বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১০০টি তি্মি নানা ধরনের চাপে কাহিল বা অসুস্থ হয়ে পড়েছিল৷ দল বেঁধে তীরে এসে আটকে পড়ে তারা৷
সাগরতীরে আটকে পড়া তিমিদের একাংশছবি: Allan Marsh/Cheynes Beach Caravan Park/AFP
বিজ্ঞাপন
শত চেষ্টাতেও সাগরে ফেরানো যাচ্ছে না তাদের৷ ৫০টি তিমি ইতিমধ্যে মারা গেছে৷ বাকিদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে৷
মঙ্গলবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ১০০টির মতো তিমি সাগর থেকে তীরে চলে আসে৷ অ্যালবানির পূর্বের চেনেস সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকা জুড়ে এক সারিতে অবস্থান নেয় তারা৷ বিশেষ কোনো কারণ ছাড়া তিমি কখনো তীরে আসে না৷ স্বাভাবিক অবস্থায় সলিলসমাধিই হয় তাদের ৷ সাগরের জলরাশি ছেড়ে তিমির তীরে এসে দীর্ঘক্ষণ আটকে থাকা মানে অবধারিত মৃত্যু৷ তাই প্রাণরক্ষার জন্য তাদের সাগরে ফেরানোর চেষ্টা চলছে মঙ্গলবার থেকেই৷
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ডিপার্টমেন্ট অব বায়োডাইভার্সিটি, কনজার্ভেশন অ্যান্ড অ্যাট্রাকশনের কর্মীরা মঙ্গলবার রাতেই সৈকতে তাঁবু খাটিয়ে তিমিদের রক্ষার চেষ্টা শুরু করেন৷ তাদের সঙ্গে যোগ দেন পার্থ চিড়িয়াখানার সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা৷ শত শত স্থানীয় মানুষও এসেছেন তিমি-রক্ষার বিশেষ দলকে সহায়তা করতে৷ ফলে সমুদ্র সৈকতে দেখা দেয় বিশাল জনসমুদ্র৷ ভিড় কমানোর জন্য স্থানীয়দের ওই এলাকা থেকে একটু দূরে যাওয়ার অনুরোধ জানাতে বাধ্য হয় কর্তৃপক্ষ৷
অস্ট্রেলিয়ার উপকূলে কয়েকশ’ তিমির মৃত্যু
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উপকূলে কয়েকশ’ ‘পাইলট তিমি’ আটকা পড়েছে৷ এর মধ্যে ৩৮০ টি মারা গেছে, বাকিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা৷
ছবি: Ryan Bloomfield/Reuters
রেকর্ড
এর আগে অস্ট্রেলিয়ায় একসঙ্গে এত ‘পাইলট তিমি’ কখনো উপকূলে আটকা পড়েনি৷ তাসমানিয়া দ্বীপের কাছে বুধবার পর্যন্ত প্রায় ৫০০ তিমি চিহ্নিত করতে পেরেছে কর্তৃপক্ষ৷ এদের মধ্যে ৩৮০ টিই মারা গেছে৷
ছবি: Reuters
উদ্ধার
তিমি উদ্ধারে কাজ করছে ষাট জনের একটি দল৷ এর মধ্যে বিশেষজ্ঞ, দক্ষ স্বেচ্ছাসেবক ও স্থানীয় মৎসজীবীরাও আছেন৷
ছবি: Brodie Weeding/AAP Image/Reuters
বাঁচানোর চেষ্টা
সোমবার উপকূলের কাছে এই তিমিগুলোকে দেখা যেতে শুরু করে৷ উদ্ধারকারীরা এখন পর্যন্ত আটকে পড়া ৫০ টির প্রাণ রক্ষা করতে পেরেছেন৷ আরো প্রায় ৩০ টি এখনও জীবিত আছে৷
ছবি: Brodie Weeding/AP Photo/picture-alliance
যা করছেন
দুইদিন ধরে সমুদ্রের ঠান্ডা জলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা৷ তারা জীবিত তিমিগুলোকে নৌকায় লাগানো বিশেষ বেল্ট দিয়ে টেনে মুক্ত সমুদ্রে পৌঁছে দিচ্ছেন৷ এখনো প্রায় ৩০ টি তিমিকে এই প্রক্রিয়ায় বাঁচানোর চেষ্টা করছেন তারা৷ তবে সাত মিটার লম্বা আর তিন টন ওজনের প্রাণীগুলোকে টেনে নেয়ার কাজটি মোটেও সহজ নয়৷
ছবি: Brodie Weeding/AP Photo/picture-alliance
অবস্থান
তাসমানিয়ার দক্ষিণ উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে এই তিমিগুলো আটকা পড়েছে৷ কর্তৃপক্ষ খুঁজে দেখছে দুর্গম দ্বীপটির অন্য কোথাও এসব প্রাণী আর আটকা পড়েছে কিনা৷ সুখবর হলো, এখন পর্যন্ত যেগুলোকে উদ্ধার করা হয়েছে, সেগুলো সাঁতার কেটে গভীর সমুদ্রে কাছাকাছি যেতে পেরেছে৷
ছবি: Ryan Bloomfield/Reuters
কারণ কী
দক্ষিণ অস্ট্রিলিয়া ও নিউজিল্যান্ডে তিমি বা ডলফিনের আটকে পড়ার চিত্র এবারই প্রথম নয়৷ তাদের উপকূলে আসার এই প্রবণতাটি এখনও বিজ্ঞানীদের অজানা৷ কোনো কোনো গবেষকের ধারণা খাবারের সন্ধানে আসে তারা৷ কারো মতে, এক দুইজন দলছুটের পেছনে এসে বাকিরাও বালুতে আটকা পড়ে৷ কেননা এই প্রাণীদের সামাজিক বন্ধন বেশ দৃঢ়, যা পুরো একটি দলকেই বিপদে ফেলে৷
ছবি: Tasmania Police/Reuters
মৃতদের সরানো
মারা যাওয়া তিমিদের দেহগুলোর এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ৷ বুধবার প্রয়োজনীয় সরঞ্জামাদি আসলে সেগুলো সরিয়ে ফেলা হবে বলে জানানো হয়েছে৷ এই মুহূর্তে যে তিমিগুলো বেঁচে আছে তাদের উদ্ধারেই বেশি জোর দিচ্ছেন কর্মীরা৷
ছবি: Bilal Rashid/Reuters
আরো ঘটনা
এর আগে ১৯৯৬ সালে ৩২০ টি পাইলট তিমি আটকা পড়েছিল পশ্চিম অস্ট্রেলিয়ার ডানসবোরোতে ৷ ২০০৯ সালে সবশেষ তাসমানিয়াতে ৫০ টির বেশি পাইলট তিমি আটকা পড়েছিল৷ সেদিক থেকে এবার প্রথম একসঙ্গে এত বেশি তিমি আটকা পড়া এবং মারা যাওয়ার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়াতে৷
ছবি: Reuters
8 ছবি1 | 8
কিন্তু এত মানুষের চেষ্টাতেও তিমিদের সাগরে ফেরানো যাচ্ছে না৷ ৫০টি তিমি ইতিমধ্যে ডাঙায় এসে মৃত্যুবরণ করেছে৷ বাকিদের প্রাণরক্ষার একমাত্র উপায় তাদের সাগরে ফেরানো৷ পশুচিকিৎসক এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের দল সেই চেষ্টাই করছেন, কিন্তু তাদের কোনো চেষ্টাতেই তিমিরা এখনো সাড়া দেয়নি৷
অস্ট্রেলিয়ায় এর আগেও সাগর থেকে তিমিরা দল বেঁধে ডাঙায় চলে এসেছে৷ নিউজিল্যান্ডেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা যায়৷ ২০২২ সালের অক্টোবরে প্রায় ৫০০ তিমি নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপের সৈকতে চলে এসেছিল৷ সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাইরেও তিমিদের মাঝে এমন প্রবণতা লক্ষ্য করা গেছে৷ গত সপ্তাহে ৫৫টি তিমি স্কটল্যান্ডের আউটার হেব্রিডসের প্রত্যন্ত দ্বীপ আইল অব লুইসে চলে এসেছিল৷ পরে সাগরের ঢেউ এসে তাদের সাগরে ভাসিয়ে নিয়ে যায়৷