1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়াতেও জয়জয়কার সেই জার্মান ফেটেলের

২৭ মার্চ ২০১১

জার্মান চালক রেড বুল দলের সেবাস্টিয়ান ফেটেল৷ বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেল রোববার অস্ট্রেলিয়ান ফর্মূলা ওয়ান গ্র্যাঁ প্রিঁ জিতে নিলেন৷

সেবাস্টিয়ান ফেটেলছবি: AP

বয়স মাত্র ২৩ বছর৷ এ বয়সেই এগারোটি পুরস্কার জিতে নিয়ে তারকা বনে গেছেন ফেটেল৷ বিশ্বের গাড়ির দৌড়ের সবচেয়ে বড় আসরটির নাম ফর্মূলা ওয়ান৷ ফর্মূলা ওয়ানের শেষ পর্বে ম্যাক লরেন্সের লুইস হ্যামিলটনের চেয়ে ২২ দশমিক ২ সেকেন্ড আগে পৌঁছৈ এই পুরস্কার জিতে নিলেন ফেটেল৷

অ্যালবার্ট পার্কে ফেটেল বললেন,‘‘ ধন্যবাদ সবাইকে৷ অসাধারণ গাড়ির দৌড় প্রতিযোগিতা৷ গাড়িগুলো চমৎকার৷ যেমন এর নিয়ন্ত্রণ ব্যবস্থা, তেমনি হঠাৎ করে থামতে গিয়েও কোন সমস্যা হয়না৷ আজ আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি৷''

ছবি: picture-alliance/dpa

সংবাদ সম্মেলনে ফেটেল আরও বলেন,‘‘ জেতাটা এত সহজ ব্যাপার ছিলনা৷ শুরুটা ছিল বেশ ঝামেলার এবং আমি সেটাকে ভালোভাবে উতরিয়ে যেতে পেরেছিলাম৷ '' গাড়ির দৌড়ের দ্বিতীয় অংশ সম্পর্কে তিনি বলেন, ‘‘লুইস এসময় একটু দূরে সরে গিয়েছিলো৷ এবং আমি সেসময় তাঁর চেয়ে কিছুটা এগিয়ে যাই৷'' তিনি বলেন, ‘‘এই প্রথমবার মতো আমি অস্ট্রেলিয়ান গ্র্যাঁ প্রিঁ শেষ করলাম৷ আমি খুবই আনন্দিত৷''

২০০৮ সালের অস্ট্রেলিয়ান গ্র্যাঁ প্রিঁ জয়ী এবং বিশ্ব ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন ব্রিটন বলেছেন, শেষে পয়েন্ট জেতার জন্য আমি বাড়িতে কেবল গাড়ির যত্নআত্তি করছিলাম৷ কারণ প্রতিযোগীতার পর এদেরও বিশ্রাম নেওয়ার দরকার রয়েছে৷

গত বছর এই প্রতিযোগীতায় ইঞ্জিনের ত্রুটির কারণে শীর্ষ অবস্থানে থেকেও থেমে যেতে হয়েছিল ফেটেলকে৷ ফেটেলের পর একমাত্র হ্যামিলটনেরই এই পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ