1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার সরকারের বিরুদ্ধে ‘চুরি যাওয়া প্রজন্মের' মামলা

২৯ এপ্রিল ২০২১

অস্ট্রেলিয়ার ৮০০ আদিবাসী ও তাদের বংশধররা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন৷ পূর্বপুরুষ ও তাদের সঙ্গে হওয়া অবিচারের ক্ষতিপূরণ দাবি করেছেন তারা৷

Australien | Aborigines |  Kinder | Stolen Generations
ছবি: picture-alliance/dpa/T. Trewin

১৯৭০ এর দশক পর্যন্ত অন্তর্ভুক্তি নীতির অধীনে অস্ট্রেলিয়ার আদিবাসী শিশুদের তাদের বাড়ি থেকে নিয়ে শ্বেতাঙ্গ পরিবারে বড় করার বিধান চালু ছিল৷ কয়েক হাজার আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপপুঞ্জের বাসিন্দা এমন নীতির শিকার হয়েছেন৷ তারা পরিচিত ‘স্টোলেন জেনারেশন' বা চুরি যাওয়া প্রজন্ম হিসেবে৷ এই ভুক্তভোগীরা কখনও সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাননি৷

মামলায় বাদী হওয়া ৮০০ জনকেও শিশুকালে তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন করা হয়৷ আইনী প্রতিষ্ঠান শাইন লইয়ার্স বুধবার তাদের পক্ষে এই মামলাটি করেছে৷ আরো কয়েক হাজার ভুক্তভোগী ভবিষ্যতে এই মামলায় যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷ প্রতিষ্ঠানটি পরামর্শক ট্রিস্টান গ্যাভেন বলেন, ‘‘স্বীকৃতি ব্যতিত তাদের ভবিষ্যতের উন্নয়ন সম্ভব নয়৷''

২০০৮ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী, কেভিন রুড শিশুদের জোরপূর্বক পরিবার থেকে বিচ্ছিন্নের জন্য আদিবাসী গোষ্ঠীর কাছে ক্ষমা চেয়েছিলেন৷ সেসময় তিনি বলেন, অতীতে যে অবিচার হয়েছিল তার পুনরাবৃত্তি আর কখনও হবে না৷ এই ঘটনা মূলত ঘটেছে উনিশ শতক জুড়ে৷ তবে কিছু জায়গায় ১৯৭০ এর দশক পর্যন্ত মিশ্র বর্ণের শিশুদেরও তুলে নেয়া হত৷ ৮৪ বছর বয়সী হেথার অ্যালির সেই স্মৃতি এখনও মনে আছে৷ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির এই বাসিন্দাকে নয় বছর বয়সে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল৷ ‘‘তারা গোটা একটি প্রজন্মকে এমনভাবে মুছে দিয়েছে, যেন তাদের কোন অস্তিত্বই ছিল না৷ আমি আইনী প্রক্রিয়ায় যোগ দিয়েছি কারণ আমি মনে করি আমাদের কাহিনী প্রকাশ হওয়া উচিত'',  বলেন অ্যালি৷

অস্ট্রেলিয়ার কয়েকটি রাজ্যে ভুক্তভোগী আদিবাসীদের জন্য কিছু কর্মসূচী থাকলেও ফেডারেল সরকার বরাবরই ক্ষতিপূরণের বিষয়টি এড়িয়ে গেছে৷ গত বছর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এমন কোন উদ্যোগ নেয়ার আইনী বাধ্যবাধকতা সরকারের নেই৷ বুধবারের মামলায় ক্ষতিপূরণ বিষয়টি নির্দিষ্ট করে বলা হয়নি৷ জুনে মামলার প্রাথমিক শুনানি শুরু হতে পারে৷

মার্সেল নাদিম আবুরাকিয়া/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ