1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরলেন অশ্বিন

১৯ সেপ্টেম্বর ২০২৩

একদিনের বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে ভারত। দুইটি দল ঘোষিত। দলে অশ্বিন।

২০২২-এ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট নেয়ার পর অশ্বিন।
ভারতের একদিনের ক্রিকেট দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: Gary Day/AP

আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তার জন্য দুইটি টিম ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম দুইটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সেই দুই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবদের বিশ্রাম দেয়া হয়েছে।

তৃতীয় ওয়ান ডে-তে অধিনায়ক হলেন রোহিত শর্মা। বিরাট, হার্দিক, কুলদীপরা এই ম্যাচ খেলবেন।

ডান হাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দুইটি দলেই আছেন। একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারত যে প্রাথমিক দল ঘোষণা করেছে সেখানে অশ্বিনকে রাখা হয়নি। দেশের সেরা স্পিনারকে বাইরে রেখে টিম ঘোষণা করায় সেসময় প্রচুর সমালোচনা হয়েছিল। বিশেষ করে টিমে কোনো ডান হাতি স্পিনার না থাকায় ভারতের ক্ষতি হবে বলেও একাধিক সাবেক ক্রিকেটার জানিয়েছিলেন।

২০ মাস পরে

রবিচন্দ্রন অস্বিন ২০ মাস পর আবার একদিনের  টিমে ফিরেছেন। তাহলে কি বিশ্বকাপের চূড়ান্ত দলে তিনি জায়গা পাবেন?

 রোহিত শর্মা জানিয়েছেন,  ''এটা ঠিক, অশ্বিন অনেক দিন পর এই ফর্ম্যাটের ক্রিকেটে দলে এলেন। তবে তার মানে এই নয় যে. তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। তিনি টেস্ট খেলেছেন। অশ্বিনের সঙ্গে আমার নিয়মিত কথা হয়েছে। জেনে নিয়েছি, ওর ফিটনেস কোন পর্যায়ে আছে।'' 

রোহিত বলেছেন, ''তাছাড়া অশ্বিন এমন একজন ক্রিকেটার, যার শরীরের থেকে মাথাটা বেশি চলে। অস্ট্রেলিয়া সিরিজে তাকে আরেকবার দেখে নেয়ার সুযোগ আছে।''

রোহিতের দাবি, ''সবাই যাতে তৈরি থাকে, সেজন্য সবাইকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই। তৈরি থাকাটাই আসল কথা। সুয়োগ তো যে কোনো সময়েই আসতে পারে। রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ও তৈরি সেটাও দেখে নেয়া দরকার।''

রোহিতের বক্তব্য, ''বিশ্বকাপের দলে ভারসাম্য রাখতে হবে। আমি সেটাই চাই।''

রোহিতের কথা যথেষ্ট ইঙ্গিতবাহী।

শ্রীলঙ্কায় এশিয়া কাপ চলার সময়ই একদিন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর। তারপর এই দল ঘোষণা করা হলো।

দুইটি টিম

প্রথম দুইটি ম্যাচের জন্য ঘোষিত টিমে আছেন, কে এল রাহুল(অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ইশান কিশন, রুতুরাজ গাইকোয়াড়, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ।

তৃতীয় ও শেষ ম্যাচের জন্য টিম হলো- রোহিত শর্মা(অধিনায়ক), হার্দিক পান্ডিয়া(সহ অধিনায়ক), কে এল রাহুল. শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিশন, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বমরা।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ