1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রীয় ও পোলিশের হাতে সাহিত্যে নোবেল

১০ অক্টোবর ২০১৯

অস্ট্রিয়ার পেটার হান্ডকে চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন৷ আর পোল্যান্ডের অলগা তকারচোক ২০১৮ সালের নোবেলজয়ী হয়েছেন৷ যৌন কেলেংকারি বিতর্কে গতবছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়নি৷

Bildkombo Schweden Stockholm Nobelpreis Literatur 2019 Autor Peter Handke / 2018 Olga Tokarczuk

সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার একসঙ্গে দুই বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে৷ এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, হান্ডকে নোবেল পাচ্ছেন ‘একটি শক্তিশালী লেখনির জন্য, যা ভাষাগত দক্ষতার সঙ্গে মানুষের অভিজ্ঞতার পরিধি ও বৈশিষ্ট্য অনুসন্ধান করেছে৷'

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম শক্তিশালী লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন ৭৬ বছর বয়সি হান্ডকে৷ ১৯৮৭ সালে মুক্তি পাওয়া আলোচিত ‘উইংস অফ ডিজায়ার' মুভির একজন লেখক ছিলেন তিনি৷

এদিকে ‘সীমানা অতিক্রমকে জীবনের রূপে তুলে ধরার মতো কাল্পনিক বর্ণনা'র জন্য তকারচোককে ২০১৮ সালের নোবেল দেয়া হয়েছে৷

তিনি তাঁর লেখায় অতীতে যে পোল্যান্ডে সব গোত্রের মানুষ একসঙ্গে বাস করতো, সেই পোল্যান্ডের গল্প তুলে ধরেছেন৷ সে কারণে দেশটিতে এখন ক্ষমতায় থাকা জাতীয়তাবাদীদের কাছে তিনি প্রিয় নন৷ পোল্যান্ডের সংস্কৃতিমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি তকারচোকের লেখা পড়ার চেষ্টা করেছেন, কিন্তু একটিও শেষ করতে পারেননি৷

৫৭ বছর বয়সি তকারচোক মনোবিজ্ঞানে পড়ালেখা করেছেন৷ ১৯৯৩ সালে তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয়৷ ‘ফ্লাইট' নামে একটি উপন্যাসের জন্য গতবছর প্রথম পোলিশ হিসেবে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ' জিতেছিলেন৷

২০১৭ সালের মি-টু আন্দোলনের সময় অন্তত ১৮ জন নারী ফরাসি-সুইডিশ আর্টিস্টিক ডাইরেক্টর জ্য-ক্লঁদ আর্নোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন৷ এরমধ্যে অন্তত দুটি ঘটনার জন্য আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়৷

জ্য-ক্লঁদ আর্নোর স্ত্রী কাটারিনা ফ্রস্টেনসন সাহিত্যে নোবেল ঘোষণাকারী প্রতিষ্ঠান সুইডিশ অ্যাকাডেমির একজন সদস্য৷ এই দম্পতি অন্তত সাতবার বন্ধুবান্ধবদের কাছে নোবেলজয়ীর নাম আগেই প্রকাশ করেছেন বলে অভিযোগ সুইডিশ অ্যাকাডেমির৷ বন্ধুদের বাজিতে জেতাতে ঐ দম্পতি নাম প্রকাশ করেন বলে এই অভিযোগ৷ তাই ২০১৮ সালে সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়নি৷ এরপর চলতি বছর অ্যাকাডেমিতে পরিবর্তন এনে একসঙ্গে দুই বছরের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হলো৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ