1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

৩ জানুয়ারি ২০২১

২০২১ সাল থেকে নতুন করে বাজছে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত৷ আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে৷  

২০২১ সাল থেকে নতুন করে বাজছে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত৷ আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে দেড়শ বছরের পুরানো গানে৷  
ছবি: Cameron Spencer/Getty Images

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের দ্বিতীয় বাক্যটি ছিল ‘আমরা তরুণ ও মুক্ত’৷ পরিবর্তনের ফলে এখন থেকে গাওয়া হবে ‘আমরা এক ও মুক্ত’৷

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘জাতি হিসেবে তুলনামূলক নবীন হলেও দেশের ফার্স্ট নেশসনসদের (আদিবাসীদের) সাথে জড়িত আমাদের রয়েছে এক প্রাচীন ইতিহাস৷ এ পরিবর্তনের ফলে তেমন কিছুই হবে না আবার অনেক কিছুই হবে বলে আমি বিশ্বাস করি৷’’

১৭৮৮ সালে প্রথম ব্রিটেনের জাহাজ অস্ট্রেলিয়ার উপকূলে নোঙ্গর করে৷ যার মধ্য দিয়ে পরবর্তীতে নবীন এই রাষ্ট্রের উত্থান ঘটলেও সেখানে আদিবাসীদের বসবাসের ইতিহাস ৬৫ হাজার বছরের৷

আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন আনার দাবি ছিল অনেক দিন থেকেই৷ কিন্তু ডানপন্থী রাজনীতিকদের বিরোধিতায় এ পরিবর্তন এতদিন সম্ভব হয়নি৷  

অস্ট্রেলিয়াতে আদিবাসীরা নানাভাবেই সামাজিক বৈষম্যের শিকার৷ আদিবাসী শিশু মৃত্যুর হার দেশটিতে বাস করা অন্য জাতিগোষ্ঠীর দ্বিগুণ৷ তাছাড়া গত তিন দশকে চারশ' আদিবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক অবস্থায় মারা গেছেন৷

আরআর/এফএস (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ