1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার আর্চবিশপের বিরুদ্ধে অভিযোগ খারিজ  

৬ ডিসেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ার অ্যাডেলেডের আর্চবিশপ ফিলিপ উইলসনের বিরুদ্ধে আনা শিশু নিপীড়নের ঘটনা গোপনের অভিযোগ খারিজ করা হয়েছে৷ এর আগে এই অভিযোগেই  এক বছরের জন্য কারাদণ্ড হয়েছিল তাঁর৷

Australien Prozess Philip Wilson
ছবি: Getty Images/AFP/P. Lorimer

এমন  অভিযোগে দণ্ডিত সবচেয়ে  বয়্স্ক ক্যাথলিক ধর্মগুরু হওয়ায় আদালত তাকে নিজ বাড়িতে কারাবাসের সুযোগ দেয়৷ তারই আপিলের ভিত্তিতে  গত বৃহস্পতিবার এই রায় দেন নিউ সাউথ ওয়েলসের আদালত৷

নিউ সাউথ ওয়েলস আদালতের বিচারক রয় এলিস বলেন, আইনজীবীরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন৷তাই ফিলিপ উইলসনের করা আপিলের ভিত্তিতে এই মামলা বাতিল করা হলো৷

উল্লেখ্য, ১৯৭০ সালে শিশুকে যৌন নিপীড়নের ঘটনার জন্য তাকে সাজা দেওয়া হয়৷ বিষয়টি লুকিয়ে রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে৷  গত মে মাসে আদালতে প্রমাণিত হয়, সহকর্মী জেমস প্যাট্রিক ফ্লেচারের এক অলটার বয়কে যৌন নিপীড়নের ঘটনা জানলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আর্চবিশপ ফিলিপ উইলসন৷ সেই সময় তিন একজন জুনিয়র প্রিস্ট ছিলেন৷ গির্জার সম্মান নষ্ট হবে এই ভেবে তখন তিনি শিশুটির পাশে দাঁড়াননি৷

তবে ২০০৪ সালে জেমস ফ্লেচারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় এবং তার কারাদণ্ড হয়৷ এর দুই বছর পর কারাগারেই মারা যান তিনি৷ অবশ্য নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিলিপ৷

এদিকে ওই ঘটনার শিকার অলটারবয় পিটার ক্রেগ আদালতকে জানিয়েছেন, নিপীড়িত হওয়ার পাঁচ বছর পর ১৯৭৬ সালে তিনি নিজেই ওই ঘটনা ফিলিপকে জানিয়েছিলেন৷ তবে ওই কথোপকথনের কিছুই মনে নেই বলে আদালতকে জানিয়েছেন ফিলিপ উইলসন৷

এফএ/এসিবি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ