এ সময়ে কিন্তু জিম্বাবোয়ে দলের বাংলাদেশে আসার কথা ছিল না৷ স্বাভাবিক অবস্থায় ওদের সঙ্গে সিরিজটা হতো জানুয়ারিতে৷ অক্টোবরে অস্ট্রেলিয়া না আসার কারণেই এগিয়ে আনতে হয় বাংলাদেশ-জিম্বাবোয়ে সিরিজ৷ বাংলাদেশে দু'জন বিদেশি নাগরিক এবং ব্লগার, প্রকাশক ও পুলিশকে দুর্বৃত্তরা হত্যা করলেও দেশের খেলার মাঠগুলো যে নিরাপদ তা দেখিয়ে দেয়ার অঙ্গীকার ছিল বাংলাদেশের৷ সেই অঙ্গীকার পূরণে জিম্বাবোয়ে সহয়োগিতার হাত বাড়ানোয় বাংলাদেশের মানুষ জিম্বাবোয়ের প্রতি কৃতজ্ঞ৷ সিরিজের প্রথম ম্যাচের আগে ক্রিকেট সাকিব আল হাসানও বলেছেন, ‘‘আমরা কখনোই মনে করি না, বাংলাদেশে নিরাপত্তার কোনো সমস্যা আছে৷ বিশেষ করে ক্রিকেটে তো নিরাপত্তার কোনো সমস্যা আমাদের ছিল না বা কখনো হওয়ার সম্ভাবনাও নেই৷ আমি খুশি যে জিম্বাবোয়ে আমাদের এখানে এসেছে৷''
জিম্বাবোয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পথে৷ আজ (বুধবার) জিতলে আরেকবার হোয়াইটওয়াশের মহানন্দে ভাসবে বাংলাদেশ৷ সোমবার দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাশরাফির দল৷ এখন শুধু হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণের অপেক্ষা৷
জিম্বাবোয়ে সিরিজে অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছে বাংলাদেশ৷ ওয়ানডেতে ১০ বছর আগেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা৷
এবারের জয়টা অবশ্য মাঠের বাইরের৷ নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে ক্রিকেট দল পাঠায়নি অস্ট্রেলিয়া৷ কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগ খেলতে ফুটবল দল ঠিকই পাঠাচ্ছে৷ কী অদ্ভুত, তাই না!
বাংলাদেশে রাজনীতিবিদদের বক্তব্য এবং আচরণে অনেক বৈপরিত্য দেখি৷ জঙ্গি আর ইসলামিক স্টেট বা আইএস নিয়ে বৈপরিত্যপূর্ণ বক্তব্যই এখন মনে আসছে৷ এক সময় বাংলাদেশে শুনেছিলাম ‘বাংলা ভাই নেই, বাংলা ভাই নেই' ঘোষণা, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীকে তখন বলতে শুনেছি, ‘দেশে বাংলা ভাই বলে কেউ নেই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি'৷ বাংলা ভাই কিন্তু ফাঁসিতে ঝুলে প্রমাণ করে গেছেন সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশে তিনি সত্যিই ছিলেন!
খেলাধুলার বড় আসরের বড় রেকর্ড
ক্রিকেট বিশ্বকাপে এখন সবার ওপরে তাঁর নাম৷ ব্যাটিংয়ে ঝড় তুলে বিশ্বকাপের সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড গড়েছেন ক্রিস গেইল৷ আসুন জেনে নিই ক্রিকেট বিশ্বকাপসহ খেলাধুলার অঙ্গনের সবচেয়ে বড় আসরগুলোর বড় কিছু রেকর্ডের খবর৷
ছবি: Saeed Khan/AFP/Getty Images
বিশ্বকাপে সবচেয়ে বড় ইনিংস
বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন ক্রিস গেইল৷ জিম্বাবোয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক৷ বিশ্বকাপ ইতিহাসেই এটি প্রথম ডাবল সেঞ্চুরি৷ আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেনের, ১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
টেন্ডুলকার-দ্রাবিড় এখন পেছনে
এবার জিম্বাবোয়ের বিপক্ষে বিশ্বকাপে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডেরও অংশীদার হয়েছেন গেইল৷ মার্লন স্যামুয়েলসকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭২ রান তুলেছেন তিনি৷ এটি শুধু বিশ্বকাপ নয়, ওয়ানডেরও সর্বোচ্চ রানের জুটি৷ ওয়ানডেতে সবচেয়ে বড় জুটির রেকর্ডটি এতদিন ছিল ভারতের শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড়ের দখলে৷ ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩১ রান তুলেছিলেন তাঁরা৷
ছবি: Prakash Singh/AFP/Getty Images
বিশ্বকাপে বেশি গোল
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি জার্মানির মিরোস্লাভ ক্লোজের দখলে৷ ২০০২ থেকে ২০১৫-র আসর পর্যন্ত মোট ১৬টি গোল করেছেন তিনি৷ তাঁর আগে ১৫ গোল নিয়ে সবার ওপরে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালডো৷
ছবি: picture-alliance/dpa
অলিম্পিকের দ্রুততম মানব
খেলার খবর রাখেন এমন সকলেই হয়ত তাঁর নাম জানেন৷ ইউসেইন বোল্ট৷ জ্যামাইকান স্প্রিন্টার৷ ট্র্যাকে হেসে-খেলে ছোটেন চিতার গতিতে৷ অলিম্পিকে প্রথম আবির্ভাবেই তাক লাগিয়েছিলেন রেকর্ড গড়ে৷ ২০০৮ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন ৯ দশমিক ৬৯ সেকেন্ডে৷ এখনো সেটা পুরুষদের অলিম্পিক রেকর্ড৷ তবে পরের বছর বার্লিনে ৯ দশমিক ৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ডটা নতুন করে গড়েছেন বোল্ট৷
ছবি: picture-alliance/dpa
অনন্যা ‘ফ্লো-জো’
১৯৮৮-তে ঝড় তুলেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার৷ গ্ল্যামার এবং ফ্যাশন সচেতনতার জন্য নজর কাড়া এই কৃষ্ণাঙ্গিনীকে ভক্তরা ভালোবেসে ডাকতেন ‘ফ্লো-জো’৷ সিউলে মেয়েদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন বড় নখ নিয়ে ট্র্যাকে নামা স্প্রিন্টার৷ ১০০ মিটারের ১০ দশমিক ৬২ সেকেন্ডের টাইমিং এখনও অলিম্পিক রেকর্ড৷ ১০ দশমিক ৪৯ সেকেন্ডের বিশ্বরেকর্ডটিও তাঁর গড়া৷ (ওপরে প্রতীকী ছবি)
ছবি: Getty Images
টেনিসে ফেদারার এবং মার্গারেট কোর্ট
টেনিসে রজার ফেদারার এখন জীবন্ত কিংবদন্তি৷ অনেক রেকর্ডই সুইজারল্যান্ডের এই তারকার দখলে৷ পুরুষদের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৭টি শিরোপার রেকর্ডটি তার মধ্যে অন্যতম৷ মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্গারেট কোর্ট৷ ২২টি শিরোপা নিয়ে তাঁর ঠিক পরেই আছেন জার্মানির স্টেফি গ্রাফ৷
ছবি: Saeed Khan/AFP/Getty Images
6 ছবি1 | 6
বর্তমান সরকার পড়েছে ‘আইএস আছে, আইএস নেই'-এর ধাঁধায়৷ কেউ বলছেন আছে, কেউ বলছেন নেই৷ প্রধানমন্ত্রী বলছেন, ‘বাংলাদেশে আইএস আছে' এটা প্রমাণ করে বিশেষ ফায়দা তুলতে চায় বিদেশি কোনো শক্তি৷ বাংলাদেশে আইএস আছে কি নেই তা এখনো প্রমাণ সাপেক্ষ৷ তবে নানা নামে-রূপে জঙ্গিরা যে আছে তা তো প্রমাণিত৷ দেশে নিরাপত্তা নিয়ে সংশয় বা শঙ্কার কারণও নিশ্চয়ই আছে৷ না থাকলে দু'জন বিদেশি নাগরিক এভাবে নিহত হবেন কেন, বইমেলায়, রাস্তায়, ঘরের ভেতরে এমনকি পুলিশ চেকপোস্টেও নিহত হবে কেন মানুষ!
তবে সব কিছুর পরও দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কা এতটা নয় যে হুট করে অস্ট্রেলিয়া সফরই বাতিল করে দেবে৷ অস্ট্রেলিয়া ফুটবল দল পাঠাচ্ছে জেনে তাই একজনের প্রশ্ন, ‘‘হায়রে অস্ট্রেলিয়া, এখন তো বাধ্য হয়ে ফুটবল দল বাংলাদেশে আসছে৷ নাহলে খেলতে অস্বীকৃতি জানানোয় পয়েন্ট হারাবে যে! এখন নিরাপত্তা উদ্বেগ কোথায় গেল?''
অনেকেই মনে করছেন বাংলাদেশের সাম্প্রতিক পারফম্যান্সে ভড়কে গেছে অস্ট্রেলিয়া৷ তাই অবধারিত হার এড়ানোর কৌশল হিসেবেই নাকি নিরাপত্তার জুজুর কথা বলেছে!
তা বলে কী লাভ হলো? জিম্বাবোয়ে এসে তো দেখিয়ে দিল ক্রিকেট খেলার মতো নিরাপত্তা আছে৷ তখনই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ফলাফল হয়ে যায় ১-০! অস্ট্রেলিয়ার ফুটবল দলও নিরাপদে খেলে গেলে ফলাফল নিশ্চয়ই ২-০ হবে!
ক্রিকেট পাগলদের জন্য দশটি তথ্য
ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর চলছে৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত এ আসর নিয়ে ব্যস্ত সবাই৷ আসুন সেই ব্যস্ততার মাঝেই দশটি মজার তথ্য জেনে নেই৷
ছবি: Reuters/B. Malone
যৌথ আয়োজন
ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে এটা স্বাভাবিক বলা চলে৷ একাধিক দেশ যৌথভাবে এই আসর আয়োজন করে থাকে৷ চলতি বিশ্বকাপে ভেন্যুর সংখ্যা ১৪টি৷ এরমধ্যে সাতটি ভেন্যু অস্ট্রেলিয়ায়, বাকি সাতটি নিউজিল্যান্ডে৷ প্রতিটি দেশ ২১টি করে ম্যাচের আয়োজন করছে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ২৯ মার্চ৷
ছবি: picture-alliance/dpa/P. Miller
রাউন্ড রবিন ফর্ম্যাট
চলতি আসরে সাতটি করে দল প্রাথমিক পর্যায়ের দু’টি গ্রুপে খেলছে৷ রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হচ্ছে, যার অর্থ গ্রুপের সবগুলো দল একে অপরের বিপরীতে খেলছে৷ দ্বিতীয় পর্যায় থেকে খেলা হবে ‘নক আউট’ পদ্ধতিতে৷
ছবি: Saeed Khan/AFP/Getty Images
বাংলাদেশের কাছে হার
বাংলাদেশের কাছে হেরে শুরু হয়েছে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন৷ এর আগে তিনবার আইসিসি ওয়ার্ল্ড টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেছে দলটি৷ প্রতিবারই প্রথম পর্যায় থেকে বাদ পড়ে আফগানরা৷
ছবি: picture-alliance/dpa/Lukas Coch
বিপুল টিভি দর্শক
২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত৷ সেই খেলা টেলিভিশনে দেখেছেন ৯৮৮ মিলিয়ন মানুষ৷ সম্ভবত এটাই গোটা বিশ্বের মধ্যে টেলিভিশনে সর্বাধিক দর্শক টানা ম্যাচ৷ এর আগে ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল টিভিতে দেখেছিল ৯০৯ মিলিয়ন মানুষ৷
ছবি: Reuters/Omar Sobhani
সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত...
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ থেকে ২০১১ সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপ আসর মিলিয়ে টানা ৩৪টি ম্যাচ জিতেছে তারা৷ ওই তিনবারের চ্যাম্পিয়নও তারা৷ওই তিন আসরে সাফল্য অর্জন করতে গিয়ে ১৫টি দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/R. Cianflone
সবচেয়ে দ্রুত গতির রেকর্ড
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের দখলে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড৷ ২০০৩ সালের বিশ্বকাপের এক ম্যাচে ঘণ্টায় ১০০ মাইল (১৬০ দশমিক নয় কিলোমিটার) গতিতে একটি বল করেছিলেন তিনি৷ ক্রিজে তখন ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান নিক নাইট৷
ছবি: AP
সবচেয়ে বয়স্ক খেলোয়াড়
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক খেলোয়াড় নেদারল্যান্ডসের নোলান ক্লার্ক৷ ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪৮ বছর৷ আর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সি খেলোয়াড় ইউনাইটেড আরব আমিরাতের ইয়োদিন পুনজা৷ চলতি বিশ্বকাপ দলে থাকা এই খেলোয়াড়ের বয়স ১৬ বছর৷
ছবি: Fotolia/S.White
সবচেয়ে কম স্কোর
বিশ্বকাপে সবচেয়ে কম স্কোর করার রেকর্ডটি ক্যানাডার৷ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রান করতে সক্ষম হয়েছিল তারা৷ বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর করার রেকর্ডটি ভারতের৷ ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল ভারত৷
ছবি: William West/AFP/Getty Images
সবচেয়ে দুর্বল জার্মানি
ফুটবল বিশ্বকাপে জার্মানি বর্তমানে এক নম্বর দল হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ব়্যাংকিংয়ে জার্মানি রয়েছে সবার নিচে৷ ৩৭টি দেশের মধ্যে জার্মানদের অবস্থান ৩৭তম!
ছবি: DW
সবচেয়ে সফল অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া৷ দশ আসরের মধ্যে চারবারই কাপ গেছে তাদের ঘরে৷ চলতি আসরেও ফেভারিট তারা৷
ছবি: Reuters/B. Malone
10 ছবি1 | 10
নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঠায়নি৷ কিন্তু এবার তাদের ফুটবল দল আসছে৷ এতে নিরাপত্তাহীনতার প্রশ্নটা কি হাস্যকর হয়ে গেল না?