্গকারীকে জরিমানা করেছেন৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো দেশের পরিসংখ্যান দিতে অস্বীকার করেছে৷

ভিয়েনার ভিক্টর আডলার মার্কেটে একটি সসেজ বিক্রির দোকানের মালিক ফেসনা ডুডেক বলছেন, আইন বাস্তবায়নের আগে কয়েকজন বোরকাধারীকে দেখা যেতো, এখন সেটি নেই৷

তবে আইন বাস্তবায়ন করতে গিয়ে ভিয়েনার পুলিশ একবার এক ইলেক্ট্রিক পণ্যের দোকানের কর্মীকে জরিমানা করেছিল৷ কারণ, ঐ কর্মী ‘শার্ক স্যুট' পরে ক্রেতাদের মধ্যে প্রচারপত্র বিতরণ করছিলেন৷ ঘটনাটি সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম ও স্যাটায়ার প্রোগ্রামগুলোতে আলোচিত হয়েছিল৷

এছাড়া রাস্তায় গান করেন এমন শিল্পী, সাইকেল আরোহী যাঁরা মাথার কাপড়টি মুখের উপর একটু বেশিই টেনে দিয়েছিলেন, তাঁরাও ঐ আইনের কারণে পুলিশের হয়রানির শিকার হয়েছেন৷

আরেক আইনের খসড়া

এদিকে, অস্ট্রিয়ার নতুন সরকার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে৷ যদিও ঐ বয়সের কোনো মেয়ে মাথায় হেডস্কার্ফ পরে কিনা, তার পরিসংখ্যান নেই৷ গত এপ্রিলে যখন এই আইনটি প্রস্তাব করা হয়, তখন দেশটির প্রধান মুসলিম সংগঠন উদ্বেগ জানিয়ে এর প্রতিবাদ করেছিল৷ তাঁরা বলেছিলেন, বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগে সাধারণত মুসলিম মেয়েরা হেডস্কার্ফ পরে না৷ তবে সরকারের এই আইন মুসলিম সমাজে অস্থিরতা তৈরি করবে৷ তাঁরা প্রশ্ন তুলেছিলেন, খ্রিষ্টানদের ক্রস আর ইহুদিদের টুপি ‘কিপা'-র ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?

উল্লেখ্য, ভিয়েনা ইসলামিক ফেডারেশনের হিসেব অনুযায়ী, অস্ট্রিয়ায় প্রায় ছয় লাখ মুসলমান বাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার সাত শতাংশ৷

ক্রিস্টিয়ান বার্টলাউ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ