অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যাম রেকর্ড নাদালের
৩১ জানুয়ারি ২০২২
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভকে হারালেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে তিনি ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস তৈরি করলেন।
অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর নাদাল। ছবি: Martin Keep/AFP
বিজ্ঞাপন
রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে টপকে প্রথম পুরুষ টেনিস প্লেয়ার হিসাবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এই নিয়ে নাদাল দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। ফাইনালে রাশিয়ার মেদভেদেভকে ২-৬, ৬-৭(৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারালেন নাদাল।
করোনার টিকা না নেয়ায় অস্ট্রেলিয়া ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি জোকোভিচ। বিনা টিকায় তাঁর অস্ত্রেলিয়ায় প্রবেশ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে। ফেডেরার এখন হাঁটুর চোটের কারণে টেনিস থেকে দূরে আছেন।
নাদালের এই প্রত্যাবর্তনও নাটকীয়। ছয় মাস আগেও তিনি ক্রাচ নিয়ে হাঁটছিলেন। টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেছিল। পায়ের চোট সারার পর করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই সব বাধা অতিক্রম করে নীরবে প্র্যাকটিস করে গেছেন। অস্ট্রেলিয়া ওপেনে তাকে দেখে বোঝা গেছে, রায়ের চোট এখনো ভোগাচ্ছে তাকে।
গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড করার পর নাদাল। ছবি: Hamish Blair/AP/picture alliance
ফাইনালে প্রথম দুই সেট তিনি হেরে যান। তখন দেখে বোঝা যায়নি, ৩৫ বছর বয়সে এত বাধা অতিক্রম করে, প্রথম দুই সেট হেরে তিনি জিততে পারবেন। বিশেষ করে প্রথম সেট তিনি ৬-২-তে হেরেছিলেন। কিন্তু যত খেলা গড়াল, ততই নাদাল নিজের খেলা ফিরে পেলেন। বাস্তব ঘটনাও অনেক সময় রূপকথাকে হার মানায়। নাদালও সেটাই করেছেন।
ফেডেরারের বার্তা
নাদালের এই ম্যাচ দেখেছেন ফেডেরার এবং ম্যচ শেষ হওয়ার পরেই বার্তা পাঠিয়েছেন বন্ধুকে। ফেডেরার বলেছেন, ‘কী অসাধারণ ম্যাচ দেখলাম। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য আমার পরম বন্ধু এবং সেই সঙ্গে পরম শত্রু রাফায়েল নাদালকে শুভেচ্ছা জানাচ্ছি। মাস কয়েক আগে আমরা একে অন্যকে মজা করে বলেছিলাম, কীভাবে আমাদের জীবন ক্রাচের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। সেখান থেকে তুমি অসাধারণ ভাবে ফিরে এলে।'
মাত্রই শেষ হলো তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি৷ ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬ ও ৬-৪ সেটে জিতে নিলেন ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্লাম শিরোপা৷ ক্লান্তি আর স্বস্তি নিয়ে কিছুটা সময় মাটিতে পড়েছিলেন তিনি৷ উঠে বসলেন বেঞ্চিতে৷ আর্থার অ্যাশ স্টেডিয়ামে তখন বড় স্ক্রিনে দেখানো হচ্ছে তাঁর ১৮ বছরের এটিপি ক্যারিয়ারের এক ঝলক৷ কিন্তু দু’হাতে চোখ ঢাকা নাদালের৷ কাঁদছেন৷ কাঁদছে পুরো এরেনা৷
ছবি: USA TODAY Sports
এই শিরোপাটি অন্যকিছু
শিরোপার কানে কামড় দেয়াটা তাঁর অভ্যাস৷ কিন্তু এই শিরোপাটা অন্যরকম৷ ইনজুরিতে ভুগে গতবার এই ইউএস ওপেনেরই সেমিফাইনাল থেকে ছিটকে পড়তে হয়েছিল৷ গ্র্যান্ড স্লামই শুধু নয়, অন্য বড় ওপেন ট্যুর থেকেও হাঁটুর ইনজুরিতে পড়ে চোখে অন্ধকার দেখতে হয়৷ সব কিছুর বিরুদ্ধে লড়াই করে কোর্টে ফিরে আসা এবং পাঁচ ঘন্টা ধরে বয়সে ১০ বছরের ছোট কিন্তু কৌশলে প্রায় সমান কারো সঙ্গে লড়াই করে শিরোপা ছিনিয়ে আনা সহজ কাজ নয়৷
ছবি: USA TODAY Sports
ফেডেরার থেকে এক শিরোপা দূরে
৩৮ বছর বয়সী বিশ্বসেরা ফেডেরারের গ্র্যান্ডস্লাম শিরোপা ২০টি৷ আর নাদালের ১৯টি৷ চারটি ইউএসওপেন ছাড়াও ঝুলিতে আছে রেকর্ড ১২টি ফ্রেঞ্চ ওপেন, দু’টি উইম্বলডন ও একটি অস্ট্রেলিয়ান ওপেন৷ ১৬টি শিরোপা নিয়ে ৩২ বছরের নোভাক জকোভিচ আছেন তাঁর পেছনে৷ এই ‘বিগ থ্রি’ সবশেষ টানা ১২টি শিরোপা জিতেছেন৷
ছবি: USA TODAY Sports/Geoff Burke
তরুণদের সঙ্গে লড়াই
চতুর্থ বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ দ্বিতীয় বাছাই নাদালের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও তাঁর মধ্যে ছিল তারুণ্যোর ক্ষিপ্রতা৷ লম্বা ব্যাক অ্যান্ড ফোরহ্যান্ড স্ট্রোকে নাদালকে কঠিন এক সময় উপহার দিয়েছেন তিনি৷ প্রথম দুই সেট হেরে ঘুরে দাঁড়িয়েছেন৷ নাদালও ম্যাচের পর স্বীকার করলেন, ‘‘বয়স বেড়ে যাচ্ছে৷’’
ছবি: USA TODAY Sports/Geoff Burke
এবারও পারলেন না সেরেনা
ইউএস ওপেনে পরপর দু’বছর মেয়েদের একক শিরোপা হাতছাড়া হলো স্বাগতিক সেরেনা উইলিয়ামসের৷ গত বছর জাপানি বংশোদ্ভূত নাওমি ওসাকার কাছে হারার পর এবার হারলেন ক্যানাডিয়ান তরুণী বিয়াঙ্কা আন্দ্রিস্কুর কাছে৷ বিয়াঙ্কা জিতলেন ক্যানাডার ইতিাহসে প্রথম একক গ্র্যান্ডস্লাম শিরোপা৷
ছবি: AFP/T. A. Clark
5 ছবি1 | 5
এক অভিবাসী ও দুই বল কিড
ম্যাচ চলার সময় দুই বল কিডের সঙ্গে একবার তর্কে জড়িয়ে পড়েন মেদভেদেভ।
আর দ্বিতীয় সেট চলার সময় এক অভিবাসী একটি প্ল্যাকার্ড নিয়ে কোর্টে ঢুকে পড়েন। সেখানে লেখা ছিল, অভিবাসীদের ধরপাকড় বন্ধ হোক।
প্রশ্ন উঠেছে, এই দুই ঘটনার জেরে কি মেদভেদেভের মনসংযোগে চিড় ধরে?