একদিনের বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে ভারত। দুইটি দল ঘোষিত। দলে অশ্বিন।
বিজ্ঞাপন
আগামী ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তার জন্য দুইটি টিম ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম দুইটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। সেই দুই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবদের বিশ্রাম দেয়া হয়েছে।
তৃতীয় ওয়ান ডে-তে অধিনায়ক হলেন রোহিত শর্মা। বিরাট, হার্দিক, কুলদীপরা এই ম্যাচ খেলবেন।
ডান হাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দুইটি দলেই আছেন। একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারত যে প্রাথমিক দল ঘোষণা করেছে সেখানে অশ্বিনকে রাখা হয়নি। দেশের সেরা স্পিনারকে বাইরে রেখে টিম ঘোষণা করায় সেসময় প্রচুর সমালোচনা হয়েছিল। বিশেষ করে টিমে কোনো ডান হাতি স্পিনার না থাকায় ভারতের ক্ষতি হবে বলেও একাধিক সাবেক ক্রিকেটার জানিয়েছিলেন।
২০ মাস পরে
রবিচন্দ্রন অস্বিন ২০ মাস পর আবার একদিনের টিমে ফিরেছেন। তাহলে কি বিশ্বকাপের চূড়ান্ত দলে তিনি জায়গা পাবেন?
বিশ্বকাপ ট্রফি কলকাতায়, সেলফি তোলার ধুম
কলকাতায় পৌঁছেছে পুরুষদের জন্য একদিনের বিশ্বকাপের সুদৃশ্য ট্রফি। সেখানে সেলফি তুলতে মানুষের ভিড়।
ছবি: Satyajit Shaw/DW
আইসিসি বিশ্বকাপ ট্রফি
আগামী ১৯ অক্টোবর আমেদাবাদে এই ট্রফিটাই উঠবে পুরুষদের ক্রিকেটে একদিনের বিশ্বকাপজয়ী দেশের প্লেয়ারদের হাতে। এই প্রতিয়োগিতা শুরু হবে ৫ অক্টোবর থেকে। ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ পর্যায়ের খেলা ছাড়াও একটি সেমিফাইনাল হবে
ছবি: Satyajit Shaw/DW
সাউথ সিটি মল-এ
কলকাতায় দুদিনের জন্য ট্রফি রাখা হয়েছে সাউথ সিটি মল-এ। এই সুদৃশ্য মল-এ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই ট্রফি। তা দেখতে প্রচুর মানুষ আসছেন।
ছবি: Satyajit Shaw/DW
সোনা-রুপো দিয়ো তৈরি
এই ট্রফিটা তৈরি হয়েছে সোনা ও রুপো দিয়ে। তিনটে রুপোর স্তম্ভ ধরে রেখেছে গোল্ডেন গ্লোবকে। ওই স্তম্ভগুলি স্টাম্প ও বেল-এর মতো দেখতে। এই তিনটি স্তম্ভ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতীক।
ছবি: Satyajit Shaw/DW
ফটো কর্নার
ট্রফির সঙ্গে আলাদা করে ফটো কর্নার করা হয়েছে। সেখানে প্রচুর মানুষ গিয়ে সেলফি তুলছেন।
ছবি: Satyajit Shaw/DW
মূল ট্রফির সঙ্গেও
মূল ট্রফিকে রেকে সেলফি তোলারও বিরাম নেই। উৎসাহ বেশি যুবদের মধ্যে।
ছবি: Satyajit Shaw/DW
ইডেন গার্ডেনসেও
ইডেন গার্ডেনসেও ট্রফি রাখা হবে। তবে সেখানে প্রবেশের কড়াকড়ি থাকবে। তাই সাউথ সিটি মল-এ ভিড় বেশি।
ছবি: Satyajit Shaw/DW
উন্মাদনা বাড়ছে
কলকাতা ক্রিকেট-পাগল শহর। তাই একদিনের বিশ্বকাপ যত কাছে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে। গ্রুপ লিগের ম্যাচ ছাড়াও কলকাতায় একটি সেমিফাইনালও হবে। ইডেন ভরে দর্শক আসবে বলে সিএবি-র আশা।
ছবি: Satyajit Shaw/DW
7 ছবি1 | 7
রোহিত শর্মা জানিয়েছেন, ''এটা ঠিক, অশ্বিন অনেক দিন পর এই ফর্ম্যাটের ক্রিকেটে দলে এলেন। তবে তার মানে এই নয় যে. তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। তিনি টেস্ট খেলেছেন। অশ্বিনের সঙ্গে আমার নিয়মিত কথা হয়েছে। জেনে নিয়েছি, ওর ফিটনেস কোন পর্যায়ে আছে।''
রোহিত বলেছেন, ''তাছাড়া অশ্বিন এমন একজন ক্রিকেটার, যার শরীরের থেকে মাথাটা বেশি চলে। অস্ট্রেলিয়া সিরিজে তাকে আরেকবার দেখে নেয়ার সুযোগ আছে।''
রোহিতের দাবি, ''সবাই যাতে তৈরি থাকে, সেজন্য সবাইকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই। তৈরি থাকাটাই আসল কথা। সুয়োগ তো যে কোনো সময়েই আসতে পারে। রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ও তৈরি সেটাও দেখে নেয়া দরকার।''
রোহিতের বক্তব্য, ''বিশ্বকাপের দলে ভারসাম্য রাখতে হবে। আমি সেটাই চাই।''
রোহিতের কথা যথেষ্ট ইঙ্গিতবাহী।
আইপিএল ম্যাচের পর কোহলি-গম্ভীর ঝগড়া, শাস্তি
প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির ঝামেলা প্রকাশ্যে এসেছিল। এবার গৌতম গম্ভীরের সঙ্গে মাঠেই ঝগড়া বিরাটের।
ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images
কী হয়েছে?
বেঙ্গালুরুর সঙ্গে লখনউয়ের ম্যাচ ছিল। ম্যাচে লখনউয়ের একটা করে উইকেট পড়েছে, আর বিরাটের আগ্রাসী মনোভাব তত বেশি হয়েছে। লখনউয়ের শেষ ব্যাটার নবীন উল হক আউট হওয়ার পর তো বিরাট মাঠে তার টুপি ছুঁড়ে ফেলে উল্লাস প্রকাশ করেন। লখনউ প্লেয়াররা যেখানে বসেছিলেন, সেদিকে তাকিয়ে তাদের চুপ করে থাকার ইঙ্গিত দেন। তাতে খারাপ লাগে নবীনের।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
বিরাট-গম্ভীর ঝগড়া
ম্যাচ শেষ হওয়ার পর নবীন কথা বলেন বিরাটের সঙ্গে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এরপর গৌতম গম্ভীর এগিয়ে আসেন। বিরাটকে কিছু বলেন। বিরাটও জবাব দেন। দুজনের কথার সুর চড়তে থাকে। দুই পক্ষের বাকি প্লেয়াররা তাদের সরিয়ে দেন। বিরাটকে সরিয়ে নেন অধিনায়ক দুপ্লেসি। বিরাট ও গম্ভীর দুজনেই দিল্লির প্লেয়ার। কিন্তু তাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। আগেও তাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
সৌরভের সঙ্গে বিরোধ
এর আগে দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাটের বিরোধ সামনে এসেছিল। সেবারও একটি ক্যাচ নিয়ে কড়া চোখে সৌরভ দিল্লির বেঞ্চের দিকে তাকিয়েছিলেোন বিরাট। ম্যাচের শেষে হাত মেলানোর পর্ব যখন আসে, তখন বিরাটকে টপকে পরের প্লেয়ায়ের সঙ্গে হাত মেলান সৌরভ।
ছবি: privat
মাঠে বিরাটের উত্তেজনা
ক্রিকেট মাঠে বিরাটের উত্তেজনা ও আগ্রাসী মনোভাব আগেও দেখেছে ক্রিকেট বিশ্ব। নানা ধরনের মুখভঙ্গি ও শরীরের ভাষায় তার মনোভাব ও উত্তেজনা সামনে আনেন বিরাট। অধিনায়ক থাকার সময় তো তা তুঙ্গে উঠেছিল।
ছবি: Surjeet Yadav/AFP
বিরাটের শাস্তি
আইপিএল কর্তৃপক্ষ এই ঘটনার পর বিরাট কোহলির পুরো ম্যাচ ফি কেটে নিয়েছেন। এর আগেও দলের বোলিং রেট কম হওয়ায় বিরাটকে জরিমানা করা হয়েছিল। বিরাট তখন অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।
আইপিএলে এখন পয়েন্টের হিসাবে এক নম্বরে আছে গুজরাট টাইটানস। তারা আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে। রাজস্থান, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, পাঞ্জাব সকলেই নয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে। বেশি রানরেটের কারণে তৃতীয় স্থানে আছে লখনউ এবং বেঙ্গালুরু পাঁচ নম্বরে। কেকেআর আট নম্বরে ও দিল্লি একেবারে শেষে। উপরের ছবিটি গুজরাট ও দিল্লির ম্যাচের।
ছবি: Manish Swarup/AP/picture alliance
7 ছবি1 | 7
শ্রীলঙ্কায় এশিয়া কাপ চলার সময়ই একদিন কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর। তারপর এই দল ঘোষণা করা হলো।
দুইটি টিম
প্রথম দুইটি ম্যাচের জন্য ঘোষিত টিমে আছেন, কে এল রাহুল(অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ইশান কিশন, রুতুরাজ গাইকোয়াড়, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ।
তৃতীয় ও শেষ ম্যাচের জন্য টিম হলো- রোহিত শর্মা(অধিনায়ক), হার্দিক পান্ডিয়া(সহ অধিনায়ক), কে এল রাহুল. শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিশন, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বমরা।