অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে আলবানিজ
২২ মে ২০২২তবে প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজ জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ আর জয়ের পথে এগিয়ে থাকা আলবানিজ অবশ্য ইতিমধ্যেই পরিবেশসহ নানা ইস্যুতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন৷
জানা গেছে, শনিবার হওয়া নির্বাচনে দেশটির সংসদের নিম্নকক্ষের ১৫১টি আসনের মধ্যে ৭১টি আসনে জয়লাভ করেছে আলবানিজের লেবার পার্টি৷ আর বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোট ৫১টি আসনে জয় লাভ করেছে৷
ক্ষমতায় আসতে সংসদে ৭৬টি আসন প্রয়োজন৷ হিসেব অনুযায়ী, রোববার পর্যন্ত মোট ভোটের ৬৭ শতাংশ গণনা করা হয়েছে৷
আর এর ফলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, মধ্যবামপন্থী লেবার পার্টি দেশটির নতুন সরকার গঠন করতে যাচ্ছে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে আলবানিজ ক্ষমতায় আসতে পারবেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷
ক্ষমতায় আসতে যাওয়া লেবার পার্টির এই নেতাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আন্তর্জাতিক নেতারা এরইমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন৷
ভোট গণনায় এগিয়ে থাকা লেবার পার্টির এই নেতা বলেন, ‘‘আমি দেশে পরিবর্তন আনতে চাই৷ এখন যেই অবস্থায় দেশ চলছে এর পরিবর্তন করতে চাই৷''
অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানির সুপারপাওয়ার হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন৷
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়াতে বন্যা ও দাবানালের ঘটনা ঘটছে৷ আর একারণে রাজনৈতিক দলসহ ভোটারদের মধ্যেও পরিবেশ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি ছিল৷
আরআর/এফএস (এএফপি, রয়টার্স)