1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়াকে ফেসবুকের হুমকি

১ সেপ্টেম্বর ২০২০

ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো খবর এবং বিজ্ঞাপন থেকে যে রাজস্ব আয় করে, তার একটা অংশ আদায়ের কথা ভাবছে অস্ট্রেলিয়া সরকার৷ তবে ফেসবুক জানিয়েছে, অস্ট্রেলিয়ার কেউ কোনো সংবাদ শেয়ার করলে তাকে ‘ব্লক' করা হবে৷

ছবি: picture alliance / empics

‘কোনো ব্যবসা এভাবে চলে না-’ শিরোনামের এক ব্লগ পোস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুক শাখার ব্যবস্থাপনা পরিচালক উইল ইস্টন এ কথা জানান৷ তিনি বলেন, এর মাধ্যমে ‘‘খবরগুলো পুরোপুরি (ফেসবুক থেকে) সরিয়ে দেয়া অথবা পাবলিশার যতগুলো কন্টেন্ট শেয়ার করবে তার বিপরীতে মাত্রা নির্ধারিত নয় এমন এক প্রক্রিয়ায় আমাদের কাছ থেকে টাকা আদায় করবে, এর যে কোনো একটি’’ নিশ্চিত করতে চায় ফেসবুক৷

ফেসবুকের এ ঘোষণা ভালো কি মন্দ সে বিষয়ে কিছু বলতে চাননি অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার৷ শুধু বলেছেন, ‘‘বড় কোনো টেক কোম্পানির এভাবে হুমকি দেয়াকে শুধু অদৃষ্টপূর্ব বলাই যথেষ্ট নয়, এটা এর চেয়ে বেশি কিছু৷’’ তবে ফেসবুকের এ হুমকি যে তার সরকারের কাজে কোনো পরিবর্তন আনবে না তা নিশ্চিত করেছেন তিনি৷

গত এপ্রিলে গুগল, ফেসবুকসহ সব ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার বিভিন্ন উৎসের খবর এবং বিজ্ঞাপন থেকে যে রাজস্ব আয় করে, তার একটা অংশ আদায়ের পরিকল্পনার কথা জানায় সরকার৷ সেই পরিকল্পনা অনুযায়ী একটি আচরণবিধি প্রণয়নের ঘোষণাও দেয়া হয়৷

তারপর ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বছরে ৪০০ মিলিয়ন, অর্থাৎ ৪০ কোটি মার্কিন ডলার দাবি করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম সংবাদমাধ্যম নাইন এন্টারটেইনমেন্ট৷

অস্ট্রেলিয়া সরকারের তথ্য অনুযায়ী, গুগল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো সে দেশ থেকে প্রতি বছর ৬০০ কোটি অস্ট্রেলীয় ডলার (৩৯০ কোটি মার্কিন ডলার) আয় করছে৷

এসিবি/ কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ